Ajker Patrika

উকিল হলেন হিয়া

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৮: ২৪
উকিল হলেন হিয়া

কয়েক দিন আগে স্টার জলসায় শুরু হয়েছে ‘তুমি আশেপাশে থাকলে’। এ মাসেই চ্যানেলটিতে আরেক নতুন সিরিয়ালের প্রচার শুরু হবে। পারিবারিক ড্রামা, প্রেম-ভালোবাসার গল্প থেকে বেরিয়ে দর্শককে নির্ভেজাল কমেডির স্বাদ দিতে আসছে ‘গীতা এলএলবি’। এ সিরিয়াল দিয়ে ছোট পর্দায় ফিরছেন হিয়া মুখোপাধ্যায়। সান বাংলার ‘নয়নতারা’ সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। এবার পুরোপুরি কমেডি ঘরানার গল্পে দেখা যাবে হিয়াকে।

গীতা এলএলবির প্রোমোতে দেখা গেছে, মধ্যবিত্ত বাড়ির মধ্যমণি গীতা। পেশায় সে উকিল। খুন, জখম, রাহাজানি, চুরি, বাটপারি, শ্লীলতাহানি—সব ধরনের মামলা লড়তে প্রস্তুত। তবে মক্কেল খুব একটা পায় না। গীতার বাড়ির গেটে লিখে রাখা, উকিল বাড়ি। তবে শব্দটা কেটে কেউ লিখে রেখেছে ‘কোকিল বাড়ি’। তার কালো কোটের পকেট ছেঁড়া, স্যান্ডেল সেফটিপিন দিয়ে আটকানো। সকালে কোর্টে যাওয়ার আগে গীতা প্রার্থনা করে, যেন কোনো নতুন কেস জুটে যায়।

ওদিকে বাড়ির একেকজন একেক আবদার নিয়ে আসতে থাকে। কেউ বলে, ‘ইশবগুল আনিস’। কারও চাওয়া ‘লাইটের বিলটা দিয়ে দিস’। এসব সামলে স্কুটিতে উঠতে গিয়ে গীতা দেখে, স্কুটির চাকাও পাংচার। এর মধ্যে একজন নতুন মক্কেল নিয়ে আসে। অপহরণের কেস শুনেই আনন্দে লাফিয়ে ওঠে গীতা। পরে জানা যায়, অপহরণ নয়, মামলাটা ছাগল চুরির। রেগে গিয়ে বলে, ‘আমার কাছে ছাগল চুরির কেস! জানিস আমি কে? গীতা এলএলবি। কোর্টে আমার মুখ চলে আর বাইরে হাত।’

প্রোমোতে গীতার এসব মজার কাণ্ড দেখে সিরিয়ালটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। তবে অনেকে অভিযোগ করছেন, এ সিরিয়ালের নাম ও ধরনের সঙ্গে ‘জলি এলএলবি’ সিনেমার অনেকটাই মিল। জানা গেছে, গীতা এলএলবিতে হিয়ার নায়ক কুণাল শীল। ব্লুজ প্রোডাকশন প্রযোজিত সিরিয়ালটি দেখা যাবে স্টার জলসায়, ২০ নভেম্বর থেকে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এর আগের দিন একই সময়ে প্রচার হবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর শেষ পর্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত