Ajker Patrika

ইমনের সঙ্গে ঝিলিকের গান

বিনোদন প্রতিবেদক
ইমনের সঙ্গে ঝিলিকের গান

প্রথমবারের মতো শওকত আলী ইমনের সুরে ও সহশিল্পী হিসেবে গাইলেন সেরাকণ্ঠ তারকা সংগীতশিল্পী ঝিলিক। গানের শিরোনাম ‘প্রেমের গান’। দ্বৈতকণ্ঠের গানটির সংগীতায়োজনও করেছেন ইমন। গানের কথা লিখেছেন ইমাদ জুয়েল। ইমনের সুর-সংগীতে এবং সহশিল্পী হিসেবে এটাই ঝিলিকের প্রথম কাজ।

এরই মধ্যে গানটির একটি স্টুডিও ভার্সন মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিওটি বানিয়েছেন সোহাগ মাসুদ। তিনি জানিয়েছেন, শিগগিরই গানের ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হবে।

গানটি নিয়ে ইমন বলেন, ‘ঝিলিককে নিয়ে এবারই প্রথম একটি গান করা হলো। গানটি ডুয়েট গান। আমি আর ঝিলিক গেয়েছি। ঝিলিক খুব ভালো গেয়েছে।’

প্রথমবার ইমনের সঙ্গে গান করে বেশ উচ্ছ্বাসিত ঝিলিক। তিনি বলেন, ‘রোমান্টিক ও ফিল্মি ঘরানার গান এটি। ভীষণ ইচ্ছে ছিল ইমন ভাইয়ের সুরে গান করার। আমার সেই ইচ্ছেটা অবশেষে পূরণ হলো। তাঁর সুরে গাইলাম, একসঙ্গে গাইলাম। বলা যায় একসঙ্গে দুটো ইচ্ছেই পূরণ হলো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত