হিরো হয়ে ভিলেনের মতো কাজ! করোনাবিধি লঙ্ঘনের জেরে এফআইআর দায়ের হলো জিমি শেরগিল সহ ৩৫ জনের বিরুদ্ধে।
অভিনেতা জিমি শেরগিল, জাতীয় পুরস্কার জয়ী পরিচালক ইশ্বর নিবাসসহ মোট ৩৫ জন কলাকুশলীর নামে এফআইআর দায়ের হল লুধিয়ানায়। মঙ্গলবার রাতে করোনাবিধি লঙ্ঘন করে আসন্ন ওয়েব সিরিজ ‘ইয়োর অনার ২’-এর শ্যুটিং করছিলেন তাঁরা।
সাব ইন্সপেক্টর হরজিৎ সিং জানান, ১৫০ জন কলাকুশলী নিয়ে লুধিয়ানার আর্য সিনিয়ার সেকেন্ডারি স্কুলে রাত ৮টার সময়ও শ্যুটিং করছিলো মুম্বাই থেকে আসা ‘ইয়োর অনার ২’-এর টিম। যা নির্ধারিত নাইটকার্ফুর সময়সীমার অতিরিক্ত দু-ঘন্টা। করোনার কারণে লুধিয়ানায় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি রয়েছে।
করোনাবিধি ভাঙার কারণে পরিচালক নিবাস, এবং তাঁর টিমের দুই সদস্য আকাশদীপ সিং, মনদীপ সিং-কে গ্রেপ্তার করে লুধিয়ানা পুলিশ, পরে জামিনে মুক্তি দেওয়া হয় তাঁদের। যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তখন সেখানে একটি কোর্টরুমে দৃশ্য চলছিল। ‘ইয়োর অনার ২’-এ বিচারকের চরিত্রে অভিনয় করেন জিমি শেরগিল। এটি একটি ইজরালেয়ি ওয়েব সিরিজের অনুকরণে তৈরি করা হয়েছে।
ভারতীয় দণ্ডবিধির ১৮৮ (সরকারি নির্দেশ অমান্য করা) এবং ২৬৯ (অন্যের জীবনহানি হতে পারে এমন ইনফেকশন ছড়িয়ে দেওয়ার গাফিলতি) ধারায় মামলা রুজু হয়েছে , এছাড়াও মহামারী রোগের আওতাধীন ৩ নম্বর সেকশনেও অভিযোগ আনা হয়েছে এই ৩৫ জনের বিরুদ্ধে।
হিরো হয়ে ভিলেনের মতো কাজ! করোনাবিধি লঙ্ঘনের জেরে এফআইআর দায়ের হলো জিমি শেরগিল সহ ৩৫ জনের বিরুদ্ধে।
অভিনেতা জিমি শেরগিল, জাতীয় পুরস্কার জয়ী পরিচালক ইশ্বর নিবাসসহ মোট ৩৫ জন কলাকুশলীর নামে এফআইআর দায়ের হল লুধিয়ানায়। মঙ্গলবার রাতে করোনাবিধি লঙ্ঘন করে আসন্ন ওয়েব সিরিজ ‘ইয়োর অনার ২’-এর শ্যুটিং করছিলেন তাঁরা।
সাব ইন্সপেক্টর হরজিৎ সিং জানান, ১৫০ জন কলাকুশলী নিয়ে লুধিয়ানার আর্য সিনিয়ার সেকেন্ডারি স্কুলে রাত ৮টার সময়ও শ্যুটিং করছিলো মুম্বাই থেকে আসা ‘ইয়োর অনার ২’-এর টিম। যা নির্ধারিত নাইটকার্ফুর সময়সীমার অতিরিক্ত দু-ঘন্টা। করোনার কারণে লুধিয়ানায় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি রয়েছে।
করোনাবিধি ভাঙার কারণে পরিচালক নিবাস, এবং তাঁর টিমের দুই সদস্য আকাশদীপ সিং, মনদীপ সিং-কে গ্রেপ্তার করে লুধিয়ানা পুলিশ, পরে জামিনে মুক্তি দেওয়া হয় তাঁদের। যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তখন সেখানে একটি কোর্টরুমে দৃশ্য চলছিল। ‘ইয়োর অনার ২’-এ বিচারকের চরিত্রে অভিনয় করেন জিমি শেরগিল। এটি একটি ইজরালেয়ি ওয়েব সিরিজের অনুকরণে তৈরি করা হয়েছে।
ভারতীয় দণ্ডবিধির ১৮৮ (সরকারি নির্দেশ অমান্য করা) এবং ২৬৯ (অন্যের জীবনহানি হতে পারে এমন ইনফেকশন ছড়িয়ে দেওয়ার গাফিলতি) ধারায় মামলা রুজু হয়েছে , এছাড়াও মহামারী রোগের আওতাধীন ৩ নম্বর সেকশনেও অভিযোগ আনা হয়েছে এই ৩৫ জনের বিরুদ্ধে।
২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার।
৯ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়ায় ছেলেকে নিয়ে নিয়মিত হাজির হন চিত্রনায়িকা পরীমনি। তবে তাঁর মেয়েকে তেমন একটা দেখা যায় না। নেটিজেনদের অনেকের ধারণা, দত্তক নিয়েছেন বলেই কন্যাকে সবার সামনে আনতে চান না নায়িকা। অবশেষ গতকাল রোববার ফেসবুকে এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি।
৯ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মূকাভিনয়ের দল মাইম আর্ট। থাকবে জুলাইয়ের কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা ও ‘রক্তে আগুন লেগেছে’ মূকনাট্যের প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেএক যুগ পর রানঝানা নতুনভাবে মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল। তবে রি-রিলিজে শেষ দৃশ্যে বদল আনা হয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে শেষ দৃশ্যে কুন্দন চরিত্রটিকে আবার জীবিত করে তোলা হয়েছে।
১১ ঘণ্টা আগে