নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী প্রসূন আজাদের বাবা আজাদ হোসেন বাসায় ফিরেছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় ফেরেন তিনি।
রাজধানীর মালিবাগের বাসা থেকে গতকাল বিকেল ৪টার দিকে আজাদ হোসেন বেরিয়ে আর না ফেরায় আজ শনিবার বেলা ১১টার দিকে ফেসবুকে একটি পোস্ট দেন প্রসূন। তাতে তিনি বলেন, ‘আমার আব্বুকে কোথাও পাওয়া যাচ্ছে না।’
এর দেড় ঘণ্টা পর ফেসবুকে দেওয়া আরেক পোস্টে অভিনেত্রী বলেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’
বাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন, এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইলও বাসায় রেখে যাওয়ায় তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।’
এ ঘটনায় আজ প্রসূনের মা শাহানা বেগম শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি করার ঘণ্টাখানেক পরই বাসায় ফেরেন আজাদ হোসেন।
এ বিষয়ে প্রসূন বলেন, ‘বাবা নিজেই বাসায় ফিরেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাঁকে এখনো এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তিনি ফিরেছেন, এটাই বড় কথা।’
প্রসূন আজাদের বাবা আজাদ হোসেন এবং মা শাহানা বেগম—দুজনেই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।
২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন প্রসূন। এরপর একাধিক নাটকে ও কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। পরে হঠাৎ অভিনয় জগৎ থেকে দূরে চলে যান প্রসূন।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রে তাঁকে আবার দেখা যায়।
লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী প্রসূন আজাদের বাবা আজাদ হোসেন বাসায় ফিরেছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় ফেরেন তিনি।
রাজধানীর মালিবাগের বাসা থেকে গতকাল বিকেল ৪টার দিকে আজাদ হোসেন বেরিয়ে আর না ফেরায় আজ শনিবার বেলা ১১টার দিকে ফেসবুকে একটি পোস্ট দেন প্রসূন। তাতে তিনি বলেন, ‘আমার আব্বুকে কোথাও পাওয়া যাচ্ছে না।’
এর দেড় ঘণ্টা পর ফেসবুকে দেওয়া আরেক পোস্টে অভিনেত্রী বলেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’
বাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন, এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইলও বাসায় রেখে যাওয়ায় তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।’
এ ঘটনায় আজ প্রসূনের মা শাহানা বেগম শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি করার ঘণ্টাখানেক পরই বাসায় ফেরেন আজাদ হোসেন।
এ বিষয়ে প্রসূন বলেন, ‘বাবা নিজেই বাসায় ফিরেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাঁকে এখনো এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তিনি ফিরেছেন, এটাই বড় কথা।’
প্রসূন আজাদের বাবা আজাদ হোসেন এবং মা শাহানা বেগম—দুজনেই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।
২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন প্রসূন। এরপর একাধিক নাটকে ও কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। পরে হঠাৎ অভিনয় জগৎ থেকে দূরে চলে যান প্রসূন।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রে তাঁকে আবার দেখা যায়।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৯ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
১০ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
১২ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১ দিন আগে