দীর্ঘ চার বছরের বিরতির পর ২৫ জানুয়ারি ‘পাঠান’ নিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চলচ্চিত্রটি মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছে। ভারতের নানা প্রান্তে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
এবার জানা গেল নতুন খবর, ‘পাঠান’-এর সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের পরবর্তী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজার। বলিউড ভাইজান সালমান খান আজ সোমবার দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে এই ঘোষণা দেন।
কয়েক দিন আগেই ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছিল, শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার প্রিন্টের সঙ্গে সংযুক্ত হতে পারে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজার। এবার খবরটি নিশ্চিত হলো। ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটি আগামী ২১ এপ্রিল ইদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে বলে জানা গেছে।
‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ছবিটিতে সালমান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।
ধুঁকতে থাকা বলিউড বক্স অফিস পুনরুদ্ধারে উঠেপড়ে লেগেছেন বলিউডের তারকারা। বলিউড বাদশাহর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’–এর মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারে বলিউড—এমনই ধারণা করছেন অনেক চলচ্চিত্র বিশ্লেষক।
সম্প্রতি আসামের বজরং দলের সদস্যরা ‘পাঠান’ চলচ্চিত্রের প্রদর্শন আটকাতে গুয়াহাটির একটি সিনেমা হলে হামলা চালান। শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে বিতর্ক যেমন চলছে, এর সঙ্গে সঙ্গে বাড়ছে অগ্রিম টিকিট বিক্রিও। মুক্তির আগেই জার্মানিতে এরই মধ্যে ১ কোটি ৩২ লাখ রুপির টিকিট বিক্রি হয়ে গেছে। এদিক থেকে ‘কেজিএফ-২’কে ছাড়িয়ে গেছে ‘পাঠান’। কেজিএফ-২ জার্মানিতে ব্যবসা করেছে ১ কোটি ২০ লাখের কাছাকাছি।
যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
দীর্ঘ চার বছরের বিরতির পর ২৫ জানুয়ারি ‘পাঠান’ নিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চলচ্চিত্রটি মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছে। ভারতের নানা প্রান্তে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
এবার জানা গেল নতুন খবর, ‘পাঠান’-এর সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের পরবর্তী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজার। বলিউড ভাইজান সালমান খান আজ সোমবার দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে এই ঘোষণা দেন।
কয়েক দিন আগেই ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছিল, শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার প্রিন্টের সঙ্গে সংযুক্ত হতে পারে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজার। এবার খবরটি নিশ্চিত হলো। ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটি আগামী ২১ এপ্রিল ইদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে বলে জানা গেছে।
‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ছবিটিতে সালমান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।
ধুঁকতে থাকা বলিউড বক্স অফিস পুনরুদ্ধারে উঠেপড়ে লেগেছেন বলিউডের তারকারা। বলিউড বাদশাহর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’–এর মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারে বলিউড—এমনই ধারণা করছেন অনেক চলচ্চিত্র বিশ্লেষক।
সম্প্রতি আসামের বজরং দলের সদস্যরা ‘পাঠান’ চলচ্চিত্রের প্রদর্শন আটকাতে গুয়াহাটির একটি সিনেমা হলে হামলা চালান। শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে বিতর্ক যেমন চলছে, এর সঙ্গে সঙ্গে বাড়ছে অগ্রিম টিকিট বিক্রিও। মুক্তির আগেই জার্মানিতে এরই মধ্যে ১ কোটি ৩২ লাখ রুপির টিকিট বিক্রি হয়ে গেছে। এদিক থেকে ‘কেজিএফ-২’কে ছাড়িয়ে গেছে ‘পাঠান’। কেজিএফ-২ জার্মানিতে ব্যবসা করেছে ১ কোটি ২০ লাখের কাছাকাছি।
যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৭ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৮ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৯ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৯ ঘণ্টা আগে