পরিণতি পাচ্ছে রাজকুমার রাও ও পত্রলেখার ১০ বছরের প্রেমের সম্পর্ক। গতকাল শনিবার বাগদান সারলেন দুজনে। শুরুতে খবর রটেছিল ১০ নভেম্বর চণ্ডীগড়ে বিয়ে করছেন দুজনে, কিন্তু তেমনটা হয়নি। ১৩ নভেম্বর বাগদান সারলেন এই তারকা জুটি। জুটির প্রি-ওয়েডিং পার্টির ছবি আর ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হবু বর-কনের প্রেমেমাখা ভিডিও ভাইরাল। দেখা গেছে, হাঁটু মুড়ে বসে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন রাজকুমার। তবে পরের মুহূর্তটি আরও চমকে দিল। প্রেমিকের জন্য গাউন পরেই হাঁটু মুড়ে বসে পড়লেন পত্রলেখা। প্রশ্ন করলেন, ‘রাজকুমার, তুমি কি আমাকে বিয়ে করবে?’ নায়ক হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে পত্রলেখা তাঁর হাতে আংটি পরিয়ে দেন, এরপর রাজকুমারও প্রেমিকার হাতে আংটি পরান। এদিন এই জুটি বুঝিয়ে দিলেন তাঁদের সম্পর্কটা আসলে সমানে সমান, এমনভাবেই পরস্পরকে মর্যাদা দেন তাঁরা। তাই তো জীবনের সব চড়াই-উতরাই হাসিমুখে পার করেছেন দুজনে। আংটি বদল শেষে দুজনে মেতে উঠলেন রোমান্টিক ড্যান্সে। ইডি শিরানের ‘পারফেক্ট’ গানে নাচতেও দেখা গেল তাঁদের।
রাজকুমার রাও আর পত্রলেখাকে পাওয়া গেছে সাদা পোশাকে। চণ্ডীগরের ‘দ্য ওবেরয় সুখভিলাস স্পা রিসোর্ট’-এ বসেছিল এই পার্টি। সেলিব্রেশনের অংশ ছিলেন পরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খান ও অভিনেতা শাকিব সেলিম।
‘সিটি লাইটস’ ছবিতে দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার-পত্রলেখা। এরপর ‘বোস: ডে়ড অর অ্যালাইভ’ সিরিজেও একসঙ্গে কাজ করেন দুজনে। রাজকুমার এক সাক্ষাৎকারে বলেছিলেন, একটা বিজ্ঞাপনী শুটিংয়ে প্রথমবার পত্রলেখাকে দেখেছিলেন তিনি। এবং সেদিনই মনে মনে ঠিক করে ফেলেছিলেন এই মিষ্টি মেয়েটাকেই বিয়ে করবেন। প্রায় ১০ বছরের লিভইন সম্পর্কের পর চার হাত এক হচ্ছে দুজনের।
সম্প্রতি, দ্য কপিল শর্মা শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রাজকুমার রাও। হাসিঠাট্টা চলার ফাঁকে রাজকুমার অভিনীত একাধিক ছবির চরিত্র নিয়ে হাসিঠাট্টা করেন কপিল। প্রেমিকা পত্রলেখার ব্যাপারেও অজানা, মজার গল্প বলেছেন রাজকুমার। তিনি জানান, প্রথম আলাপে রাজকুমারকে একজন অত্যন্ত নীচ ও জঘন্য মানুষ হিসেবে ভেবে রেখেছিলেন পত্রলেখা। কারণ, ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবিতে তার চরিত্রটা এমন ছিল। এরপরই তো দেখা হয় দুজনার। পরিস্থিতি এমন ছিল যে তাঁর সঙ্গে ঠিকমতো কথাই বলছিলেন না। অবশ্য কথা শুরু হলে দুজনকে দুজনার ভালো লাগে। সেখান থেকে প্রেম। অন্যদিকে আলাপ হওয়ার আগে পত্রলেখাকে এক বিজ্ঞাপনে দেখে ভালো লেগে গিয়েছিল ‘ওমের্তা' ছবির নায়কের।
