শিশু পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘সুজুমে’ বা ‘ইয়োর নেইম’ খ্যাত জাপানি অ্যানিমে প্রযোজক কইচিরো ইতো। ১৫ বছরের মেয়েশিশুর অন্তরঙ্গ ছবি নেওয়ায় কইচিরো ইতোর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। নাম উল্লেখ না করা সেই মেয়েশিশুর সঙ্গে ২০২১ সালের সেপ্টেম্বরে সামাজিক প্ল্যাটফর্মে ইতোর পরিচয় হয়েছিল।
জাপানি সংবাদমাধ্যম মাইনিচি সিমবানের প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহেই শিশু পর্নোগ্রাফি তৈরির সন্দেহে জাপানের রাজধানী টোকিও থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। টোকিওর সংবাদমাধ্যম টিবিএসের প্রতিবেদনে আসে, ৫২ বছর বয়সী ইতো ছবি পাঠানোর জন্য সেই মেয়েকে ১২ হাজার ৫০০ ইয়েন দিয়েছিলেন।
জাপানে শিশু পতিতাবৃত্তি ও পর্নোগ্রাফি নিষেধাজ্ঞা আইনে ইতোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার টোকিওতে ইতোর বাড়ির পাশেই শিবায়ু থানায় তাঁকে নেওয়া হয়।
ইতিমধ্যে অ্যানিমে জগতে এই গ্রেপ্তার নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ২০ বছর ধরে অ্যানিমে জগতে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন ইতো। ‘ইয়োর নেইম’, ‘ওয়েদারিং উইথ ইউ’, ‘সুজুমে’র মতো জনপ্রিয় সব অ্যানিমের প্রযোজনায় ছিলেন তিনি।
জাপানি সংবাদমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে বলেছে, ইতো তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তিনি তদন্ত কর্মকর্তাদের জানান, বিভিন্ন সময়ে নানা অপ্রাপ্তবয়স্ক মেয়ের অন্তরঙ্গ ছবি নিয়েছেন তিনি। সেগুলো তাঁর কাছেই আছে। তবে পুলিশ কোন নারীর ছবি থাকার কারণে তাঁকে গ্রেপ্তার করেছে, তা বুঝতে পারছেন না ইতো।
ইতোর পর্নোগ্রাফির শিকার অন্য মেয়েদের সন্ধান করছে পুলিশ। মূলত, শিশু পতিতাবৃত্তির কিছু বিচ্ছিন্ন ঘটনার তদন্ত করতে গিয়েই ইতোর সংশ্লিষ্টতা খুঁজে পায় পুলিশ।
শিশু পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘সুজুমে’ বা ‘ইয়োর নেইম’ খ্যাত জাপানি অ্যানিমে প্রযোজক কইচিরো ইতো। ১৫ বছরের মেয়েশিশুর অন্তরঙ্গ ছবি নেওয়ায় কইচিরো ইতোর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। নাম উল্লেখ না করা সেই মেয়েশিশুর সঙ্গে ২০২১ সালের সেপ্টেম্বরে সামাজিক প্ল্যাটফর্মে ইতোর পরিচয় হয়েছিল।
জাপানি সংবাদমাধ্যম মাইনিচি সিমবানের প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহেই শিশু পর্নোগ্রাফি তৈরির সন্দেহে জাপানের রাজধানী টোকিও থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। টোকিওর সংবাদমাধ্যম টিবিএসের প্রতিবেদনে আসে, ৫২ বছর বয়সী ইতো ছবি পাঠানোর জন্য সেই মেয়েকে ১২ হাজার ৫০০ ইয়েন দিয়েছিলেন।
জাপানে শিশু পতিতাবৃত্তি ও পর্নোগ্রাফি নিষেধাজ্ঞা আইনে ইতোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার টোকিওতে ইতোর বাড়ির পাশেই শিবায়ু থানায় তাঁকে নেওয়া হয়।
ইতিমধ্যে অ্যানিমে জগতে এই গ্রেপ্তার নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ২০ বছর ধরে অ্যানিমে জগতে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন ইতো। ‘ইয়োর নেইম’, ‘ওয়েদারিং উইথ ইউ’, ‘সুজুমে’র মতো জনপ্রিয় সব অ্যানিমের প্রযোজনায় ছিলেন তিনি।
জাপানি সংবাদমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে বলেছে, ইতো তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তিনি তদন্ত কর্মকর্তাদের জানান, বিভিন্ন সময়ে নানা অপ্রাপ্তবয়স্ক মেয়ের অন্তরঙ্গ ছবি নিয়েছেন তিনি। সেগুলো তাঁর কাছেই আছে। তবে পুলিশ কোন নারীর ছবি থাকার কারণে তাঁকে গ্রেপ্তার করেছে, তা বুঝতে পারছেন না ইতো।
ইতোর পর্নোগ্রাফির শিকার অন্য মেয়েদের সন্ধান করছে পুলিশ। মূলত, শিশু পতিতাবৃত্তির কিছু বিচ্ছিন্ন ঘটনার তদন্ত করতে গিয়েই ইতোর সংশ্লিষ্টতা খুঁজে পায় পুলিশ।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৫ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১১ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১১ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১১ ঘণ্টা আগে