Ajker Patrika

‘রানি রাসমণি’ দিতিপ্রিয়ার নায়ক ঋত্বিক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২২: ২৮
‘রানি রাসমণি’ দিতিপ্রিয়ার নায়ক ঋত্বিক

ওয়েবে নাম লেখালেন ঋত্বিক চক্রবর্তী। ওয়েব ফিল্মে কিংবা সিরিজে কলকাতার বড় বড় অভিনেতাদের দেখা মিললেও ঋত্বিক এতদিনে সে পথে হাঁটেননি। এবারে একটি নয়, একেবারে দু’দুটি ওয়েব সিরিজে নাম লেখালেন ‘শব্দ’ এর নায়ক। ইতিমধ্যেই সাহানা দত্ত প্রযোজিত ‘গোরা’র শুটিং শুরু করেছেন। অক্টোবরে রোহান ঘোষের পরিচালনায় আরও একটি ওয়েব সিরিজে কাজ করবেন তিনি। জানা গেছে, রোহানের সেই ওয়েব সিরিজের নাম ‘মুক্তি’।

যেখানে তাঁর সমসাময়িক অন্যান্য নায়করা ইতিমধ্যেই ওয়েবে মুখ দেখিয়ে ফেলেছেন সেখানে কেন এতদিন পর ওয়েবে পা রাখলেন হৃত্বিক? ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘এতদিন মনের মতো চরিত্র পাচ্ছিলাম না, তাই করিনি। এমনিতে ওয়েবে অভিনয়ের প্রস্তাব প্রচুর পেয়েছি। দুটো গল্পই পছন্দ হয়েছে তাই করছি’। ঋত্বিকের কথাতেই আরও জানা গেল ‘গোরা’ ছবিতে তাঁকে একজন গোয়েন্দার চরিত্রে দেখা যাবে। তবে গোয়েন্দা বলতে যেরকম ছবি আমাদের মনে ভেসে ওঠে তাঁর থেকে একেবারেই আলাদা হতে চলেছে ঋত্বিকের সেই চরিত্র।

দিতিপ্রিয়া রায়আবার ভারতের স্বাধীনতা পূর্ব সময়ের গল্প নিয়ে রোহানের ওয়েব সিরিজ। ঋত্বিক জানালেন, তিনি নিজেও ভীষণ উত্তেজিত ওই ওয়েব সিরিজে কাজ করার সুযোগ পেয়ে। ব্রিটিশ জেলারের ভূমিকায় দর্শকদের সামনে হাজির হবেন। তিনি বলে, এ ধরনের ওয়েব সিরিজ কলকাতায় আগে হয়নি।

এই ঐতিহাসিক ওয়েব সিরিজে ‘রানি রাসমণি’ সিরিয়ালখ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায় রয়েছেন। ঋত্বিকের বিপরীতেই থাকছেন দিতিপ্রিয়া। অসমবয়সি জুটি হলেও মিষ্টি একটা প্রেমের গল্পও রয়েছে এই ওয়েব সিরিজে। ঋত্বিক-দিতিপ্রিয়া ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত