পরিণতি পাচ্ছে রাজকুমার রাও ও পত্রলেখার ১০ বছরের প্রেমের সম্পর্ক। গতকাল শনিবার বাগদান সারলেন দুজনে। শুরুতে খবর রটেছিল ১০ নভেম্বর চণ্ডীগড়ে বিয়ে করছেন দুজনে, কিন্তু তেমনটা হয়নি। ১৩ নভেম্বর বাগদান সারলেন এই তারকা জুটি। জুটির প্রি-ওয়েডিং পার্টির ছবি আর ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হবু বর-কনের প্রেমেমাখা ভিডিও ভাইরাল। দেখা গেছে, হাঁটু মুড়ে বসে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন রাজকুমার। তবে পরের মুহূর্তটি আরও চমকে দিল। প্রেমিকের জন্য গাউন পরেই হাঁটু মুড়ে বসে পড়লেন পত্রলেখা। প্রশ্ন করলেন, ‘রাজকুমার, তুমি কি আমাকে বিয়ে করবে?’ নায়ক হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে পত্রলেখা তাঁর হাতে আংটি পরিয়ে দেন, এরপর রাজকুমারও প্রেমিকার হাতে আংটি পরান। এদিন এই জুটি বুঝিয়ে দিলেন তাঁদের সম্পর্কটা আসলে সমানে সমান, এমনভাবেই পরস্পরকে মর্যাদা দেন তাঁরা। তাই তো জীবনের সব চড়াই-উতরাই হাসিমুখে পার করেছেন দুজনে। আংটি বদল শেষে দুজনে মেতে উঠলেন রোমান্টিক ড্যান্সে। ইডি শিরানের ‘পারফেক্ট’ গানে নাচতেও দেখা গেল তাঁদের।
রাজকুমার রাও আর পত্রলেখাকে পাওয়া গেছে সাদা পোশাকে। চণ্ডীগরের ‘দ্য ওবেরয় সুখভিলাস স্পা রিসোর্ট’-এ বসেছিল এই পার্টি। সেলিব্রেশনের অংশ ছিলেন পরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খান ও অভিনেতা শাকিব সেলিম।
‘সিটি লাইটস’ ছবিতে দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার-পত্রলেখা। এরপর ‘বোস: ডে়ড অর অ্যালাইভ’ সিরিজেও একসঙ্গে কাজ করেন দুজনে। রাজকুমার এক সাক্ষাৎকারে বলেছিলেন, একটা বিজ্ঞাপনী শুটিংয়ে প্রথমবার পত্রলেখাকে দেখেছিলেন তিনি। এবং সেদিনই মনে মনে ঠিক করে ফেলেছিলেন এই মিষ্টি মেয়েটাকেই বিয়ে করবেন। প্রায় ১০ বছরের লিভইন সম্পর্কের পর চার হাত এক হচ্ছে দুজনের।
সম্প্রতি, দ্য কপিল শর্মা শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রাজকুমার রাও। হাসিঠাট্টা চলার ফাঁকে রাজকুমার অভিনীত একাধিক ছবির চরিত্র নিয়ে হাসিঠাট্টা করেন কপিল। প্রেমিকা পত্রলেখার ব্যাপারেও অজানা, মজার গল্প বলেছেন রাজকুমার। তিনি জানান, প্রথম আলাপে রাজকুমারকে একজন অত্যন্ত নীচ ও জঘন্য মানুষ হিসেবে ভেবে রেখেছিলেন পত্রলেখা। কারণ, ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবিতে তার চরিত্রটা এমন ছিল। এরপরই তো দেখা হয় দুজনার। পরিস্থিতি এমন ছিল যে তাঁর সঙ্গে ঠিকমতো কথাই বলছিলেন না। অবশ্য কথা শুরু হলে দুজনকে দুজনার ভালো লাগে। সেখান থেকে প্রেম। অন্যদিকে আলাপ হওয়ার আগে পত্রলেখাকে এক বিজ্ঞাপনে দেখে ভালো লেগে গিয়েছিল ‘ওমের্তা' ছবির নায়কের।
পরিণতি পাচ্ছে রাজকুমার রাও ও পত্রলেখার ১০ বছরের প্রেমের সম্পর্ক। গতকাল শনিবার বাগদান সারলেন দুজনে। শুরুতে খবর রটেছিল ১০ নভেম্বর চণ্ডীগড়ে বিয়ে করছেন দুজনে, কিন্তু তেমনটা হয়নি। ১৩ নভেম্বর বাগদান সারলেন এই তারকা জুটি। জুটির প্রি-ওয়েডিং পার্টির ছবি আর ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হবু বর-কনের প্রেমেমাখা ভিডিও ভাইরাল। দেখা গেছে, হাঁটু মুড়ে বসে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন রাজকুমার। তবে পরের মুহূর্তটি আরও চমকে দিল। প্রেমিকের জন্য গাউন পরেই হাঁটু মুড়ে বসে পড়লেন পত্রলেখা। প্রশ্ন করলেন, ‘রাজকুমার, তুমি কি আমাকে বিয়ে করবে?’ নায়ক হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে পত্রলেখা তাঁর হাতে আংটি পরিয়ে দেন, এরপর রাজকুমারও প্রেমিকার হাতে আংটি পরান। এদিন এই জুটি বুঝিয়ে দিলেন তাঁদের সম্পর্কটা আসলে সমানে সমান, এমনভাবেই পরস্পরকে মর্যাদা দেন তাঁরা। তাই তো জীবনের সব চড়াই-উতরাই হাসিমুখে পার করেছেন দুজনে। আংটি বদল শেষে দুজনে মেতে উঠলেন রোমান্টিক ড্যান্সে। ইডি শিরানের ‘পারফেক্ট’ গানে নাচতেও দেখা গেল তাঁদের।
রাজকুমার রাও আর পত্রলেখাকে পাওয়া গেছে সাদা পোশাকে। চণ্ডীগরের ‘দ্য ওবেরয় সুখভিলাস স্পা রিসোর্ট’-এ বসেছিল এই পার্টি। সেলিব্রেশনের অংশ ছিলেন পরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খান ও অভিনেতা শাকিব সেলিম।
‘সিটি লাইটস’ ছবিতে দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার-পত্রলেখা। এরপর ‘বোস: ডে়ড অর অ্যালাইভ’ সিরিজেও একসঙ্গে কাজ করেন দুজনে। রাজকুমার এক সাক্ষাৎকারে বলেছিলেন, একটা বিজ্ঞাপনী শুটিংয়ে প্রথমবার পত্রলেখাকে দেখেছিলেন তিনি। এবং সেদিনই মনে মনে ঠিক করে ফেলেছিলেন এই মিষ্টি মেয়েটাকেই বিয়ে করবেন। প্রায় ১০ বছরের লিভইন সম্পর্কের পর চার হাত এক হচ্ছে দুজনের।
সম্প্রতি, দ্য কপিল শর্মা শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রাজকুমার রাও। হাসিঠাট্টা চলার ফাঁকে রাজকুমার অভিনীত একাধিক ছবির চরিত্র নিয়ে হাসিঠাট্টা করেন কপিল। প্রেমিকা পত্রলেখার ব্যাপারেও অজানা, মজার গল্প বলেছেন রাজকুমার। তিনি জানান, প্রথম আলাপে রাজকুমারকে একজন অত্যন্ত নীচ ও জঘন্য মানুষ হিসেবে ভেবে রেখেছিলেন পত্রলেখা। কারণ, ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবিতে তার চরিত্রটা এমন ছিল। এরপরই তো দেখা হয় দুজনার। পরিস্থিতি এমন ছিল যে তাঁর সঙ্গে ঠিকমতো কথাই বলছিলেন না। অবশ্য কথা শুরু হলে দুজনকে দুজনার ভালো লাগে। সেখান থেকে প্রেম। অন্যদিকে আলাপ হওয়ার আগে পত্রলেখাকে এক বিজ্ঞাপনে দেখে ভালো লেগে গিয়েছিল ‘ওমের্তা' ছবির নায়কের।
দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৩ ঘণ্টা আগেপরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি। অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে।
৫ ঘণ্টা আগেগত বছর জুনে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের ব্যান্ড ওয়ারফেজ। সে সময় দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু জানিয়েছিলেন, চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে কনসার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা আছে তাদের।
৯ ঘণ্টা আগেবাদল সরকারের পেশাগত নাম সুধীন্দ্রনাথ সরকার। নাটক লিখেছেন প্রায় ৬০টি। তিনি মনে করতেন, নাটক সমাজের দর্পণ হওয়া উচিত। বাংলা থিয়েটারে ষাটের দশকের শেষ দিকে ‘থার্ড থিয়েটার’ নামক একটি নতুন নাট্যধারার প্রবর্তন করেন বাদল সরকার। ‘থার্ড থিয়েটার’ সমকালে অভিনব ও ব্যতিক্রমধর্মী নাট্যরীতি হিসেবে সমাদৃত হয়।
৯ ঘণ্টা আগে