ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তার নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের একটি ভিডিও ক্লিপের উদাহরণ টানলেন ভাইজান।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর জন্যই নব্বইয়ের দশকে সালমানকে থানায় যেতে হয়েছিল। থানার ভেতরের একটি ভিডিও বহুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। সেই প্রসঙ্গ টেনেই ‘বিগ বস’ প্রতিযোগী রজত দালালকে শিক্ষা দেন সালমান।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলা সংক্রান্ত পুরোনো ওই ভিডিও নিয়ে সালমান বলেন, ‘আমার আগের ক্লিপিং দেখেছেন হয়তো। মনে হতে পারে-এই দেখো সালমান খান পুলিশ স্টেশনে বসে আছে মেজাজ নিয়ে। কিন্তু আমি তো এতে জড়িতই ছিলাম না, তাহলে ভয় পাব কেন?’
তিনি আরও বলেন, ‘তবে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা যখন আসেন, তখন উঠে দাঁড়ানো, তাঁকে সম্মান জানানো, ওই পদের সম্মান জানানো দরকার ছিল। তাই যখনই আমি আমার ওভাবে বসে থাকার ক্লিপিংটা দেখতে পাই, নিজেরই ভালো লাগে না। ভাবি-অল্প বয়সে এ আমি কী করেছিলাম।’
প্রতিটি মানুষের নিজস্বতা জের টেনে ভাইজান বলেন, ‘আমার একটা হাঁটাচলার ধরন আছে, তা তো বদলাতে পারব না। তাতে মনে হয় বদমেজাজি, অহংকার আছে, কিন্তু তা নেই। আপনার সামনে আপনার থেকেও জোরে কথা বলতে পারি আমি। কিন্তু তা তো আমি করি না! এটা আমার চয়েস।’
মূলত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় এ ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, সেই ছবির শুটিং চলাকালীনই শিকারে গিয়েছিলেন সালমান খান, সাইফ আলী খান, সোনালি বেন্দ্রে, নীলম, তাবুরা। সেখানেই কৃষ্ণসার হরিণ হত্যা করা হয়েছিল। কৃষ্ণসার হরিণকে ঈশ্বরজ্ঞানে পূজা করেন বিষ্ণোই সমাজ। তার জেরেই লরেন্স বিষ্ণোইয়ের রোষানলে পড়েন সালমান। এমনকি, সালমানের বাড়ির গুলিবর্ষণের নেপথ্যেও নাকি বিষ্ণোই গ্যাংয়েরই হাত রয়েছে।
ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তার নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের একটি ভিডিও ক্লিপের উদাহরণ টানলেন ভাইজান।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর জন্যই নব্বইয়ের দশকে সালমানকে থানায় যেতে হয়েছিল। থানার ভেতরের একটি ভিডিও বহুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। সেই প্রসঙ্গ টেনেই ‘বিগ বস’ প্রতিযোগী রজত দালালকে শিক্ষা দেন সালমান।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলা সংক্রান্ত পুরোনো ওই ভিডিও নিয়ে সালমান বলেন, ‘আমার আগের ক্লিপিং দেখেছেন হয়তো। মনে হতে পারে-এই দেখো সালমান খান পুলিশ স্টেশনে বসে আছে মেজাজ নিয়ে। কিন্তু আমি তো এতে জড়িতই ছিলাম না, তাহলে ভয় পাব কেন?’
তিনি আরও বলেন, ‘তবে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা যখন আসেন, তখন উঠে দাঁড়ানো, তাঁকে সম্মান জানানো, ওই পদের সম্মান জানানো দরকার ছিল। তাই যখনই আমি আমার ওভাবে বসে থাকার ক্লিপিংটা দেখতে পাই, নিজেরই ভালো লাগে না। ভাবি-অল্প বয়সে এ আমি কী করেছিলাম।’
প্রতিটি মানুষের নিজস্বতা জের টেনে ভাইজান বলেন, ‘আমার একটা হাঁটাচলার ধরন আছে, তা তো বদলাতে পারব না। তাতে মনে হয় বদমেজাজি, অহংকার আছে, কিন্তু তা নেই। আপনার সামনে আপনার থেকেও জোরে কথা বলতে পারি আমি। কিন্তু তা তো আমি করি না! এটা আমার চয়েস।’
মূলত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় এ ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, সেই ছবির শুটিং চলাকালীনই শিকারে গিয়েছিলেন সালমান খান, সাইফ আলী খান, সোনালি বেন্দ্রে, নীলম, তাবুরা। সেখানেই কৃষ্ণসার হরিণ হত্যা করা হয়েছিল। কৃষ্ণসার হরিণকে ঈশ্বরজ্ঞানে পূজা করেন বিষ্ণোই সমাজ। তার জেরেই লরেন্স বিষ্ণোইয়ের রোষানলে পড়েন সালমান। এমনকি, সালমানের বাড়ির গুলিবর্ষণের নেপথ্যেও নাকি বিষ্ণোই গ্যাংয়েরই হাত রয়েছে।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৫ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৫ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৭ ঘণ্টা আগে