Ajker Patrika

ঈদে দীপ্ত টিভিতে ‘তুফান’, ‘ওমর’ সহ একগুচ্ছ সিনেমা

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৮: ৪৮
‘তুফান’। ছবি: সংগৃহীত
‘তুফান’। ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে প্রতিটি টিভি চ্যানেল নিয়ে আসে বিশেষ অনুষ্ঠান। ঈদুল ফিতরে দীপ্ত টিভি এবার ৭ দিনের বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। এর মধ্যে রয়েছে একগুচ্ছ বাংলা সিনেমা। থাকছে ‘তুফান’, ‘ওমর’ ও ‘মেঘনা কন্যা’—তিন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।

ঈদের দ্বিতীয় দিন বেলা ১টায় প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। গত বছর মুক্তি পাওয়া এই ক্রাইম থ্রিলারে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। অভিনয়ে শরিফুল রাজ, নাসির উদ্দিন খান ও দর্শনা বণিক। ঈদের দিন সকাল ৯টায় রয়েছে ‘মেঘনা কন্যা’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইন ও কাজী নওশাবা আহমেদ।

এ ছাড়া ঈদের দিন বেলা ১টায় দেখা যাবে শাকিব-শ্রাবন্তী অভিনীত ‘শিকারী’। ঈদের ৩য় দিন সকাল ৯টায় রয়েছে আদর আজাদ, শবনম বুবলীর ‘তালাশ’। একই দিন বেলা ১টায় বাংলা সিনেমা ‘নোলক’, অভিনয়ে শাকিব খান, ববি। ঈদের ৪র্থ দিনেও রয়েছে দুটি সিনেমা। সকাল ৯টায় প্রচারিত হবে সিয়াম ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘অন্তর্জাল’। বেলা ১টায় থাকছে শাকিব-শুভশ্রী অভিনীত ‘নবাব’।

‘ওমর’। ছবি: সংগৃহীত
‘ওমর’। ছবি: সংগৃহীত

ঈদের ৫ম দিন সকাল ৯টায় রয়েছে মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসির উদ্দিন খান অভিনীত ‘প্রহেলিকা’। বেলা ১টায় প্রচারিত হবে শাকিব-বুবলীর ‘বীর’। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ৯টায় দেখা যাবে মোশাররফ করিম, পরীমণি ও রোশানের ‘মুখোশ’। একই দিন বেলা ১টায় রয়েছে ‘মন যেখানে হৃদয় সেখানে’, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। ৭ম দিন সকাল ৯টায় প্রচারিত হবে ওয়েব ফিল্ম ‘পয়জন’। অভিনয়ে তানজিন তিশা, আবু হুরায়রা তানভীর প্রমুখ। ওই দিন বেলা ১টায় প্রচারিত হবে শাকিব-অপু অভিনীত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত