২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে ৭৭৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে বরাদ্দের তুলনায় ৮০ কোটি টাকা বেশি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে এই বরাদ্দ নিয়ে বিগত বছরগুলোর মতো এবারও হতাশা প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার যে পরিকল্পনা নিয়েছে সেগুলো অপ্রয়োজনীয় সেটা আমরা বলছি না। কিন্তু আমরা যে পরিকল্পনার কথাগুলো বলেছি তা আমলে নেওয়া হচ্ছে না।’
গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘আমাদের সংস্কৃতি চর্চার জন্য অবকাঠামোগত ও প্রশিক্ষণগত সুযোগ-সুবিধার প্রয়োজন। যেমন প্রতিটি উপজেলায় একটি করে অডিটরিয়াম নির্মাণ, একটা করে মুক্তমঞ্চ নির্মাণ, শিল্পের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। এ ছাড়া দেড় কোটি মানুষের শহরে মাত্র তিন-চারটি মিলনায়তন কি পর্যাপ্ত? প্রতিটি উপজেলায় যদি মিলনায়তন, মুক্ত মঞ্চ ও স্থায়ী প্রশিক্ষণ ব্যবস্থা না থাকে তাহলে শিল্পের জাগরণ কি করে ঘটবে? কিন্তু ঘোষিত বাজেটে এর প্রতিফলন দেখছি না।’
হতাশা প্রকাশ করে গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘গত ১০ বছর ধরে সম্মিলিত সংস্কৃতির জোট এই কথাগুলো বলে আসছে। আমরা সাংবাদিক সম্মেলন করেছি, প্রতিবাদ সভা করেছি, লিখিত ভাবে সংস্কৃতি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে দিয়েছি। কিন্তু বছর ঘুরলেও তার কোন প্রতিফলন আমরা দেখছি না। এখানে সন্তুষ্টি-অসন্তুষ্টির প্রশ্ন নয়। সংস্কৃতির উন্নয়ন না হলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে, অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হবে, বাংলার সর্বজনীন সংস্কৃতি হুমকির মুখে পড়বে। আমরা মনে করি এখনো সময় আছে। বাজেট পাশ হওয়ার আগে এ সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে সরকার।’
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে ৭৭৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে বরাদ্দের তুলনায় ৮০ কোটি টাকা বেশি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে এই বরাদ্দ নিয়ে বিগত বছরগুলোর মতো এবারও হতাশা প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার যে পরিকল্পনা নিয়েছে সেগুলো অপ্রয়োজনীয় সেটা আমরা বলছি না। কিন্তু আমরা যে পরিকল্পনার কথাগুলো বলেছি তা আমলে নেওয়া হচ্ছে না।’
গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘আমাদের সংস্কৃতি চর্চার জন্য অবকাঠামোগত ও প্রশিক্ষণগত সুযোগ-সুবিধার প্রয়োজন। যেমন প্রতিটি উপজেলায় একটি করে অডিটরিয়াম নির্মাণ, একটা করে মুক্তমঞ্চ নির্মাণ, শিল্পের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। এ ছাড়া দেড় কোটি মানুষের শহরে মাত্র তিন-চারটি মিলনায়তন কি পর্যাপ্ত? প্রতিটি উপজেলায় যদি মিলনায়তন, মুক্ত মঞ্চ ও স্থায়ী প্রশিক্ষণ ব্যবস্থা না থাকে তাহলে শিল্পের জাগরণ কি করে ঘটবে? কিন্তু ঘোষিত বাজেটে এর প্রতিফলন দেখছি না।’
হতাশা প্রকাশ করে গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘গত ১০ বছর ধরে সম্মিলিত সংস্কৃতির জোট এই কথাগুলো বলে আসছে। আমরা সাংবাদিক সম্মেলন করেছি, প্রতিবাদ সভা করেছি, লিখিত ভাবে সংস্কৃতি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে দিয়েছি। কিন্তু বছর ঘুরলেও তার কোন প্রতিফলন আমরা দেখছি না। এখানে সন্তুষ্টি-অসন্তুষ্টির প্রশ্ন নয়। সংস্কৃতির উন্নয়ন না হলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে, অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হবে, বাংলার সর্বজনীন সংস্কৃতি হুমকির মুখে পড়বে। আমরা মনে করি এখনো সময় আছে। বাজেট পাশ হওয়ার আগে এ সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে সরকার।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৫ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
৯ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৯ ঘণ্টা আগে