Ajker Patrika

চ্যানেল আইতে তুরস্কের ধারাবাহিক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১১: ২২
চ্যানেল আইতে তুরস্কের ধারাবাহিক

চ্যানেল আইতে আসছে তুরস্কের ধারাবাহিক ‘হায়াত মুরাত’। পুরো ধারাবাহিকটি বাংলায় ডাবিং করে প্রচার করবে চ্যানেলটি। ১২ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু হবে এটি। প্রচার হবে সপ্তাহের শুক্র থেকে বুধবার প্রতিদিন রাত ৮টায়।

হায়াত ও মুরাতের প্রেমের গল্প নিয়েই এগিয়ে যায় ধারাবাহিকটির কাহিনি। পরতে পরতে উঠে আসে বৈষয়িক জীবনের নানা টানাপোড়েন আর পাওয়া না-পাওয়ার গল্প। মুরাত চরিত্রে অভিনয় করেছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক ডেনিজ ও হায়াত চরিত্রে অভিনয় করেছেন হায়াত উজুন।

‘হায়াত মুরাত’ ধারাবাহিকের দৃশ্যমিষ্টি মেয়ে হায়াত, দুই বান্ধবীর সঙ্গে ইস্তাম্বুলে থাকে আর চাকরি খুঁজে বেড়ায়। তার বাবার কঠিন শর্ত, হয় সে চাকরি করুক নয়তো গ্রামে ফিরে বিয়ে করে সংসার করুক। অনেক চেষ্টার পর মিথ্যা পরিচয়ে হায়াতের চাকরি হয় নামকরা একটি টেক্সটাইল কোম্পানিতে। কিন্তু ইন্টারভিউতে যাওয়ার সময় সেই কোম্পানির এমডি মুরাতের সঙ্গে ঝগড়া হয় হায়াতের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত