ভারতীয় টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় এবং একই সঙ্গে বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’। মার্কিন শো ‘বিগ ব্রাদার’ থেকে অনুপ্রাণিত হয়ে এই গেম শো চালু হয়েছিল।
এই শো’র রয়েছে বিপুলসংখ্যক দর্শক, যারা প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন নতুন সিজনের জন্য। ‘বিগ বস’-এর সঞ্চালক অভিনেতা সালমান খানের জনপ্রিয়তার কথা তো আলাদা করে বলার কিছু নেই। তাঁর সঞ্চালনার ধরন এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এবারও ‘বিগ বস’ হোস্ট করবেন সালমান।
বলিউড লাইফের খবর, ‘বিগ বস’-এর ১৬ নম্বর সিজন দর্শকদের সামনে আসতে প্রস্তুত। তবে এই সিজনের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে ভক্তদের। আগামী অক্টোবর থেকে শুরু হবে বিগ বসের নতুন সিজন। সপ্তাহান্তে রাত ৯টায় এবং সপ্তাহের অন্য দিনগুলোতে রাত ১০.৩০টায় প্রচারিত হবে এই শো।
নতুন সিজনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে দিব্যাঙ্কা ত্রিপাঠীর নাম আলোচনায় রয়েছে। বিগ বসের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন নির্মাতারা। এ ছাড়াও শোনা যাচ্ছে কঙ্গনা রানাউতের লক আপ জয়ী মুনাওয়ার ফারুকীর নাম। এর সঙ্গে জান্নাত জুবায়ের, শিবাঙ্গী জোশী এবং মাহি ভিজও শোয়ের অফার পেয়েছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
বিগ বস সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
এদিকে নির্মাতারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, এই সিজনটিতে দর্শকেরা নতুন টুইস্টের সাক্ষী হবে। প্রতিযোগীরা দুটি দলে ভাগ হয়ে ট্রফি জয়ের জন্য লড়াই করতে পারে বলেও আভাস মিলেছে।
বিনোদন সম্পর্কিত পড়ুন:
ভারতীয় টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় এবং একই সঙ্গে বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’। মার্কিন শো ‘বিগ ব্রাদার’ থেকে অনুপ্রাণিত হয়ে এই গেম শো চালু হয়েছিল।
এই শো’র রয়েছে বিপুলসংখ্যক দর্শক, যারা প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন নতুন সিজনের জন্য। ‘বিগ বস’-এর সঞ্চালক অভিনেতা সালমান খানের জনপ্রিয়তার কথা তো আলাদা করে বলার কিছু নেই। তাঁর সঞ্চালনার ধরন এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এবারও ‘বিগ বস’ হোস্ট করবেন সালমান।
বলিউড লাইফের খবর, ‘বিগ বস’-এর ১৬ নম্বর সিজন দর্শকদের সামনে আসতে প্রস্তুত। তবে এই সিজনের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে ভক্তদের। আগামী অক্টোবর থেকে শুরু হবে বিগ বসের নতুন সিজন। সপ্তাহান্তে রাত ৯টায় এবং সপ্তাহের অন্য দিনগুলোতে রাত ১০.৩০টায় প্রচারিত হবে এই শো।
নতুন সিজনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে দিব্যাঙ্কা ত্রিপাঠীর নাম আলোচনায় রয়েছে। বিগ বসের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন নির্মাতারা। এ ছাড়াও শোনা যাচ্ছে কঙ্গনা রানাউতের লক আপ জয়ী মুনাওয়ার ফারুকীর নাম। এর সঙ্গে জান্নাত জুবায়ের, শিবাঙ্গী জোশী এবং মাহি ভিজও শোয়ের অফার পেয়েছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
বিগ বস সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
এদিকে নির্মাতারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, এই সিজনটিতে দর্শকেরা নতুন টুইস্টের সাক্ষী হবে। প্রতিযোগীরা দুটি দলে ভাগ হয়ে ট্রফি জয়ের জন্য লড়াই করতে পারে বলেও আভাস মিলেছে।
বিনোদন সম্পর্কিত পড়ুন:
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
১ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৬ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে