Ajker Patrika

১৩ পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে শাকিবের জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৫: ৩৩
১৩ পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে শাকিবের জিডি

ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করায় ১৩টি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক শাকিব খান।

আজ শুক্রবার বিকেলে সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলি। তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে মানহানিকর তথ্য প্রচার করার অভিযোগ করেছেন চলচ্চিত্র নায়ক শাকিব খান।’

শাকিব খান লিখিত সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, ‘পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির উদ্দেশ্যে তার কিছু ব্যক্তিগত স্থিরচিত্র, মিথ্যা তথ্য ও ভিডিওচিত্র এবং তথ্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করা হচ্ছে। গুটিকয়েক ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সংঘবদ্ধ কুচক্রী মহলের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড এবং মানহানিকর কর্মতৎপরতা সুস্পষ্ট আইন লঙ্ঘন।’

জিডিতে উল্লেখ করা হয়, ‘ব্যঙ্গাত্মক পোস্ট ও ভিডিওগুলোর কারণে শাকিবের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে। একই সঙ্গে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুমহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্ত অনুসারীরা নানাভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।’

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ঢালিউডের নায়িকা বুবলিকে গোপনে বিয়ে ও সন্তানের বিষয়টি সামনে আসে। এরপর থেকেই শাকিব খান ও তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে বিভিন্ন তথ্য প্রচার শুরু হয়। এই সকল তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শাকিব। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাধারণ ডায়েরি করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত