বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তারই ভাই জুনায়েদ সামি খান। তার দাবি, ‘আদনান তার দ্বিতীয় স্ত্রীর আপত্তিকর ভিডিও তৈরি করে তা আদালতে পেশ করেছিলেন।’ এমনকি তিনি জানিয়েছেন, নিজের পড়াশোনা ও জন্মস্থান নিয়েও আদনান সামি মিথ্যাচার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আদনানের বিরুদ্ধে অভিযোগ তুলে জুনায়েদ বলেন, ‘আমি আল্লাহকে ছাড়া কাউকেই ভয় পাই না। আমি মনে করি আমার ভাইয়ের আসল চেহারাটা তুলে ধরা জরুরি। এই কাজটি করতে আমার ভালো লাগছে না, তবু সত্যিটা সবার জানা উচিত। আমি ওর মতো মিথ্যা বলতে পারি না।’
২০০৭-০৮ সালের দিকে আদনান সামি তাঁর দ্বিতীয় স্ত্রী সাবাহ গালাদারির ‘পর্নো ভিডিও’ বানান। জুনায়েদ বলেন, ‘স্বামী-স্ত্রী নিজেদের ঘনিষ্ঠ ভিডিও শুট করতেই পারেন, তবে সেটা নিজেদের মধ্যে রাখা উচিত ছিল। কিন্তু আদনান সেটা আদালতে পেশ করে গোটা ভারতকে দেখার সুযোগ করে দেয়। আর আদনান দাবি করে, এটা ও বানায়নি বরং বানিয়েছে সাবাহর প্রেমিক! এসব মিথ্যা। আমি তো শুনেছিলাম আদালতে সাবাহ জ্ঞান হারিয়েছিল।’
জুনায়েদ আরও জানিয়েছে আদনান সামি জন্ম-পরিচয় নিয়েও মিথ্যাচার করেছেন। তা স্মরণ করে জুনায়েদ বলেন, ‘১৯৬৯ সালের ১৫ আগস্ট, রাওয়াল পিন্ডির হাসপাতালে জন্মগ্রহণ করেন আদনান সামি। ১৯৭৩ সালে আমিও ওই হাসপাতালেই জন্মেছি। কিন্তু ও বলে বেড়ায় ওর জন্ম ইংল্যান্ডে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা।’
শুধু জন্ম-পরিচয়ই নয়, শিক্ষাগত যোগ্যতা নিয়েও ভুল তথ্য জানিয়েছে আদনান সামি। জুনায়েদের মতে, ‘ইংল্যান্ডে ডিগ্রি অর্জন করতে গিয়ে ফেল করে আদনান। তারপর লাহোর থেকে প্রশংসাপত্র জাল করে। পরে আবুধাবি থেকে প্রাইভেটে ‘এ লেবেল’-এর ডিগ্রি অর্জন করেন সামি।’
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তারই ভাই জুনায়েদ সামি খান। তার দাবি, ‘আদনান তার দ্বিতীয় স্ত্রীর আপত্তিকর ভিডিও তৈরি করে তা আদালতে পেশ করেছিলেন।’ এমনকি তিনি জানিয়েছেন, নিজের পড়াশোনা ও জন্মস্থান নিয়েও আদনান সামি মিথ্যাচার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আদনানের বিরুদ্ধে অভিযোগ তুলে জুনায়েদ বলেন, ‘আমি আল্লাহকে ছাড়া কাউকেই ভয় পাই না। আমি মনে করি আমার ভাইয়ের আসল চেহারাটা তুলে ধরা জরুরি। এই কাজটি করতে আমার ভালো লাগছে না, তবু সত্যিটা সবার জানা উচিত। আমি ওর মতো মিথ্যা বলতে পারি না।’
২০০৭-০৮ সালের দিকে আদনান সামি তাঁর দ্বিতীয় স্ত্রী সাবাহ গালাদারির ‘পর্নো ভিডিও’ বানান। জুনায়েদ বলেন, ‘স্বামী-স্ত্রী নিজেদের ঘনিষ্ঠ ভিডিও শুট করতেই পারেন, তবে সেটা নিজেদের মধ্যে রাখা উচিত ছিল। কিন্তু আদনান সেটা আদালতে পেশ করে গোটা ভারতকে দেখার সুযোগ করে দেয়। আর আদনান দাবি করে, এটা ও বানায়নি বরং বানিয়েছে সাবাহর প্রেমিক! এসব মিথ্যা। আমি তো শুনেছিলাম আদালতে সাবাহ জ্ঞান হারিয়েছিল।’
জুনায়েদ আরও জানিয়েছে আদনান সামি জন্ম-পরিচয় নিয়েও মিথ্যাচার করেছেন। তা স্মরণ করে জুনায়েদ বলেন, ‘১৯৬৯ সালের ১৫ আগস্ট, রাওয়াল পিন্ডির হাসপাতালে জন্মগ্রহণ করেন আদনান সামি। ১৯৭৩ সালে আমিও ওই হাসপাতালেই জন্মেছি। কিন্তু ও বলে বেড়ায় ওর জন্ম ইংল্যান্ডে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা।’
শুধু জন্ম-পরিচয়ই নয়, শিক্ষাগত যোগ্যতা নিয়েও ভুল তথ্য জানিয়েছে আদনান সামি। জুনায়েদের মতে, ‘ইংল্যান্ডে ডিগ্রি অর্জন করতে গিয়ে ফেল করে আদনান। তারপর লাহোর থেকে প্রশংসাপত্র জাল করে। পরে আবুধাবি থেকে প্রাইভেটে ‘এ লেবেল’-এর ডিগ্রি অর্জন করেন সামি।’
কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম উঠে এসেছে কমলা রঙের বোধ নাটকে। নাটকটি রচনা ও নির্দেশনায় আছেন অলোক বসু। নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক বলেন, ‘নাটকের আখ্যান রচিত হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্মকে উপজীব্য করে। ১৯৫৪ সালের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনার শিকার হন।
৬ ঘণ্টা আগেচলতি বছরের এপ্রিলে হেরা ফেরি ৩-এর শুটিং শুরু হয়। সেই সময় ছবির সেটে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেঠি। কিন্তু কিছুদিনের মধ্যেই শুটিং ছেড়ে বেরিয়ে যান পরেশ।
১১ ঘণ্টা আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কবির চারটি গান নিয়ে তৈরি হলো অ্যালবাম ‘দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। গানগুলো নতুনভাবে সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব। ইলেকট্রনিক সাউন্ডের সংমিশ্রণে নজরুলের গানগুলোকে উপস্থাপন করা হয়েছে নতুনভাবে, ভিন্ন এক অনুভবে। গেয়েছেন দিলশাদ নাহার কনা...
১৫ ঘণ্টা আগেগত ঈদুল ফিতরের ‘ইত্যাদি’র শুটিং সেটে অতিরিক্ত দর্শক আগমনের কারণে হয়েছিল হট্টগোল, বিপাকে পড়তে হয়েছিল ইত্যাদির টিমকে। এবার কোরবানির ঈদে ইত্যাদির টিম পড়েছে ঝড়ের কবলে। পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত জানিয়েছেন, ইত্যাদি অনুষ্ঠানের ৩৭ বছরে এই প্রথম এত বিপর্যয়ের মুখে পড়েছিল টিম। এবারও সব বাধা পেরিয়ে...
১৫ ঘণ্টা আগে