Ajker Patrika

আদনান সামির বিরুদ্ধে স্ত্রীর গোপন ভিডিও বানানোর অভিযোগ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৬: ১৯
আদনান সামির বিরুদ্ধে স্ত্রীর গোপন ভিডিও বানানোর অভিযোগ

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তারই ভাই জুনায়েদ সামি খান। তার দাবি, ‘আদনান তার দ্বিতীয় স্ত্রীর আপত্তিকর ভিডিও তৈরি করে তা আদালতে পেশ করেছিলেন।’ এমনকি তিনি জানিয়েছেন, নিজের পড়াশোনা ও জন্মস্থান নিয়েও আদনান সামি মিথ্যাচার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আদনানের বিরুদ্ধে অভিযোগ তুলে জুনায়েদ বলেন, ‘আমি আল্লাহকে ছাড়া কাউকেই ভয় পাই না। আমি মনে করি আমার ভাইয়ের আসল চেহারাটা তুলে ধরা জরুরি। এই কাজটি করতে আমার ভালো লাগছে না, তবু সত্যিটা সবার জানা উচিত। আমি ওর মতো মিথ্যা বলতে পারি না।’ 

২০০৭-০৮ সালের দিকে আদনান সামি তাঁর দ্বিতীয় স্ত্রী সাবাহ গালাদারির ‘পর্নো ভিডিও’ বানান। জুনায়েদ বলেন, ‘স্বামী-স্ত্রী নিজেদের ঘনিষ্ঠ ভিডিও শুট করতেই পারেন, তবে সেটা নিজেদের মধ্যে রাখা উচিত ছিল। কিন্তু আদনান সেটা আদালতে পেশ করে গোটা ভারতকে দেখার সুযোগ করে দেয়। আর আদনান দাবি করে, এটা ও বানায়নি বরং বানিয়েছে সাবাহর প্রেমিক! এসব মিথ্যা। আমি তো শুনেছিলাম আদালতে সাবাহ জ্ঞান হারিয়েছিল।’ 

আদনান সামিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তারই ভাই জুনায়েদ সামি খান।জুনায়েদ আরও জানিয়েছে আদনান সামি জন্ম-পরিচয় নিয়েও মিথ্যাচার করেছেন। তা স্মরণ করে জুনায়েদ বলেন, ‘১৯৬৯ সালের ১৫ আগস্ট, রাওয়াল পিন্ডির হাসপাতালে জন্মগ্রহণ করেন আদনান সামি। ১৯৭৩ সালে আমিও ওই হাসপাতালেই জন্মেছি। কিন্তু ও বলে বেড়ায় ওর জন্ম ইংল্যান্ডে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা।’ 

শুধু জন্ম-পরিচয়ই নয়, শিক্ষাগত যোগ্যতা নিয়েও ভুল তথ্য জানিয়েছে আদনান সামি। জুনায়েদের মতে, ‘ইংল্যান্ডে ডিগ্রি অর্জন করতে গিয়ে ফেল করে আদনান। তারপর লাহোর থেকে প্রশংসাপত্র জাল করে। পরে আবুধাবি থেকে প্রাইভেটে ‘এ লেবেল’-এর ডিগ্রি অর্জন করেন সামি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

বিসিএসে প্রাপ্ত নম্বর দেখতে পারবেন প্রার্থী

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজির বিতর্কিত আদেশে তদন্তে প্রসিকিউটরেরা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত