Ajker Patrika

শিশু পর্নোগ্রাফির অভিযোগে গ্রেপ্তার প্রযোজক কইচিরো ইতো

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ০৬
শিশু পর্নোগ্রাফির অভিযোগে গ্রেপ্তার প্রযোজক কইচিরো ইতো

শিশু পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘সুজুমে’ বা ‘ইয়োর নেইম’ খ্যাত জাপানি অ্যানিমে প্রযোজক কইচিরো ইতো। ১৫ বছরের মেয়েশিশুর অন্তরঙ্গ ছবি নেওয়ায় কইচিরো ইতোর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। নাম উল্লেখ না করা সেই মেয়েশিশুর সঙ্গে ২০২১ সালের সেপ্টেম্বরে সামাজিক প্ল্যাটফর্মে ইতোর পরিচয় হয়েছিল।

জাপানি সংবাদমাধ্যম মাইনিচি সিমবানের প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহেই শিশু পর্নোগ্রাফি তৈরির সন্দেহে জাপানের রাজধানী টোকিও থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। টোকিওর সংবাদমাধ্যম টিবিএসের প্রতিবেদনে আসে, ৫২ বছর বয়সী ইতো ছবি পাঠানোর জন্য সেই মেয়েকে ১২ হাজার ৫০০ ইয়েন দিয়েছিলেন।
 
জাপানে শিশু পতিতাবৃত্তি ও পর্নোগ্রাফি নিষেধাজ্ঞা আইনে ইতোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার টোকিওতে ইতোর বাড়ির পাশেই শিবায়ু থানায় তাঁকে নেওয়া হয়।

ইতিমধ্যে অ্যানিমে জগতে এই গ্রেপ্তার নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ২০ বছর ধরে অ্যানিমে জগতে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন ইতো। ‘ইয়োর নেইম’, ‘ওয়েদারিং উইথ ইউ’, ‘সুজুমে’র মতো জনপ্রিয় সব অ্যানিমের প্রযোজনায় ছিলেন তিনি।

জাপানি সংবাদমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে বলেছে, ইতো তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তিনি তদন্ত কর্মকর্তাদের জানান, বিভিন্ন সময়ে নানা অপ্রাপ্তবয়স্ক মেয়ের অন্তরঙ্গ ছবি নিয়েছেন তিনি। সেগুলো তাঁর কাছেই আছে। তবে পুলিশ কোন নারীর ছবি থাকার কারণে তাঁকে গ্রেপ্তার করেছে, তা বুঝতে পারছেন না ইতো।

ইতোর পর্নোগ্রাফির শিকার অন্য মেয়েদের সন্ধান করছে পুলিশ। মূলত, শিশু পতিতাবৃত্তির কিছু বিচ্ছিন্ন ঘটনার তদন্ত করতে গিয়েই ইতোর সংশ্লিষ্টতা খুঁজে পায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত