বিনোদন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য জেনি। এ দলের আরেক সদস্য রোজির মতো জেনিও দলীয় কার্যক্রমের পাশাপাশি মন দিয়েছেন একক ক্যারিয়ারে। নিয়মিত বিরতিতে প্রকাশ করছেন একক গান। জেনির নতুন গান ‘লাইক জেনি’ আসবে ৭ মার্চ। তবে প্রকাশের আগেই গানটি নিয়ে বিতর্কের মুখে পড়েছেন জেনি। অনেকে নকলের অভিযোগ তুলেছেন লাইক জেনি গানটির বিরুদ্ধে।
ইনস্টাগ্রামে সম্প্রতি গানটির ৯ সেকেন্ডের টিজার প্রকাশ করেছেন জেনি। এ গানে ব্যবহৃত মিউজিকের সঙ্গে আশ্চর্যজনক মিল পাওয়া গেছে একটি হিন্দি গানের। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় আলিয়া অভিনীত চরিত্রের থিম হিসেবে যে মিউজিক ব্যবহৃত হয়েছিল, তার সঙ্গে মিল পাওয়া গেল জেনির গানের। দুটির ট্র্যাকের বিট, হুক ও সুরের মধ্যে হবহু মিল খুঁজে পেয়েছেন শ্রোতারা।
সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। পক্ষে-বিপক্ষে চলছে বাদানুবাদ। রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমার মিউজিক করেছিলেন প্রীতম। এর আগে প্রীতমের বিরুদ্ধে অনেকবার বিদেশি গান হুবহু টুকে দেওয়ার অভিযোগ উঠেছিল। অনেকে তাই আফসোসের স্বরে বলছেন, জেনির এমন কী হলো, শেষ পর্যন্ত প্রীতমের মিউজিক কপি করতে হলো তাঁকে!
অনেকে আবার জেনির পক্ষেও কথা বলছেন। এক্সে একজন কে-পপ ভক্ত দাবি করেছেন, এর আগে প্রীতম একটি কোরিয়ান গান থেকে নোট টু নোট মেরে দিয়ে পেহলি নাজার গানটি বানিয়েছিলেন। কোনো ক্রেডিট দেওয়ার প্রয়োজন মনে করেননি। রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমার থিমও কোনো কোরিয়ান গান থেকে মেরে দিয়েছেন প্রীতম। প্রীতমের গানকে কপি করেননি জেনি, বরং সে-ই জনপ্রিয় গানের অনুপ্রেরণায় নতুন গানটি তৈরি করেছেন। লাইক জেনি গানটি প্রকাশের সময় সেই গানের ক্রেডিট নিশ্চয়ই দেবেন জেনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি ব্ল্যাকপিঙ্ক গায়িকা।
লাইক জেনি গানটি স্থান পেয়েছে জেনির ‘রুবি’ অ্যালবামে। এটি তাঁর প্রথম স্টুডিও অ্যালবাম। প্রকাশ পাবে ৭ মার্চ। এ অ্যালবাম নিয়ে সারা বিশ্বের কে-পপ ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা চলছে। ৪ মার্চ পর্যন্ত সাড়ে ৪ লাখের বেশি শ্রোতা প্রি-অর্ডার দিয়েছেন। সিডি, ক্যাসেট, ডিজিটাল ডাউনলোড ও স্ট্রিমিং—নানাভাবে ‘রুবি’ অ্যালবামের গানগুলো উপভোগ করতে পারবেন শ্রোতারা।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য জেনি। এ দলের আরেক সদস্য রোজির মতো জেনিও দলীয় কার্যক্রমের পাশাপাশি মন দিয়েছেন একক ক্যারিয়ারে। নিয়মিত বিরতিতে প্রকাশ করছেন একক গান। জেনির নতুন গান ‘লাইক জেনি’ আসবে ৭ মার্চ। তবে প্রকাশের আগেই গানটি নিয়ে বিতর্কের মুখে পড়েছেন জেনি। অনেকে নকলের অভিযোগ তুলেছেন লাইক জেনি গানটির বিরুদ্ধে।
ইনস্টাগ্রামে সম্প্রতি গানটির ৯ সেকেন্ডের টিজার প্রকাশ করেছেন জেনি। এ গানে ব্যবহৃত মিউজিকের সঙ্গে আশ্চর্যজনক মিল পাওয়া গেছে একটি হিন্দি গানের। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় আলিয়া অভিনীত চরিত্রের থিম হিসেবে যে মিউজিক ব্যবহৃত হয়েছিল, তার সঙ্গে মিল পাওয়া গেল জেনির গানের। দুটির ট্র্যাকের বিট, হুক ও সুরের মধ্যে হবহু মিল খুঁজে পেয়েছেন শ্রোতারা।
সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। পক্ষে-বিপক্ষে চলছে বাদানুবাদ। রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমার মিউজিক করেছিলেন প্রীতম। এর আগে প্রীতমের বিরুদ্ধে অনেকবার বিদেশি গান হুবহু টুকে দেওয়ার অভিযোগ উঠেছিল। অনেকে তাই আফসোসের স্বরে বলছেন, জেনির এমন কী হলো, শেষ পর্যন্ত প্রীতমের মিউজিক কপি করতে হলো তাঁকে!
অনেকে আবার জেনির পক্ষেও কথা বলছেন। এক্সে একজন কে-পপ ভক্ত দাবি করেছেন, এর আগে প্রীতম একটি কোরিয়ান গান থেকে নোট টু নোট মেরে দিয়ে পেহলি নাজার গানটি বানিয়েছিলেন। কোনো ক্রেডিট দেওয়ার প্রয়োজন মনে করেননি। রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমার থিমও কোনো কোরিয়ান গান থেকে মেরে দিয়েছেন প্রীতম। প্রীতমের গানকে কপি করেননি জেনি, বরং সে-ই জনপ্রিয় গানের অনুপ্রেরণায় নতুন গানটি তৈরি করেছেন। লাইক জেনি গানটি প্রকাশের সময় সেই গানের ক্রেডিট নিশ্চয়ই দেবেন জেনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি ব্ল্যাকপিঙ্ক গায়িকা।
লাইক জেনি গানটি স্থান পেয়েছে জেনির ‘রুবি’ অ্যালবামে। এটি তাঁর প্রথম স্টুডিও অ্যালবাম। প্রকাশ পাবে ৭ মার্চ। এ অ্যালবাম নিয়ে সারা বিশ্বের কে-পপ ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা চলছে। ৪ মার্চ পর্যন্ত সাড়ে ৪ লাখের বেশি শ্রোতা প্রি-অর্ডার দিয়েছেন। সিডি, ক্যাসেট, ডিজিটাল ডাউনলোড ও স্ট্রিমিং—নানাভাবে ‘রুবি’ অ্যালবামের গানগুলো উপভোগ করতে পারবেন শ্রোতারা।
প্রায় দেড় যুগ পর আসছে আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমার সিকুয়েল ‘সিতারে জমিন পার’। গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কীভাবে রূঢ় স্বভাবের বাস্কেটবল কোচকে ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে সিনেমায়। তবে ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে...
১০ ঘণ্টা আগেশাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১ দিন আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১ দিন আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১ দিন আগে