বিনোদন প্রতিবেদক, ঢাকা
পরপর তিন সিনেমায় জুটি হলেন আদর আজাদ ও পূজা চেরি। আলোক হাসানের ‘নাকফুল’ সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন তাঁরা। শুটিং ও সম্পাদনা শেষে নাকফুল আছে মুক্তির অপেক্ষায়। এরপর তাঁরা জুটি হন কামরুজ্জামান রোমানের ‘লিপস্টিক’-এ। এই সিনেমার শুটিং চলছে। এরই মধ্যে শেষ হয়েছে ৮০ শতাংশ শুটিং। একই পরিচালকের আরেকটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন তাঁরা।
নির্মাতা রোমান জানিয়েছেন, নতুন এ সিনেমার নাম ‘দরদিয়া’। গত রোববার রাতে চুক্তিবদ্ধ হয়েছেন আদর-পূজা। নব্বইয়ের দশকের প্রেম, বিরহ ও সম্পর্কের টানাপোড়েনের গল্পে নির্মিত হবে সিনেমাটি। সঙ্গে থাকবে থ্রিলার ও অ্যাকশনের মিশেল। লিপস্টিক সিনেমার শুটিং শেষ হতে আরও সপ্তাহখানেক লাগবে। এরপর শুরু হবে দরদিয়ার অন্যান্য শিল্পী নির্বাচনের কাজ।
চিত্রনায়ক আদর আজাদ বলেন, ‘গল্পটিতে রোমান্স, থ্রিলার ও ট্র্যাজেডি হাত ধরাধরি করে চলবে। এ পর্যন্ত আমার অভিনীত যত সিনেমা মুক্তি পেয়েছে, সবই ভিন্ন ভিন্ন গল্পের ছিল। তবে দরদিয়ার গল্প একটু বেশিই ভিন্ন, যেখানে নাইনটিজের সম্পর্কের চিত্র আঁকা হয়েছে। ভালো লাগছে ভালো গল্পের আরও একটি সিনেমায় যুক্ত হতে পেরে।’
পূজা চেরি বলেন, ‘লিপস্টিকে যেমন গল্পের প্রতি মুগ্ধ হয়ে যুক্ত হয়েছিলাম, দরদিয়ার বেলায়ও একই ঘটনা। বলতে পারেন গল্পের প্রেমে পড়েই আবার জুটি হয়েছি আমরা। আমি যে চরিত্রটি করব, সেটা এককথায় দারুণ! ঠিকমতো করতে পারলে দরদিয়া সুপারহিট হবে।’
আদর আজাদের সঙ্গে পরপর তিন সিনেমায় জুটি হওয়া প্রসঙ্গে পূজা বলেন, ‘কাজের ব্যাপারে দারুণ আন্তরিক আদর ভাই। তাঁর সঙ্গে একটি সিনেমা শেষ করেছি। আরেকটির শুটিং চলছে। সহশিল্পী হিসেবে তিনি অসাধারণ। লিপস্টিকে আমাদের কাজ দেখে প্রযোজক-পরিচালকের হয়তো আমাদের জুটি পছন্দ হয়েছে। তাই তাঁর পরবর্তী সিনেমায় আমাদের নিয়েছেন।’
গোল্ড মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে ‘দরদিয়া’। পরিচালক নিজেই চিত্রনাট্য করেছেন। আগামী বছরের জানুয়ারি থেকে শুটিং হওয়ার কথা রয়েছে।
পূজা চেরির সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক গল্পের সিনেমাটি এ বছরের ঈদুল ফিতরে ভালো ব্যবসা করেছিল। অন্যদিকে আদর অভিনীত সর্বশেষ সিনেমা ‘লোকাল’। ২৭ অক্টোবর মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘যন্ত্রণা’। আরিফুর জামান আরিফ পরিচালিত এ সিনেমায় আদরের সঙ্গে রয়েছেন মানসী প্রকৃতি ও সায়মা স্মৃতি।
পরপর তিন সিনেমায় জুটি হলেন আদর আজাদ ও পূজা চেরি। আলোক হাসানের ‘নাকফুল’ সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন তাঁরা। শুটিং ও সম্পাদনা শেষে নাকফুল আছে মুক্তির অপেক্ষায়। এরপর তাঁরা জুটি হন কামরুজ্জামান রোমানের ‘লিপস্টিক’-এ। এই সিনেমার শুটিং চলছে। এরই মধ্যে শেষ হয়েছে ৮০ শতাংশ শুটিং। একই পরিচালকের আরেকটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন তাঁরা।
নির্মাতা রোমান জানিয়েছেন, নতুন এ সিনেমার নাম ‘দরদিয়া’। গত রোববার রাতে চুক্তিবদ্ধ হয়েছেন আদর-পূজা। নব্বইয়ের দশকের প্রেম, বিরহ ও সম্পর্কের টানাপোড়েনের গল্পে নির্মিত হবে সিনেমাটি। সঙ্গে থাকবে থ্রিলার ও অ্যাকশনের মিশেল। লিপস্টিক সিনেমার শুটিং শেষ হতে আরও সপ্তাহখানেক লাগবে। এরপর শুরু হবে দরদিয়ার অন্যান্য শিল্পী নির্বাচনের কাজ।
চিত্রনায়ক আদর আজাদ বলেন, ‘গল্পটিতে রোমান্স, থ্রিলার ও ট্র্যাজেডি হাত ধরাধরি করে চলবে। এ পর্যন্ত আমার অভিনীত যত সিনেমা মুক্তি পেয়েছে, সবই ভিন্ন ভিন্ন গল্পের ছিল। তবে দরদিয়ার গল্প একটু বেশিই ভিন্ন, যেখানে নাইনটিজের সম্পর্কের চিত্র আঁকা হয়েছে। ভালো লাগছে ভালো গল্পের আরও একটি সিনেমায় যুক্ত হতে পেরে।’
পূজা চেরি বলেন, ‘লিপস্টিকে যেমন গল্পের প্রতি মুগ্ধ হয়ে যুক্ত হয়েছিলাম, দরদিয়ার বেলায়ও একই ঘটনা। বলতে পারেন গল্পের প্রেমে পড়েই আবার জুটি হয়েছি আমরা। আমি যে চরিত্রটি করব, সেটা এককথায় দারুণ! ঠিকমতো করতে পারলে দরদিয়া সুপারহিট হবে।’
আদর আজাদের সঙ্গে পরপর তিন সিনেমায় জুটি হওয়া প্রসঙ্গে পূজা বলেন, ‘কাজের ব্যাপারে দারুণ আন্তরিক আদর ভাই। তাঁর সঙ্গে একটি সিনেমা শেষ করেছি। আরেকটির শুটিং চলছে। সহশিল্পী হিসেবে তিনি অসাধারণ। লিপস্টিকে আমাদের কাজ দেখে প্রযোজক-পরিচালকের হয়তো আমাদের জুটি পছন্দ হয়েছে। তাই তাঁর পরবর্তী সিনেমায় আমাদের নিয়েছেন।’
গোল্ড মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে ‘দরদিয়া’। পরিচালক নিজেই চিত্রনাট্য করেছেন। আগামী বছরের জানুয়ারি থেকে শুটিং হওয়ার কথা রয়েছে।
পূজা চেরির সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক গল্পের সিনেমাটি এ বছরের ঈদুল ফিতরে ভালো ব্যবসা করেছিল। অন্যদিকে আদর অভিনীত সর্বশেষ সিনেমা ‘লোকাল’। ২৭ অক্টোবর মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘যন্ত্রণা’। আরিফুর জামান আরিফ পরিচালিত এ সিনেমায় আদরের সঙ্গে রয়েছেন মানসী প্রকৃতি ও সায়মা স্মৃতি।
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
৪ ঘণ্টা আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
৫ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১ দিন আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১ দিন আগে