ঈদ উপলক্ষে প্রতিটি টিভি চ্যানেল নিয়ে আসে বিশেষ অনুষ্ঠান। ঈদুল ফিতরে দীপ্ত টিভি এবার ৭ দিনের বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। এর মধ্যে রয়েছে একগুচ্ছ বাংলা সিনেমা। থাকছে ‘তুফান’, ‘ওমর’ ও ‘মেঘনা কন্যা’—তিন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।
ঈদের দ্বিতীয় দিন বেলা ১টায় প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। গত বছর মুক্তি পাওয়া এই ক্রাইম থ্রিলারে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। অভিনয়ে শরিফুল রাজ, নাসির উদ্দিন খান ও দর্শনা বণিক। ঈদের দিন সকাল ৯টায় রয়েছে ‘মেঘনা কন্যা’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইন ও কাজী নওশাবা আহমেদ।
এ ছাড়া ঈদের দিন বেলা ১টায় দেখা যাবে শাকিব-শ্রাবন্তী অভিনীত ‘শিকারী’। ঈদের ৩য় দিন সকাল ৯টায় রয়েছে আদর আজাদ, শবনম বুবলীর ‘তালাশ’। একই দিন বেলা ১টায় বাংলা সিনেমা ‘নোলক’, অভিনয়ে শাকিব খান, ববি। ঈদের ৪র্থ দিনেও রয়েছে দুটি সিনেমা। সকাল ৯টায় প্রচারিত হবে সিয়াম ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘অন্তর্জাল’। বেলা ১টায় থাকছে শাকিব-শুভশ্রী অভিনীত ‘নবাব’।
ঈদের ৫ম দিন সকাল ৯টায় রয়েছে মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসির উদ্দিন খান অভিনীত ‘প্রহেলিকা’। বেলা ১টায় প্রচারিত হবে শাকিব-বুবলীর ‘বীর’। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ৯টায় দেখা যাবে মোশাররফ করিম, পরীমণি ও রোশানের ‘মুখোশ’। একই দিন বেলা ১টায় রয়েছে ‘মন যেখানে হৃদয় সেখানে’, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। ৭ম দিন সকাল ৯টায় প্রচারিত হবে ওয়েব ফিল্ম ‘পয়জন’। অভিনয়ে তানজিন তিশা, আবু হুরায়রা তানভীর প্রমুখ। ওই দিন বেলা ১টায় প্রচারিত হবে শাকিব-অপু অভিনীত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’।
ঈদ উপলক্ষে প্রতিটি টিভি চ্যানেল নিয়ে আসে বিশেষ অনুষ্ঠান। ঈদুল ফিতরে দীপ্ত টিভি এবার ৭ দিনের বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। এর মধ্যে রয়েছে একগুচ্ছ বাংলা সিনেমা। থাকছে ‘তুফান’, ‘ওমর’ ও ‘মেঘনা কন্যা’—তিন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।
ঈদের দ্বিতীয় দিন বেলা ১টায় প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। গত বছর মুক্তি পাওয়া এই ক্রাইম থ্রিলারে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। অভিনয়ে শরিফুল রাজ, নাসির উদ্দিন খান ও দর্শনা বণিক। ঈদের দিন সকাল ৯টায় রয়েছে ‘মেঘনা কন্যা’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইন ও কাজী নওশাবা আহমেদ।
এ ছাড়া ঈদের দিন বেলা ১টায় দেখা যাবে শাকিব-শ্রাবন্তী অভিনীত ‘শিকারী’। ঈদের ৩য় দিন সকাল ৯টায় রয়েছে আদর আজাদ, শবনম বুবলীর ‘তালাশ’। একই দিন বেলা ১টায় বাংলা সিনেমা ‘নোলক’, অভিনয়ে শাকিব খান, ববি। ঈদের ৪র্থ দিনেও রয়েছে দুটি সিনেমা। সকাল ৯টায় প্রচারিত হবে সিয়াম ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘অন্তর্জাল’। বেলা ১টায় থাকছে শাকিব-শুভশ্রী অভিনীত ‘নবাব’।
ঈদের ৫ম দিন সকাল ৯টায় রয়েছে মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসির উদ্দিন খান অভিনীত ‘প্রহেলিকা’। বেলা ১টায় প্রচারিত হবে শাকিব-বুবলীর ‘বীর’। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ৯টায় দেখা যাবে মোশাররফ করিম, পরীমণি ও রোশানের ‘মুখোশ’। একই দিন বেলা ১টায় রয়েছে ‘মন যেখানে হৃদয় সেখানে’, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। ৭ম দিন সকাল ৯টায় প্রচারিত হবে ওয়েব ফিল্ম ‘পয়জন’। অভিনয়ে তানজিন তিশা, আবু হুরায়রা তানভীর প্রমুখ। ওই দিন বেলা ১টায় প্রচারিত হবে শাকিব-অপু অভিনীত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৮ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১২ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১৭ মিনিট আগে