কলকাতার নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গেছেন লাল্টু নামে। কখনো লাল্টু দত্ত, কখনো লাল্টু বিশ্বাস—পদবি বদলানোর সঙ্গে সঙ্গে বদলেছে পেশাও। ‘রামধনু’ ছবিতে লাল্টু দত্তের ছিল ওষুধের ব্যবসা। আর ‘হামি’তে তিনি ছিলেন আসবাবপত্রের ব্যবসায়ী।
নতুন ছবিতে আবারও লাল্টু নামে ফিরছেন শিবপ্রসাদ। তৈরি হচ্ছে জনপ্রিয় ছবি ‘হামি’র সিক্যুয়েল ‘হামি ২’। এতে লাল্টু চরিত্রে অভিনয় করবেন শিবপ্রসাদ। এ ছবিতে নাম একই থাকলেও পদবি ও পেশার বদল হবে।
নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে আজ থেকে ‘হামি ২’-এর শুটিং শুরু করছেন শিবপ্রসাদ। সোমবার রাতে তারই প্রথম ঝলক দিলেন তিনি। ফেসবুকে লাল্টু বেশে নিজের ছবি পোস্ট করে লিখলেন, ‘তৃতীয়বার লাল্টু। পদবি ও পেশায় চমক রইল। কাল (আজ) থেকে শুটিং শুরু। আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি।’
‘হামি ২’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের মার্চে। কিন্তু করোনার কারণে শুটিং পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন নির্মাতা জুটি শিবপ্রসাদ-নন্দিতা।
জানা গেছে, ছবিটির আগের পর্ব অর্থাৎ ‘হামি’র সব অভিনয়শিল্পীই থাকছেন ‘হামি ২’-তে। তবে গল্প, চরিত্র ও লুকে অনেকটাই বদল আসবে। সিক্যুয়েলে একঝাঁক নতুন মুখও যোগ দেবেন। শুটিং শুরু হওয়ার আগেই ছবির তিনটি গান তৈরি হয়ে গেছে এরই মধ্যে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
কলকাতার নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গেছেন লাল্টু নামে। কখনো লাল্টু দত্ত, কখনো লাল্টু বিশ্বাস—পদবি বদলানোর সঙ্গে সঙ্গে বদলেছে পেশাও। ‘রামধনু’ ছবিতে লাল্টু দত্তের ছিল ওষুধের ব্যবসা। আর ‘হামি’তে তিনি ছিলেন আসবাবপত্রের ব্যবসায়ী।
নতুন ছবিতে আবারও লাল্টু নামে ফিরছেন শিবপ্রসাদ। তৈরি হচ্ছে জনপ্রিয় ছবি ‘হামি’র সিক্যুয়েল ‘হামি ২’। এতে লাল্টু চরিত্রে অভিনয় করবেন শিবপ্রসাদ। এ ছবিতে নাম একই থাকলেও পদবি ও পেশার বদল হবে।
নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে আজ থেকে ‘হামি ২’-এর শুটিং শুরু করছেন শিবপ্রসাদ। সোমবার রাতে তারই প্রথম ঝলক দিলেন তিনি। ফেসবুকে লাল্টু বেশে নিজের ছবি পোস্ট করে লিখলেন, ‘তৃতীয়বার লাল্টু। পদবি ও পেশায় চমক রইল। কাল (আজ) থেকে শুটিং শুরু। আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি।’
‘হামি ২’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের মার্চে। কিন্তু করোনার কারণে শুটিং পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন নির্মাতা জুটি শিবপ্রসাদ-নন্দিতা।
জানা গেছে, ছবিটির আগের পর্ব অর্থাৎ ‘হামি’র সব অভিনয়শিল্পীই থাকছেন ‘হামি ২’-তে। তবে গল্প, চরিত্র ও লুকে অনেকটাই বদল আসবে। সিক্যুয়েলে একঝাঁক নতুন মুখও যোগ দেবেন। শুটিং শুরু হওয়ার আগেই ছবির তিনটি গান তৈরি হয়ে গেছে এরই মধ্যে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১২ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১২ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
১২ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
১২ ঘণ্টা আগে