বিনোদন ডেস্ক
কয়েক দিন আগে স্টার জলসায় শুরু হয়েছে ‘তুমি আশেপাশে থাকলে’। এ মাসেই চ্যানেলটিতে আরেক নতুন সিরিয়ালের প্রচার শুরু হবে। পারিবারিক ড্রামা, প্রেম-ভালোবাসার গল্প থেকে বেরিয়ে দর্শককে নির্ভেজাল কমেডির স্বাদ দিতে আসছে ‘গীতা এলএলবি’। এ সিরিয়াল দিয়ে ছোট পর্দায় ফিরছেন হিয়া মুখোপাধ্যায়। সান বাংলার ‘নয়নতারা’ সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। এবার পুরোপুরি কমেডি ঘরানার গল্পে দেখা যাবে হিয়াকে।
গীতা এলএলবির প্রোমোতে দেখা গেছে, মধ্যবিত্ত বাড়ির মধ্যমণি গীতা। পেশায় সে উকিল। খুন, জখম, রাহাজানি, চুরি, বাটপারি, শ্লীলতাহানি—সব ধরনের মামলা লড়তে প্রস্তুত। তবে মক্কেল খুব একটা পায় না। গীতার বাড়ির গেটে লিখে রাখা, উকিল বাড়ি। তবে শব্দটা কেটে কেউ লিখে রেখেছে ‘কোকিল বাড়ি’। তার কালো কোটের পকেট ছেঁড়া, স্যান্ডেল সেফটিপিন দিয়ে আটকানো। সকালে কোর্টে যাওয়ার আগে গীতা প্রার্থনা করে, যেন কোনো নতুন কেস জুটে যায়।
ওদিকে বাড়ির একেকজন একেক আবদার নিয়ে আসতে থাকে। কেউ বলে, ‘ইশবগুল আনিস’। কারও চাওয়া ‘লাইটের বিলটা দিয়ে দিস’। এসব সামলে স্কুটিতে উঠতে গিয়ে গীতা দেখে, স্কুটির চাকাও পাংচার। এর মধ্যে একজন নতুন মক্কেল নিয়ে আসে। অপহরণের কেস শুনেই আনন্দে লাফিয়ে ওঠে গীতা। পরে জানা যায়, অপহরণ নয়, মামলাটা ছাগল চুরির। রেগে গিয়ে বলে, ‘আমার কাছে ছাগল চুরির কেস! জানিস আমি কে? গীতা এলএলবি। কোর্টে আমার মুখ চলে আর বাইরে হাত।’
প্রোমোতে গীতার এসব মজার কাণ্ড দেখে সিরিয়ালটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। তবে অনেকে অভিযোগ করছেন, এ সিরিয়ালের নাম ও ধরনের সঙ্গে ‘জলি এলএলবি’ সিনেমার অনেকটাই মিল। জানা গেছে, গীতা এলএলবিতে হিয়ার নায়ক কুণাল শীল। ব্লুজ প্রোডাকশন প্রযোজিত সিরিয়ালটি দেখা যাবে স্টার জলসায়, ২০ নভেম্বর থেকে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এর আগের দিন একই সময়ে প্রচার হবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর শেষ পর্ব।
কয়েক দিন আগে স্টার জলসায় শুরু হয়েছে ‘তুমি আশেপাশে থাকলে’। এ মাসেই চ্যানেলটিতে আরেক নতুন সিরিয়ালের প্রচার শুরু হবে। পারিবারিক ড্রামা, প্রেম-ভালোবাসার গল্প থেকে বেরিয়ে দর্শককে নির্ভেজাল কমেডির স্বাদ দিতে আসছে ‘গীতা এলএলবি’। এ সিরিয়াল দিয়ে ছোট পর্দায় ফিরছেন হিয়া মুখোপাধ্যায়। সান বাংলার ‘নয়নতারা’ সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। এবার পুরোপুরি কমেডি ঘরানার গল্পে দেখা যাবে হিয়াকে।
গীতা এলএলবির প্রোমোতে দেখা গেছে, মধ্যবিত্ত বাড়ির মধ্যমণি গীতা। পেশায় সে উকিল। খুন, জখম, রাহাজানি, চুরি, বাটপারি, শ্লীলতাহানি—সব ধরনের মামলা লড়তে প্রস্তুত। তবে মক্কেল খুব একটা পায় না। গীতার বাড়ির গেটে লিখে রাখা, উকিল বাড়ি। তবে শব্দটা কেটে কেউ লিখে রেখেছে ‘কোকিল বাড়ি’। তার কালো কোটের পকেট ছেঁড়া, স্যান্ডেল সেফটিপিন দিয়ে আটকানো। সকালে কোর্টে যাওয়ার আগে গীতা প্রার্থনা করে, যেন কোনো নতুন কেস জুটে যায়।
ওদিকে বাড়ির একেকজন একেক আবদার নিয়ে আসতে থাকে। কেউ বলে, ‘ইশবগুল আনিস’। কারও চাওয়া ‘লাইটের বিলটা দিয়ে দিস’। এসব সামলে স্কুটিতে উঠতে গিয়ে গীতা দেখে, স্কুটির চাকাও পাংচার। এর মধ্যে একজন নতুন মক্কেল নিয়ে আসে। অপহরণের কেস শুনেই আনন্দে লাফিয়ে ওঠে গীতা। পরে জানা যায়, অপহরণ নয়, মামলাটা ছাগল চুরির। রেগে গিয়ে বলে, ‘আমার কাছে ছাগল চুরির কেস! জানিস আমি কে? গীতা এলএলবি। কোর্টে আমার মুখ চলে আর বাইরে হাত।’
প্রোমোতে গীতার এসব মজার কাণ্ড দেখে সিরিয়ালটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। তবে অনেকে অভিযোগ করছেন, এ সিরিয়ালের নাম ও ধরনের সঙ্গে ‘জলি এলএলবি’ সিনেমার অনেকটাই মিল। জানা গেছে, গীতা এলএলবিতে হিয়ার নায়ক কুণাল শীল। ব্লুজ প্রোডাকশন প্রযোজিত সিরিয়ালটি দেখা যাবে স্টার জলসায়, ২০ নভেম্বর থেকে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এর আগের দিন একই সময়ে প্রচার হবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর শেষ পর্ব।
কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
১ দিন আগেপর্দায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। গুঞ্জনটা প্রায় এক বছরের। রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার শুটিং শুরুর পর এ নিয়ে প্রথম চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত তুফানে দেখা যায়নি যিশুকে। সেই রেশ কাটতে না-কাটতে গত বছরের শেষ দিকে আবার শুরু হয় একই গুঞ্জন। এবার খবর ছড়িয়ে পড়ে মেহেদী
১ দিন আগে২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ২৯ বছরে পা রাখে নাট্যদল প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন করে দলটি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এই আয়োজন।
১ দিন আগেবলিউড বাদশা শাহরুখ খানের যারা ভক্ত তাদের কাছে তাঁর বাড়ি ‘মান্নাত’ যেন এক তীর্থস্থান। জন্মদিন, সিনেমার মুক্তি, ঈদে মান্নাতের বারান্দায় শুধু ভক্তদের জন্য দেখা দেন কিং খান। বান্দ্রার এই বাড়িটির সামনে বিশেষ দিনগুলোতে নামে অগণিত মানুষের ঢল। কিন্তু এই এই হেরিটেজ ছেড়ে স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে ভাড়া...
২ দিন আগে