বিনোদন প্রতিবেদক, ঢাকা
আবারও ঢাকার মঞ্চে দেখা যাবে ‘রিমান্ড’। আগামীকাল শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে পর পর হৃৎমঞ্চ প্রযোজিত নাটকটির দুটি মঞ্চায়ন হবে।
‘রিমান্ড’ নাটকের রচয়িতা শুভাশিস সিনহা, মঞ্চে নির্দেশনাও দিয়েছেন তিনি। নাটকে লেখকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নূরকে, আর গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে আছেন জ্যোতি সিনহা।
আরও অভিনয় করছেন কামালউদ্দিন কবির, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, সজিব হোসেন, বর্ষা রহমান, সৌম্য সিংহ, শাকিল আহমেদ।
নাগরিক নাট্যসম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রণোদনায় গত জানুয়ারিতে নাটকটি মঞ্চে আসে। ইতিমধ্যে নাটকটির ৫টি মঞ্চায়ন হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে-রিমান্ড কক্ষে বসে আছেন একজন লেখক। তাকে জেরা করছেন পুলিশ কর্মকর্তা। টান টান উত্তেজনায় চলা জেরা পর্বের মধ্য দিয়েই এগিয়ে চলে ‘রিমান্ড’ নাটকের কাহিনি।
নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা বলেন, নাটকটির মধ্য দিয়ে এ সময়কেই খুঁজে পাবেন দর্শক। রিমান্ড কক্ষে একজন লেখককে পুলিশের জেরার মধ্য দিয়ে জীবনের অন্যরকম দর্শন উন্মোচিত হয়, যা মঞ্চে এসে দর্শককে দেখার আমন্ত্রণ জানাই।
‘রিমান্ড’ নাটকটির মঞ্চ পরিকল্পনা করছেন কামালউদ্দিন কবির। আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, সহযোগী আসলাম অরণ্য, সাইফ মণ্ডল, পোশাক পরিকল্পনায় আইরিন পারভীন লোপা। দ্রব্যসামগ্রী পরিকল্পনায় আছেন শাহনাজ জাহান। প্রযোজনা ব্যবস্থাপনায় পাভেল রহমান। প্রকাশনা ব্যবস্থাপনায় অপু মেহেদী। পোস্টার সজলকান্তি সিংহ।
আবারও ঢাকার মঞ্চে দেখা যাবে ‘রিমান্ড’। আগামীকাল শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে পর পর হৃৎমঞ্চ প্রযোজিত নাটকটির দুটি মঞ্চায়ন হবে।
‘রিমান্ড’ নাটকের রচয়িতা শুভাশিস সিনহা, মঞ্চে নির্দেশনাও দিয়েছেন তিনি। নাটকে লেখকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নূরকে, আর গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে আছেন জ্যোতি সিনহা।
আরও অভিনয় করছেন কামালউদ্দিন কবির, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, সজিব হোসেন, বর্ষা রহমান, সৌম্য সিংহ, শাকিল আহমেদ।
নাগরিক নাট্যসম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রণোদনায় গত জানুয়ারিতে নাটকটি মঞ্চে আসে। ইতিমধ্যে নাটকটির ৫টি মঞ্চায়ন হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে-রিমান্ড কক্ষে বসে আছেন একজন লেখক। তাকে জেরা করছেন পুলিশ কর্মকর্তা। টান টান উত্তেজনায় চলা জেরা পর্বের মধ্য দিয়েই এগিয়ে চলে ‘রিমান্ড’ নাটকের কাহিনি।
নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা বলেন, নাটকটির মধ্য দিয়ে এ সময়কেই খুঁজে পাবেন দর্শক। রিমান্ড কক্ষে একজন লেখককে পুলিশের জেরার মধ্য দিয়ে জীবনের অন্যরকম দর্শন উন্মোচিত হয়, যা মঞ্চে এসে দর্শককে দেখার আমন্ত্রণ জানাই।
‘রিমান্ড’ নাটকটির মঞ্চ পরিকল্পনা করছেন কামালউদ্দিন কবির। আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, সহযোগী আসলাম অরণ্য, সাইফ মণ্ডল, পোশাক পরিকল্পনায় আইরিন পারভীন লোপা। দ্রব্যসামগ্রী পরিকল্পনায় আছেন শাহনাজ জাহান। প্রযোজনা ব্যবস্থাপনায় পাভেল রহমান। প্রকাশনা ব্যবস্থাপনায় অপু মেহেদী। পোস্টার সজলকান্তি সিংহ।
আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২১ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩১ মিনিট আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৩৩ মিনিট আগেমিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১৩ ঘণ্টা আগে