অনলাইন ডেস্ক
আইফোন উপহার পেয়ে শাহরুখ খান রিতেশ দেশমুখকে বলেছিলেন, ‘আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ বলিউড বাদশা শাহরুখ উপহারটি পেয়ে এতটাই খুশি হয়েছিলেন যে, তিনি রাতে ফোন করে রিতেশ দেশমুখকে এ কথা বলেছেন। বলিউডের আরেক তারকা রিতেশ দেশমুখ ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার অনুষ্ঠানে মজার মুহূর্ত হিসেবে এসব কথা বলেন।
ম্যাশেবল ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে রিতেশ বলেন, যুক্তরাষ্ট্রেই যেদিন কেবল আইফোন চালু হতে যাচ্ছে। সে সময় তিনি দুটি আইফোন হাতে পেয়েছেন। তিনি জানতেন যে শাহরুখ নতুন প্রযুক্তির সঙ্গে থাকতে খুবই ভালোবাসেন। তাই তিনি একটি ফোন শাহরুখ খানকে পাঠান। এ নিয়ে তিনি বুঝতে পারছিলেন যে ফোনের প্রশংসা শাহরুখ করবে। কিন্তু রাত ১১টায় তাঁকে কল করে শাহরুখ। ফোনের সম্পর্কে তাঁর মন্তব্য ছিল এটা খুব ‘মন মুগ্ধকর’। মুগ্ধ হয়ে তাঁকে বলেছেন, ‘আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ বলিউড বাদশার এই প্রতিক্রিয়ার কথা হাসতে হাসতে উপস্থাপন করেন রিতেশ।
‘যেদিন যুক্তরাষ্ট্রে আইফোন প্রথম চালু হয় সেদিন আমার হাতেও দুটি ফোন। মুম্বাইয়ের প্রথম সারির লোকদের মধ্যে আমিও একজন ছিলাম যাদের কাছে এই ফোন ছিল। আমেরিকা থেকে আসার সময় তার জন্য একজন সেগুলো নিয়ে এসেছিলেন।’ সাক্ষাৎকারে কথাও বলেন রিতেশ।
এ ছাড়া শাহরুখ খানের অফিসের ডিজাইনও করেছেন এই বলিউড তারকা। একজন স্থপতি হিসেবে কাজের জন্য তাকেই বেছে নিয়েছেন বলেও জানান রিতেশ। তাঁদের মধ্যে সম্পর্কটা অত্যন্ত মধুর বলে জানান রিতেশ।
এর আগে রিতেশ পরিচালিত ‘হেই বেবি’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। এ ছাড়া ২০১৮ সালে রিতেশ তাঁর মারাঠি ছবি ‘মৌলি’ মুক্তির তারিখ পিছিয়েছিলেন। কারণ একই সময়ে শাহরুখ খানের ‘জিরো’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। শাহরুখ খান এ নিয়ে রিতেশ দেশমুখের প্রশংসা করে একটি টুইটে তাকে 'ছোট ভাই' বলে সম্বোধন করেন।
আরও পড়ুন
আইফোন উপহার পেয়ে শাহরুখ খান রিতেশ দেশমুখকে বলেছিলেন, ‘আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ বলিউড বাদশা শাহরুখ উপহারটি পেয়ে এতটাই খুশি হয়েছিলেন যে, তিনি রাতে ফোন করে রিতেশ দেশমুখকে এ কথা বলেছেন। বলিউডের আরেক তারকা রিতেশ দেশমুখ ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার অনুষ্ঠানে মজার মুহূর্ত হিসেবে এসব কথা বলেন।
ম্যাশেবল ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে রিতেশ বলেন, যুক্তরাষ্ট্রেই যেদিন কেবল আইফোন চালু হতে যাচ্ছে। সে সময় তিনি দুটি আইফোন হাতে পেয়েছেন। তিনি জানতেন যে শাহরুখ নতুন প্রযুক্তির সঙ্গে থাকতে খুবই ভালোবাসেন। তাই তিনি একটি ফোন শাহরুখ খানকে পাঠান। এ নিয়ে তিনি বুঝতে পারছিলেন যে ফোনের প্রশংসা শাহরুখ করবে। কিন্তু রাত ১১টায় তাঁকে কল করে শাহরুখ। ফোনের সম্পর্কে তাঁর মন্তব্য ছিল এটা খুব ‘মন মুগ্ধকর’। মুগ্ধ হয়ে তাঁকে বলেছেন, ‘আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ বলিউড বাদশার এই প্রতিক্রিয়ার কথা হাসতে হাসতে উপস্থাপন করেন রিতেশ।
‘যেদিন যুক্তরাষ্ট্রে আইফোন প্রথম চালু হয় সেদিন আমার হাতেও দুটি ফোন। মুম্বাইয়ের প্রথম সারির লোকদের মধ্যে আমিও একজন ছিলাম যাদের কাছে এই ফোন ছিল। আমেরিকা থেকে আসার সময় তার জন্য একজন সেগুলো নিয়ে এসেছিলেন।’ সাক্ষাৎকারে কথাও বলেন রিতেশ।
এ ছাড়া শাহরুখ খানের অফিসের ডিজাইনও করেছেন এই বলিউড তারকা। একজন স্থপতি হিসেবে কাজের জন্য তাকেই বেছে নিয়েছেন বলেও জানান রিতেশ। তাঁদের মধ্যে সম্পর্কটা অত্যন্ত মধুর বলে জানান রিতেশ।
এর আগে রিতেশ পরিচালিত ‘হেই বেবি’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। এ ছাড়া ২০১৮ সালে রিতেশ তাঁর মারাঠি ছবি ‘মৌলি’ মুক্তির তারিখ পিছিয়েছিলেন। কারণ একই সময়ে শাহরুখ খানের ‘জিরো’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। শাহরুখ খান এ নিয়ে রিতেশ দেশমুখের প্রশংসা করে একটি টুইটে তাকে 'ছোট ভাই' বলে সম্বোধন করেন।
আরও পড়ুন
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১৪ মিনিট আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৪৪ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
১ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
১ ঘণ্টা আগে