Ajker Patrika

সঞ্জয় লীলা বানসালির ফ্রেমে আবার শাহরুখ খান

বিনোদন ডেস্ক
শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম
শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম

সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘দেবদাস’ হয়ে দর্শককে কাঁদিয়েছিলেন শাহরুখ খান। ২০০২ সালের সেই সিনেমা নিয়ে আজও আলোচনা হয়। তারপর কেটে গেছে ২২টি বছর। দেবদাস তুমুল সাফল্য পেলেও কোনো অজানা কারণে আর বানসালির পরিচালনায় দেখা যায়নি শাহরুখকে। এত দিন পর আবার বানসালির ফ্রেমে ধরা দিতে চলেছেন কিং খান।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র পর নতুন সিনেমা বানাচ্ছেন বানসালি। এবারও তিনি বেছে নিয়েছেন আলিয়া ভাটকে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ নামের এ সিনেমায় আলিয়ার পাশে দেখা যাবে দুই নায়ককে—রণবীর কাপুর ও ভিকি কৌশল। এতেই একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

সম্প্রতি বানসালির সঙ্গে দেখা করেছেন বলিউড বাদশাহ। সেই সাক্ষাতেই লাভ অ্যান্ড ওয়ারের বিশেষ দৃশ্যে অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়েছে। শাহরুখের সবুজসংকেত পেলে ২০২৫ সালে সেই দৃশ্যের শুটিং হবে। জানা গেছে, সিনেমাটির দ্বিতীয়ার্ধে এক মোড় ঘোরানো দৃশ্যে দেখা যাবে শাহরুখকে। ওই দৃশ্যে কিং খানের সঙ্গে থাকবেন রণবীর কাপুর। ভারতীয় সংবাদমাধ্যমের এ খবর সত্যি হলে লাভ অ্যান্ড ওয়ার নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে, এ বিষয়ে সন্দেহ নেই।

ইতিমধ্যেই লাভ অ্যান্ড ওয়ারের শুটিং শুরু করেছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। আলিয়া ভাটও শিগগিরই যোগ দেবেন শুটিংয়ে। এ সিনেমা দিয়ে শুধু শাহরুখ নয়, রণবীরও দীর্ঘদিন পর কাজ করছেন বানসালির সঙ্গে। একসময় বানসালির সহকারী হিসেবে কাজ করেছেন রণবীর। এ পরিচালকের ‘সাওয়ারিয়া’ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছিল তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত