Ajker Patrika

অজানা জায়গায় শাহরুখ-দীপিকা

অজানা জায়গায় শাহরুখ-দীপিকা

শাহরুখ খানের হাত ধরেই ‘ওম শান্তি ওম’ ছবিতে সুযোগ পান দীপিকা পাড়ুকোন। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে তাঁদের জুটি মুগ্ধ করেছিল দর্শকদের। আবারও সেই ম্যাজিক ফিরে আসছে বড়পর্দায়। ‘পাঠান’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে।

শাহরুখ খান ও দীপিকাজানা যায়, ছবির গুরুত্বপূর্ণ কিছু অংশের শুটিং করা হবে স্পেনে। স্পেনের অলিগলি দেখা যাবে এই সিনেমায়। এর পাশাপাশি ছবির একটি গানের শুটিং করা হবে ঐ দেশের কিছু অচেনা অজানা জায়গায়। যেখানে এর আগে কোনও হিন্দি ছবির শুটিং হয়নি। আগেও ছবির মধ্যে দিয়ে নানা অপরিচিত জায়গা তুলে ধরেছেন প্রযোজক আদিত্য চোপড়া। এবারও সেরকমই কিছু জায়গা উঠে আসবে ‘পাঠান’ ছবিতে। ইতিমধ্যেই স্পেন সরকারের থেকে সেই সমস্ত জায়গায় শুটিংয়ের অনুমতিও নিয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দ ও তাঁর টিম। 

শাহরুখ খান ও দীপিকা২০১৮ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শাহরুখের ছবি ‘জিরো’। জিরো মুখ থুবড়ে পড়েছিল বক্সঅফিসে। এরপরই সিনেমা থেকে ব্রেক নেন অভিনেতা। বড়পর্দায় তাঁর অনুপস্থিতি মেনে নিতে পারছিলেন না তাঁর ফ্যানেরা। অবশেষে জানা যায়, পাঠান ছবিতে কামব্যাক করছেন কিং খান। দীপিকার পাশাপাশি এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত