বিনোদন ডেস্ক
বিটিভি
ঈদের দিন সকাল ৮টায় রয়েছে শিশুদের জন্য বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান।
ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে রয়েছে পাপেট শো।
এটিএন বাংলা
ঈদের দিন বেলা ১টা ২৫ মিনিটে রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান হৈচৈ।
দুরন্ত টিভি
দুরন্ত টিভির ঈদ আয়োজনে থাকছে পাঁচটি সিনেমার বাংলা প্রিমিয়ার।
অ্যালিস–মিরান্ডা ফ্রেন্ডস ফরএভার: অ্যালিস-মিরান্ডা একটি স্কুলে ভর্তি হয়। সেখানে কঠিন সব নিয়মকানুন। তাদের স্কুলজীবনের অ্যাডভেঞ্চার নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। প্রচারিত হবে ঈদের দিন বেলা ৩টায়।
কিং লরিন: যোগ্য রাজকুমার হওয়ার মতো দক্ষতা থিওর। রাজা লরিন তার জ্ঞান ও জাদু দিয়ে থিওকে সহায়তা করে। প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বেলা ৩টায়।
দ্য হান্ট ফর হ্যানিবলস ট্রেজার:
খালার বাড়ি বেড়াতে এসে হ্যানিবলের গুপ্তধনের বিষয়ে জানতে পারে লায়লা। জড়িয়ে পড়ে এক দুঃসাহসী অভিযানে। প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন বেলা ৩টায়।
শর্টি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য এনচান্টেড রিফ: শর্টি, ইন্ডিগো ও জ্যাক সমুদ্রতলের নীলচে জগতে বসবাসকারী তিনটি মাছ। একদিন কিছু মানুষ তাদের সেই নীলচে সুন্দর জগতে হামলা চালিয়ে সব ধ্বংস করে দেয়। সিনেমাটি দেখা যাবে ঈদের চতুর্থ দিন বেলা ৩টায়।
অ্যাট আই লেভেল: ১১ বছরের ছোট ছেলে মিকি থাকে এতিমখানায়। একদিন মায়ের লেখা একটি চিঠির সূত্র ধরে তার বাবাকে সে খুঁজে বের করে। সিনেমাটি প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন বেলা ৩টায়।
বিটিভি
ঈদের দিন সকাল ৮টায় রয়েছে শিশুদের জন্য বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান।
ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে রয়েছে পাপেট শো।
এটিএন বাংলা
ঈদের দিন বেলা ১টা ২৫ মিনিটে রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান হৈচৈ।
দুরন্ত টিভি
দুরন্ত টিভির ঈদ আয়োজনে থাকছে পাঁচটি সিনেমার বাংলা প্রিমিয়ার।
অ্যালিস–মিরান্ডা ফ্রেন্ডস ফরএভার: অ্যালিস-মিরান্ডা একটি স্কুলে ভর্তি হয়। সেখানে কঠিন সব নিয়মকানুন। তাদের স্কুলজীবনের অ্যাডভেঞ্চার নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। প্রচারিত হবে ঈদের দিন বেলা ৩টায়।
কিং লরিন: যোগ্য রাজকুমার হওয়ার মতো দক্ষতা থিওর। রাজা লরিন তার জ্ঞান ও জাদু দিয়ে থিওকে সহায়তা করে। প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বেলা ৩টায়।
দ্য হান্ট ফর হ্যানিবলস ট্রেজার:
খালার বাড়ি বেড়াতে এসে হ্যানিবলের গুপ্তধনের বিষয়ে জানতে পারে লায়লা। জড়িয়ে পড়ে এক দুঃসাহসী অভিযানে। প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন বেলা ৩টায়।
শর্টি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য এনচান্টেড রিফ: শর্টি, ইন্ডিগো ও জ্যাক সমুদ্রতলের নীলচে জগতে বসবাসকারী তিনটি মাছ। একদিন কিছু মানুষ তাদের সেই নীলচে সুন্দর জগতে হামলা চালিয়ে সব ধ্বংস করে দেয়। সিনেমাটি দেখা যাবে ঈদের চতুর্থ দিন বেলা ৩টায়।
অ্যাট আই লেভেল: ১১ বছরের ছোট ছেলে মিকি থাকে এতিমখানায়। একদিন মায়ের লেখা একটি চিঠির সূত্র ধরে তার বাবাকে সে খুঁজে বের করে। সিনেমাটি প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন বেলা ৩টায়।
ঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
২৭ মিনিট আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
৩৭ মিনিট আগেএ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
২ ঘণ্টা আগেঅ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
৬ ঘণ্টা আগে