পরিণতি পাচ্ছে রাজকুমার রাও ও পত্রলেখার ১০ বছরের প্রেমের সম্পর্ক। গতকাল শনিবার বাগদান সারলেন দুজনে। শুরুতে খবর রটেছিল ১০ নভেম্বর চণ্ডীগড়ে বিয়ে করছেন দুজনে, কিন্তু তেমনটা হয়নি। ১৩ নভেম্বর বাগদান সারলেন এই তারকা জুটি। জুটির প্রি-ওয়েডিং পার্টির ছবি আর ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হবু বর-কনের প্রেমেমাখা ভিডিও ভাইরাল। দেখা গেছে, হাঁটু মুড়ে বসে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন রাজকুমার। তবে পরের মুহূর্তটি আরও চমকে দিল। প্রেমিকের জন্য গাউন পরেই হাঁটু মুড়ে বসে পড়লেন পত্রলেখা। প্রশ্ন করলেন, ‘রাজকুমার, তুমি কি আমাকে বিয়ে করবে?’ নায়ক হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে পত্রলেখা তাঁর হাতে আংটি পরিয়ে দেন, এরপর রাজকুমারও প্রেমিকার হাতে আংটি পরান। এদিন এই জুটি বুঝিয়ে দিলেন তাঁদের সম্পর্কটা আসলে সমানে সমান, এমনভাবেই পরস্পরকে মর্যাদা দেন তাঁরা। তাই তো জীবনের সব চড়াই-উতরাই হাসিমুখে পার করেছেন দুজনে। আংটি বদল শেষে দুজনে মেতে উঠলেন রোমান্টিক ড্যান্সে। ইডি শিরানের ‘পারফেক্ট’ গানে নাচতেও দেখা গেল তাঁদের।
রাজকুমার রাও আর পত্রলেখাকে পাওয়া গেছে সাদা পোশাকে। চণ্ডীগরের ‘দ্য ওবেরয় সুখভিলাস স্পা রিসোর্ট’-এ বসেছিল এই পার্টি। সেলিব্রেশনের অংশ ছিলেন পরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খান ও অভিনেতা শাকিব সেলিম।
‘সিটি লাইটস’ ছবিতে দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার-পত্রলেখা। এরপর ‘বোস: ডে়ড অর অ্যালাইভ’ সিরিজেও একসঙ্গে কাজ করেন দুজনে। রাজকুমার এক সাক্ষাৎকারে বলেছিলেন, একটা বিজ্ঞাপনী শুটিংয়ে প্রথমবার পত্রলেখাকে দেখেছিলেন তিনি। এবং সেদিনই মনে মনে ঠিক করে ফেলেছিলেন এই মিষ্টি মেয়েটাকেই বিয়ে করবেন। প্রায় ১০ বছরের লিভইন সম্পর্কের পর চার হাত এক হচ্ছে দুজনের।
সম্প্রতি, দ্য কপিল শর্মা শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রাজকুমার রাও। হাসিঠাট্টা চলার ফাঁকে রাজকুমার অভিনীত একাধিক ছবির চরিত্র নিয়ে হাসিঠাট্টা করেন কপিল। প্রেমিকা পত্রলেখার ব্যাপারেও অজানা, মজার গল্প বলেছেন রাজকুমার। তিনি জানান, প্রথম আলাপে রাজকুমারকে একজন অত্যন্ত নীচ ও জঘন্য মানুষ হিসেবে ভেবে রেখেছিলেন পত্রলেখা। কারণ, ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবিতে তার চরিত্রটা এমন ছিল। এরপরই তো দেখা হয় দুজনার। পরিস্থিতি এমন ছিল যে তাঁর সঙ্গে ঠিকমতো কথাই বলছিলেন না। অবশ্য কথা শুরু হলে দুজনকে দুজনার ভালো লাগে। সেখান থেকে প্রেম। অন্যদিকে আলাপ হওয়ার আগে পত্রলেখাকে এক বিজ্ঞাপনে দেখে ভালো লেগে গিয়েছিল ‘ওমের্তা' ছবির নায়কের।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৯ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৯ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৯ ঘণ্টা আগে