প্রেম ও অপরাধের গল্পে নির্মাণ করা হয়েছে ওয়েব ফিকশন ‘মেয়ে’। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘মেয়ে’র কাহিনি। ইতিমধ্যে প্রকাশ্যে আসা সিনেমার টিজার ও ‘ছায়ার মতো’ শিরোনামের গান প্রশংসা কুড়িয়েছে। এবার প্রকাশ্যে এসেছে ওয়েব ফিল্মটির দ্বিতীয় গান ‘আমি নিলাম করে’। গানটির কথা লিখেছেন অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু। গানটির সুর ও সংগীত মাহামুদ হায়াৎ অর্পনের, গেয়েছেন রাফি তালুকদার।
গানটির দৃশ্যায়নে দেখা গেছে অভিনেতা ক্রিস্টিয়ানো তন্ময়, মারশিয়া শাওন ও আব্দুল্লাহ আল সেন্টুকে। চার মিনিট দৈর্ঘ্যের গানটি প্রশংসা কুড়াচ্ছে।
গানটির গীতিকার ও অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু বলেন, ‘আমি ছোটবেলা থেকেই লেখালেখি করি, নিজের অবসর সময়টাকে আনন্দিত করে তোলার জন্য, নিজের অনুভূতিগুলো লেখার আকারে ডায়েরির সঙ্গে কলমের বন্ধুত্ব বা ভালোবাসার বন্ধন জাগিয়ে রাখার জন্য। ‘মেয়ে’ ওয়েব ফিল্মের জন্য এরকম একটি গান প্রয়োজন পড়লে, আমি নির্মাতা সীমান্ত সজলকে আমার লেখা গানগুলো পাঠাই। আমি নিলাম করে গানটি পছন্দ হলে, মিউজিক ডিরেক্টর মাহামুদ হায়াৎ অর্পণ ভাই এর পূর্ণতা দেন।’
অভিনয়ের পাশাপাশি ফিকশনটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টিয়ানো তন্ময়, আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। আরও অভিনয় করেছেন মতিউর রহমান সাগর, সাইদুর রহমান বাবলু, শিখা কর্মকার, রাশেদা রাখি, সোহান আকরাম, আবুল হায়দার কাঞ্চন প্রমুখ। ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে কিশোরগঞ্জ জেলার ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন লোকেশনে।
প্রেম ও অপরাধের গল্পে নির্মাণ করা হয়েছে ওয়েব ফিকশন ‘মেয়ে’। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘মেয়ে’র কাহিনি। ইতিমধ্যে প্রকাশ্যে আসা সিনেমার টিজার ও ‘ছায়ার মতো’ শিরোনামের গান প্রশংসা কুড়িয়েছে। এবার প্রকাশ্যে এসেছে ওয়েব ফিল্মটির দ্বিতীয় গান ‘আমি নিলাম করে’। গানটির কথা লিখেছেন অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু। গানটির সুর ও সংগীত মাহামুদ হায়াৎ অর্পনের, গেয়েছেন রাফি তালুকদার।
গানটির দৃশ্যায়নে দেখা গেছে অভিনেতা ক্রিস্টিয়ানো তন্ময়, মারশিয়া শাওন ও আব্দুল্লাহ আল সেন্টুকে। চার মিনিট দৈর্ঘ্যের গানটি প্রশংসা কুড়াচ্ছে।
গানটির গীতিকার ও অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু বলেন, ‘আমি ছোটবেলা থেকেই লেখালেখি করি, নিজের অবসর সময়টাকে আনন্দিত করে তোলার জন্য, নিজের অনুভূতিগুলো লেখার আকারে ডায়েরির সঙ্গে কলমের বন্ধুত্ব বা ভালোবাসার বন্ধন জাগিয়ে রাখার জন্য। ‘মেয়ে’ ওয়েব ফিল্মের জন্য এরকম একটি গান প্রয়োজন পড়লে, আমি নির্মাতা সীমান্ত সজলকে আমার লেখা গানগুলো পাঠাই। আমি নিলাম করে গানটি পছন্দ হলে, মিউজিক ডিরেক্টর মাহামুদ হায়াৎ অর্পণ ভাই এর পূর্ণতা দেন।’
অভিনয়ের পাশাপাশি ফিকশনটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টিয়ানো তন্ময়, আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। আরও অভিনয় করেছেন মতিউর রহমান সাগর, সাইদুর রহমান বাবলু, শিখা কর্মকার, রাশেদা রাখি, সোহান আকরাম, আবুল হায়দার কাঞ্চন প্রমুখ। ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে কিশোরগঞ্জ জেলার ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন লোকেশনে।
আগামী ৪ থেকে ৬ জুলাই সাউথ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আনটাং’।
১০ ঘণ্টা আগেআগামী ২২ জুলাই ঢাকার ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে বাপ্পা মজুমদারের একক কনসার্ট। একক এই কনসার্টে বাপ্পা মজুমদার তাঁর গাওয়া গানগুলো পরিবেশন করবেন নতুন অ্যারেঞ্জমেন্টে, নতুন ঢঙে। যেন পুরোনো গানেও খুঁজে পাওয়া যাবে নতুন ধ্বনি ও উপলব্ধি।
১১ ঘণ্টা আগেসুস্থ হয়ে আবারও গানে নিয়মিত হয়েছেন সাবিনা ইয়াসমীন। সম্প্রতি তিনি গেয়েছেন একটি নতুন দেশাত্মবোধক গান। ‘প্রাণের বাংলাদেশ’ শিরোনামের গানটির কথা ও সুর করেন আরিফ হোসেন বাবু। সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।
১১ ঘণ্টা আগে‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জারিওয়ালা গত সপ্তাহে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা গেছেন। তাঁর মৃত্যু আবারও ভারতে প্রাপ্তবয়স্কদের মধ্যে হার্ট অ্যাটাকের ক্রমবর্ধমান ঘটনাগুলোর ওপর আলোকপাত করেছে। আপাতদৃষ্টিতে সুস্থ থাকার পরও হৃদ্রোগের উদ্বেগজনক বৃদ্ধি উদ্বেগের কারণ কী এবং ফিটনেস থেরাপি এবং ব্যায়ামের পরও
১৫ ঘণ্টা আগে