Ajker Patrika

৩০০ পর্বে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’

বিনোদন ডেস্ক
‘দেনা পাওনা’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত
‘দেনা পাওনা’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

৩০০ পর্ব পূর্ণ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। আজ রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে ধারাবাহিকটির বিশেষ এই পর্ব। নাটকের গল্পে দেখা যাচ্ছে, ৫ কোটি টাকার দেনা শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান হারাতে হবে পারমিতাকে। বারবার কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছে গিয়ে ফিরে আসতে হয়েছে তাকে। জড়িয়েছে নিজের ও ইরফানের পরিবারের নানা জটিলতায়। আশিস রায়ের পরিচালনায় ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, নাজনীন হাসান চুমকি, মনির আহম্মেদ শাকিল, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ প্রমুখ। প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে দেনা পাওনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত