Ajker Patrika

পিছিয়ে গেল মিশন: ইম্পসিবল ৮

পিছিয়ে গেল মিশন: ইম্পসিবল ৮

২০২৫ সালের আগে আর দেখা হবে না ইথান হান্টের সঙ্গে। মিশন: ইম্পসিবল সিরিজের এই দুর্ধর্ষ এজেন্টের দেখা পেতে হলে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ২৩ মে পর্যন্ত। আগামী বছরের ২৮ জুন মুক্তি পাওয়ার কথা ছিল ‘মিশন: ইম্পসিবল ৮’। গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, হলিউডে অভিনয়শিল্পীদের ধর্মঘটের কারণে শেষ করা যায়নি মিশন: ইম্পসিবল ৮-এর কাজ। তাই মুক্তি পেছানো হয়েছে।

ক্রিস্টোফার ম্যাককারির পরিচালনায় এ সিরিজের সপ্তম পর্ব ‘মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল এ বছরের ১২ জুলাই। তার আগে ‘টপ গান: ম্যাভেরিক’ দিয়ে টম ক্রুজ ব্যাপক সাফল্য পেলেও বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং। এবার টম ক্রুজ তাই একটু বেশিই সতর্ক। ভালোভাবে কাজ শেষ করে তবেই পর্দায় আনতে চান ইথান হান্টের মিশনকে। তাই সিনেমাটির মুক্তি এক বছর পিছিয়ে দিলেন টম ক্রুজ, যিনি এ সিনেমার অন্যতম প্রযোজকও।

শুধু মিশন: ইম্পসিবল ৮ নয়, আরও দুটি সিনেমার মুক্তির তারিখ পেছানোর ঘোষণা এসেছে। হরর সিনেমা ‘আ কোয়াইট প্লেস: ডে ওয়ান’ মুক্তির কথা ছিল আগামী বছরের ৮ মার্চ, পিছিয়ে সেটা নেওয়া হয়েছে জুন মাসের ২৮ তারিখে। অন্যদিকে অ্যানিমেশন সিনেমা ‘স্পঞ্জবব স্কয়ার প্যান্টস’-এর মুক্তির কথা ছিল ২০২৫ সালের ১৯ মে, সেটা পিছিয়ে নেওয়া হয়েছে ওই বছরের ১৯ ডিসেম্বরে। সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, অভিনয়শিল্পীদের সঙ্গে স্টুডিওগুলো শিগগির আপসে আসতে না পারলে আরও কিছু সিনেমার মুক্তি পিছিয়ে যেতে পারে। থমকে যেতে পারে অনেক সিনেমার নির্মাণকাজ।

বিভিন্ন দাবিতে হলিউডের অভিনয়শিল্পীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। বন্ধ করে দিয়েছেন কাজ। শিল্পীদের কর্মবিরতির ১০২ দিন পার হয়েছে। গতকাল ভ্যারাইটি জানিয়েছে, এ সপ্তাহে নতুন প্রস্তাবনা নিয়ে অভিনয়শিল্পীদের সংগঠন এএজি-আফট্রার নেতাদের সঙ্গে আলোচনার টেবিলে বসবে হলিউডের স্টুডিওগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত