Ajker Patrika

ডিজনির সঙ্গে আম্বানির রিলায়েন্সের রেকর্ড চুক্তি 

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ৫৯
ডিজনির সঙ্গে আম্বানির রিলায়েন্সের রেকর্ড চুক্তি 

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বিনোদন সংস্থা ডিজনির সঙ্গে এবার হাত মেলাচ্ছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। গতকাল বুধবার ডিজনি ও আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। এই চুক্তির অর্থমূল্য ৭০ হাজার ৪৭২ কোটি রুপি, এর আগে বিনোদনের ব্যবসায় এত বড় মাপের কোনো চুক্তি হয়নি। তবে শুরুতে ১১ হাজার ৫০০ কোটি রুপি বিনিয়োগ করা হবে, এরপর সময়ের সঙ্গে সঙ্গে বিনিয়োগ বাড়বে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভায়াকম ১৮ এবং স্টার ইন্ডিয়াকে এক করে যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, এর দায়িত্বে থাকতে পারেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। ভাইস-চেয়ারম্যান হবেন ডিজনির প্রাক্তন শীর্ষ কর্মকর্তা উদয় শংকর। এর ৬৩ দশমিক ১৬ শতাংশ মালিকানা থাকবে আম্বানিদের কাছে, আর বাকি ৩৬ দশমিক ৮৪ শতাংশ মালিকানা থাকবে ডিজনির হাতে।

মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি। ছবি: সংগৃহীতভারতীয় মিডিয়া ব্যবসার ইতিহাসে এই চুক্তি এক কথায় নজিরবিহীন ঘটনা। এর ফলে কালারস, স্টারের প্রতিটি টিভি চ্যানেল এবং স্পোর্টস ১৮-এর মতো চ্যানেলগুলো এক ছাতার তলায় চলে আসবে। তবে শুধু টিভি চ্যানেল নয়, এক ছাতার তলায় চলে আসবে হট স্টার এবং জিও সিনেমার মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। বাণিজ্যিক মহলের মতে, এই চুক্তির ফলে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে জি এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সের মতো বড় প্ল্যাটফর্মগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত