ঈদ উপলক্ষে রুবেল হাসান নির্মাণ করছেন নাটক ‘প্রিয় পরিবার’। সেই নাটকে জুটি বেঁধেছেন অভিনেতা অপূর্ব ও তারিন। জীবনে পরিবার কতটা গুরুত্বপূর্ণ, সে ভাবনাই প্রকট হয়েছে নাটকের গল্পে। অপূর্ব ও তারিনকে দেখা যাবে মা-বাবার চরিত্রে। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।
২ এপ্রিল থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ‘প্রিয় পরিবার’ নাটকের শুটিং। এতে অপূর্ব-তারিনের সঙ্গে আরও অভিনয় করছেন শাহেদ আলী, সৈয়দ জামান শাওন, মাখনুন সুলতানা মাহিমা, রুকাইয়া জাহান চমকসহ অনেকে। পরিচালক রুবেল হাসান জানিয়েছেন, অপূর্ব ও তারিন অভিনয় করছেন মা-বাবার ভূমিকায়। তাঁদের সন্তানদের চরিত্রে দেখা যাবে কয়েকজন শিল্পীকে।
অপূর্বর সঙ্গে অভিনয় এবং নাটকের গল্প প্রসঙ্গে বলতে গিয়ে তারিন বলেন, ‘আমি ও অপূর্ব প্রথম কোনো নাটকে একসঙ্গে বৃদ্ধ বয়সের চরিত্রে অভিনয় করছি। অপূর্ব এখন ভার্সাটাইল চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করছে। এ নাটকেও সে চেষ্টা দেখছি। চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য সারা দিন চরিত্রের মধ্যেই ডুবে থাকার চেষ্টা করছে। পরিচালকও বেশ সিরিয়াস কাজটি নিয়ে। যাঁরা আমাদের সন্তানের চরিত্রে অভিনয় করছেন, তাঁরাও আমাদের সঙ্গে একটা পারিবারিক আবহে সময় কাটানোর চেষ্টা করছেন। আসলে সবাই বেশ সিরিয়াসলি করছেন কাজটি। আমারও বিষয়টি খুব
ভালো লেগেছে।’
অপূর্ব বলেন, ‘ছয় বছরের বেশি সময় পর তারিন আপার সঙ্গে জুটি বেঁধে কাজ করছি। তিনি নাটকে থাকা, পাশে থাকা মানেই আমার জন্য, আমাদের জন্য ভালো লাগার। কারণ, তিনি পাশে থাকা মানেই তাঁর কাছ থেকে নতুন কিছু শেখা। আমার অভিনয়জীবনে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
পরিচালক রুবেল হাসান জানিয়েছেন, ঈদ উপলক্ষে ক্লাব এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নাটকটি।
ঈদ উপলক্ষে রুবেল হাসান নির্মাণ করছেন নাটক ‘প্রিয় পরিবার’। সেই নাটকে জুটি বেঁধেছেন অভিনেতা অপূর্ব ও তারিন। জীবনে পরিবার কতটা গুরুত্বপূর্ণ, সে ভাবনাই প্রকট হয়েছে নাটকের গল্পে। অপূর্ব ও তারিনকে দেখা যাবে মা-বাবার চরিত্রে। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।
২ এপ্রিল থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ‘প্রিয় পরিবার’ নাটকের শুটিং। এতে অপূর্ব-তারিনের সঙ্গে আরও অভিনয় করছেন শাহেদ আলী, সৈয়দ জামান শাওন, মাখনুন সুলতানা মাহিমা, রুকাইয়া জাহান চমকসহ অনেকে। পরিচালক রুবেল হাসান জানিয়েছেন, অপূর্ব ও তারিন অভিনয় করছেন মা-বাবার ভূমিকায়। তাঁদের সন্তানদের চরিত্রে দেখা যাবে কয়েকজন শিল্পীকে।
অপূর্বর সঙ্গে অভিনয় এবং নাটকের গল্প প্রসঙ্গে বলতে গিয়ে তারিন বলেন, ‘আমি ও অপূর্ব প্রথম কোনো নাটকে একসঙ্গে বৃদ্ধ বয়সের চরিত্রে অভিনয় করছি। অপূর্ব এখন ভার্সাটাইল চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করছে। এ নাটকেও সে চেষ্টা দেখছি। চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য সারা দিন চরিত্রের মধ্যেই ডুবে থাকার চেষ্টা করছে। পরিচালকও বেশ সিরিয়াস কাজটি নিয়ে। যাঁরা আমাদের সন্তানের চরিত্রে অভিনয় করছেন, তাঁরাও আমাদের সঙ্গে একটা পারিবারিক আবহে সময় কাটানোর চেষ্টা করছেন। আসলে সবাই বেশ সিরিয়াসলি করছেন কাজটি। আমারও বিষয়টি খুব
ভালো লেগেছে।’
অপূর্ব বলেন, ‘ছয় বছরের বেশি সময় পর তারিন আপার সঙ্গে জুটি বেঁধে কাজ করছি। তিনি নাটকে থাকা, পাশে থাকা মানেই আমার জন্য, আমাদের জন্য ভালো লাগার। কারণ, তিনি পাশে থাকা মানেই তাঁর কাছ থেকে নতুন কিছু শেখা। আমার অভিনয়জীবনে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
পরিচালক রুবেল হাসান জানিয়েছেন, ঈদ উপলক্ষে ক্লাব এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নাটকটি।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে