যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের বিরুদ্ধে প্রতিযোগী ও বিজয়ীদের হয়রানির অভিযোগ উঠেছে। কয়েক দিন আগে ‘মানসিক স্বাস্থ্যের’ কারণ দেখিয়ে সেরা সুন্দরীর মুকুট ফিরিয়ে দেন মিস ইউএস নোয়েলিয়া ভয়েট। তারপর এখন মিস টিন ইউএস সুন্দরী উমাসোফিয়া শ্রীবাস্তবাও খেতাব ফিরিয়ে দিলেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
খেতাব ফিরিয়ে দেওয়ার পেছনে ‘আয়োজক সংস্থার কর্মকাণ্ডের সঙ্গে নিজের মূল্যবোধ সাংঘর্ষিক হওয়ায়’ কথা তুলে ধরেন উমাসোফিয়া শ্রীবাস্তবা। ইনস্টাগ্রামে পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান।
মেক্সিকান-ভারতীয়-আমেরিকান এই কিশোরী বিবৃতিতে বলেন, ‘কয়েক মাস দ্বিধা-দ্বন্দ্বের পর আমি মিস টিন ইউএসএ ২০২৩-এর খেতাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘মিস টিন নিউ জার্সি থেকে টিন ইউএসএ হিসেবে আমি পেছনে সুন্দর একটি সময় পার করে এসেছি। একজন মেক্সিকান-ভারতীয় আমেরিকান হিসেবে প্রথমবারের মতো আমার রাজ্যকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আমাকে পূর্ণতা দিয়েছে।’
সবার প্রতি ভালোবাসা জানিয়ে ভবিষ্যৎ জীবনেও ভক্ত, বন্ধু ও পরিবারের সমর্থন চেয়েছেন উমাসোফিয়া।
মিস টিন ইউএসএ সংস্থা বলেছে যে তারা উমাসোফিয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছে এবং শিগগিরই নতুন বিজয়ী ঘোষণা করার কথাও জানিয়েছে তারা।
এদিকে মিস টিন ইউএসএ সংস্থার ওপর গুরুতর অভিযোগে পদত্যাগ করেছেন সংস্থাটির মিডিয়া ম্যানেজার ক্লডিয়া মিশেল।
একটি ইনস্টাগ্রাম পোস্টে মিশেল লিখেছেন, ‘আমি অনুভব করি যে বর্তমান ব্যবস্থাপনা প্রতিযোগীদের সঙ্গে যেভাবে কথা বলে, তা অপেশাদার এবং অনুপযুক্ত; আমি কর্মক্ষেত্রে বিষাক্ততা এবং যেকোনো ধরনের নিপীড়ন প্রত্যাখ্যান করি।’
তিনি আরও লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, এত নোয়েলিয়া ভয়েট (মিস ইউএস) এবং উমার মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়েছে এবং তাই আমি নীরব থাকতে পারি না।’
আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, যে তারা তিনজন একসঙ্গে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং কৌশলগতভাবে তাঁদের পদত্যাগের সময় নির্ধারণ করা হয়েছে।
কদিন আগেই মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ দেখিয়ে বর্তমান মিস ইউএসএ খেতাব ফিরিয়ে দিয়েছেন মার্কিন সুন্দরী নোয়েলিয়া ভয়েট। নিজের সিদ্ধান্ত জানিয়ে ভয়েট ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা অনেকের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। তবে আপনার শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে কখনোই আপস করবেন না। আমাদের স্বাস্থ্য আমাদের সম্পদ। আপনাদের নিরন্তর এবং অটল সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পরের অধ্যায় লেখার সময় এসেছে। আশা করি, জীবনের পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় আমার পাশেই থাকবেন।
যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের বিরুদ্ধে প্রতিযোগী ও বিজয়ীদের হয়রানির অভিযোগ উঠেছে। কয়েক দিন আগে ‘মানসিক স্বাস্থ্যের’ কারণ দেখিয়ে সেরা সুন্দরীর মুকুট ফিরিয়ে দেন মিস ইউএস নোয়েলিয়া ভয়েট। তারপর এখন মিস টিন ইউএস সুন্দরী উমাসোফিয়া শ্রীবাস্তবাও খেতাব ফিরিয়ে দিলেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
খেতাব ফিরিয়ে দেওয়ার পেছনে ‘আয়োজক সংস্থার কর্মকাণ্ডের সঙ্গে নিজের মূল্যবোধ সাংঘর্ষিক হওয়ায়’ কথা তুলে ধরেন উমাসোফিয়া শ্রীবাস্তবা। ইনস্টাগ্রামে পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান।
মেক্সিকান-ভারতীয়-আমেরিকান এই কিশোরী বিবৃতিতে বলেন, ‘কয়েক মাস দ্বিধা-দ্বন্দ্বের পর আমি মিস টিন ইউএসএ ২০২৩-এর খেতাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘মিস টিন নিউ জার্সি থেকে টিন ইউএসএ হিসেবে আমি পেছনে সুন্দর একটি সময় পার করে এসেছি। একজন মেক্সিকান-ভারতীয় আমেরিকান হিসেবে প্রথমবারের মতো আমার রাজ্যকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আমাকে পূর্ণতা দিয়েছে।’
সবার প্রতি ভালোবাসা জানিয়ে ভবিষ্যৎ জীবনেও ভক্ত, বন্ধু ও পরিবারের সমর্থন চেয়েছেন উমাসোফিয়া।
মিস টিন ইউএসএ সংস্থা বলেছে যে তারা উমাসোফিয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছে এবং শিগগিরই নতুন বিজয়ী ঘোষণা করার কথাও জানিয়েছে তারা।
এদিকে মিস টিন ইউএসএ সংস্থার ওপর গুরুতর অভিযোগে পদত্যাগ করেছেন সংস্থাটির মিডিয়া ম্যানেজার ক্লডিয়া মিশেল।
একটি ইনস্টাগ্রাম পোস্টে মিশেল লিখেছেন, ‘আমি অনুভব করি যে বর্তমান ব্যবস্থাপনা প্রতিযোগীদের সঙ্গে যেভাবে কথা বলে, তা অপেশাদার এবং অনুপযুক্ত; আমি কর্মক্ষেত্রে বিষাক্ততা এবং যেকোনো ধরনের নিপীড়ন প্রত্যাখ্যান করি।’
তিনি আরও লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, এত নোয়েলিয়া ভয়েট (মিস ইউএস) এবং উমার মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়েছে এবং তাই আমি নীরব থাকতে পারি না।’
আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, যে তারা তিনজন একসঙ্গে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং কৌশলগতভাবে তাঁদের পদত্যাগের সময় নির্ধারণ করা হয়েছে।
কদিন আগেই মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ দেখিয়ে বর্তমান মিস ইউএসএ খেতাব ফিরিয়ে দিয়েছেন মার্কিন সুন্দরী নোয়েলিয়া ভয়েট। নিজের সিদ্ধান্ত জানিয়ে ভয়েট ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা অনেকের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। তবে আপনার শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে কখনোই আপস করবেন না। আমাদের স্বাস্থ্য আমাদের সম্পদ। আপনাদের নিরন্তর এবং অটল সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পরের অধ্যায় লেখার সময় এসেছে। আশা করি, জীবনের পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় আমার পাশেই থাকবেন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে