আইফোন উপহার পেয়ে শাহরুখ খান রিতেশ দেশমুখকে বলেছিলেন, ‘আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ বলিউড বাদশা শাহরুখ উপহারটি পেয়ে এতটাই খুশি হয়েছিলেন যে, তিনি রাতে ফোন করে রিতেশ দেশমুখকে এ কথা বলেছেন। বলিউডের আরেক তারকা রিতেশ দেশমুখ ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার অনুষ্ঠানে মজার মুহূর্ত হিসেবে এসব কথা বলেন।
ম্যাশেবল ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে রিতেশ বলেন, যুক্তরাষ্ট্রেই যেদিন কেবল আইফোন চালু হতে যাচ্ছে। সে সময় তিনি দুটি আইফোন হাতে পেয়েছেন। তিনি জানতেন যে শাহরুখ নতুন প্রযুক্তির সঙ্গে থাকতে খুবই ভালোবাসেন। তাই তিনি একটি ফোন শাহরুখ খানকে পাঠান। এ নিয়ে তিনি বুঝতে পারছিলেন যে ফোনের প্রশংসা শাহরুখ করবে। কিন্তু রাত ১১টায় তাঁকে কল করে শাহরুখ। ফোনের সম্পর্কে তাঁর মন্তব্য ছিল এটা খুব ‘মন মুগ্ধকর’। মুগ্ধ হয়ে তাঁকে বলেছেন, ‘আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ বলিউড বাদশার এই প্রতিক্রিয়ার কথা হাসতে হাসতে উপস্থাপন করেন রিতেশ।
‘যেদিন যুক্তরাষ্ট্রে আইফোন প্রথম চালু হয় সেদিন আমার হাতেও দুটি ফোন। মুম্বাইয়ের প্রথম সারির লোকদের মধ্যে আমিও একজন ছিলাম যাদের কাছে এই ফোন ছিল। আমেরিকা থেকে আসার সময় তার জন্য একজন সেগুলো নিয়ে এসেছিলেন।’ সাক্ষাৎকারে কথাও বলেন রিতেশ।
এ ছাড়া শাহরুখ খানের অফিসের ডিজাইনও করেছেন এই বলিউড তারকা। একজন স্থপতি হিসেবে কাজের জন্য তাকেই বেছে নিয়েছেন বলেও জানান রিতেশ। তাঁদের মধ্যে সম্পর্কটা অত্যন্ত মধুর বলে জানান রিতেশ।
এর আগে রিতেশ পরিচালিত ‘হেই বেবি’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। এ ছাড়া ২০১৮ সালে রিতেশ তাঁর মারাঠি ছবি ‘মৌলি’ মুক্তির তারিখ পিছিয়েছিলেন। কারণ একই সময়ে শাহরুখ খানের ‘জিরো’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। শাহরুখ খান এ নিয়ে রিতেশ দেশমুখের প্রশংসা করে একটি টুইটে তাকে 'ছোট ভাই' বলে সম্বোধন করেন।
আরও পড়ুন
আইফোন উপহার পেয়ে শাহরুখ খান রিতেশ দেশমুখকে বলেছিলেন, ‘আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ বলিউড বাদশা শাহরুখ উপহারটি পেয়ে এতটাই খুশি হয়েছিলেন যে, তিনি রাতে ফোন করে রিতেশ দেশমুখকে এ কথা বলেছেন। বলিউডের আরেক তারকা রিতেশ দেশমুখ ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার অনুষ্ঠানে মজার মুহূর্ত হিসেবে এসব কথা বলেন।
ম্যাশেবল ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে রিতেশ বলেন, যুক্তরাষ্ট্রেই যেদিন কেবল আইফোন চালু হতে যাচ্ছে। সে সময় তিনি দুটি আইফোন হাতে পেয়েছেন। তিনি জানতেন যে শাহরুখ নতুন প্রযুক্তির সঙ্গে থাকতে খুবই ভালোবাসেন। তাই তিনি একটি ফোন শাহরুখ খানকে পাঠান। এ নিয়ে তিনি বুঝতে পারছিলেন যে ফোনের প্রশংসা শাহরুখ করবে। কিন্তু রাত ১১টায় তাঁকে কল করে শাহরুখ। ফোনের সম্পর্কে তাঁর মন্তব্য ছিল এটা খুব ‘মন মুগ্ধকর’। মুগ্ধ হয়ে তাঁকে বলেছেন, ‘আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ বলিউড বাদশার এই প্রতিক্রিয়ার কথা হাসতে হাসতে উপস্থাপন করেন রিতেশ।
‘যেদিন যুক্তরাষ্ট্রে আইফোন প্রথম চালু হয় সেদিন আমার হাতেও দুটি ফোন। মুম্বাইয়ের প্রথম সারির লোকদের মধ্যে আমিও একজন ছিলাম যাদের কাছে এই ফোন ছিল। আমেরিকা থেকে আসার সময় তার জন্য একজন সেগুলো নিয়ে এসেছিলেন।’ সাক্ষাৎকারে কথাও বলেন রিতেশ।
এ ছাড়া শাহরুখ খানের অফিসের ডিজাইনও করেছেন এই বলিউড তারকা। একজন স্থপতি হিসেবে কাজের জন্য তাকেই বেছে নিয়েছেন বলেও জানান রিতেশ। তাঁদের মধ্যে সম্পর্কটা অত্যন্ত মধুর বলে জানান রিতেশ।
এর আগে রিতেশ পরিচালিত ‘হেই বেবি’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। এ ছাড়া ২০১৮ সালে রিতেশ তাঁর মারাঠি ছবি ‘মৌলি’ মুক্তির তারিখ পিছিয়েছিলেন। কারণ একই সময়ে শাহরুখ খানের ‘জিরো’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। শাহরুখ খান এ নিয়ে রিতেশ দেশমুখের প্রশংসা করে একটি টুইটে তাকে 'ছোট ভাই' বলে সম্বোধন করেন।
আরও পড়ুন
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
৮ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
৮ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
৮ ঘণ্টা আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
৯ ঘণ্টা আগে