Ajker Patrika

চুয়াল্লিশেও বিয়ে না করার কারণ জানালেন জায়েদ খান

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ২২: ১৭
চুয়াল্লিশেও বিয়ে না করার কারণ জানালেন জায়েদ খান

চল্লিশোর্ধ্ব বয়সেও বিয়ে না করার কারণ জানালেন আলোচিত চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান। রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারে গতকাল রোববার রাতে ‘বুফে লাউঞ্জ’ উদ্বোধনকালে বরাবরের মতো বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন অভিনেতা।

প্রথমে জায়েদ খান বলেন, তিনি এখনো বিয়ের জন্য প্রস্তুত না। যদিও উইকিপিডিয়ার তথ্য বলছে, এখন তাঁর বয়স ৪৪ বছর। 

অভিনেতা বলেন, ‘জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। যে দিন আল্লাহ লিখছে, সেই দিন হবে। আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ।’ 

তবে পরক্ষণেই বিয়ের নানা নেতিবাচক দিক তুলে ধরেন ঢাকাই সিনেমার এ নায়ক। জায়েদ খান বলেন, ‘বিয়ের পর শুনতে হবে—এই মেয়েটা কাছে আসছিল, ওইই মেয়েটা বেশি কাছে এসে ছবি তুলছিল। এই মেয়েটার মেসেজ কেন আসল? প্রেম করার সময় এমন প্রশ্ন অনেক শুনছি। এই কারণে কানে ধরছি। সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ। এমনিতেই ভালো আছি। সালমান খান, জায়েদ খান—এরা বিয়ে ছাড়াই ভালো থাকে!’ 

নারীদের জন্যই নানা অফার, তাঁদের অনুরোধে নানা ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধন করেন—এমনটিই জানিয়েছেন অভিনেতা। পুরুষদের কি কোনো অফার আছে, তাদের অনুরোধ রাখবেন কি না—এমন প্রশ্নের জবাবে জায়েদ খান, ‘একজন প্রশ্ন করেছিল, আপনি কি নারীদের সঙ্গে ছবি তুলবেন নাকি পুরুষের সঙ্গে ছবি তুলবেন। আমি বলেছিলাম, সব ভক্তই ভক্ত। সুন্দরী একটু বেশি ভালো লাগে! নারীরা বলেছে দেখেই রিকোয়েস্টটা শুনেছি, তোমরা (পুরুষ) বললে ১০ লাখ দিতে হতো!’ 

এ সময় প্রতিষ্ঠানটির মালিকের উদ্দেশে জায়েদ খান বলেন, ‘যে ছেলে মাকে ভালোবাসে সে কখনো খারাপ করবে না। কারও জান্নাত খোঁজার দরকার নাই, হজে যাওয়ার দরকার নাই। মা-বাবাকে সেবা করলেই সে জান্নাত পাবে এবং হজে যাওয়ার সওয়াব পাবে। যদি আমার এমন কোনো ক্ষমতা থাকত, তাহলে সমস্ত বৃদ্ধাশ্রম আমি উঠিয়ে দিতাম। কেন যে বাবা-মা সন্তানকে জন্ম দিয়েছে, সে বৃদ্ধাশ্রমে থাকবে! আমি যা করছি, শুধুমাত্র বাবা-মায়ের দোয়ার কারণেই।’ 

পারলার বা খাবার দোকান উদ্বোধনে অতিথি হওয়ার ক্ষেত্রে নিজের অনীহার কথাও উল্লেখ করেন জায়েদ খান। তিনি বলেন, ‘আমি যখন পারলার, খাবার দোকান উদ্বোধনের কথা শুনি, তখন আমি মানা করি। কিন্তু মৌ আমাকে সোনা-ময়না-জানু বলে পিছে লেগে থেকেই নিয়ে আসছে। আমার মনে হয় যতবার সে তার স্বামীকে সোনা-ময়না না বলেছে, তার থেকে আমাকেই বেশি বলেছে!’ 

এ সময় তিনি খালি কণ্ঠে ‘বিড়ি খাইলে হয় ক্যানসার, সব প্রশ্নের লাগে না অ্যানসার’সহ দুটি গান গেয়ে আমন্ত্রিত অতিথিদের মাতিয়ে তোলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত