১২ তারের হুটেন্যানি অ্যাকুস্টিক গিটারটি ছিল বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য জন লেননের। এরপর হারিয়ে গিয়েছিল সেই গিটার। প্রায় ৫০ বছরের বেশি সময় পর যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে খুঁজে পাওয়া গিয়েছে বিটলসের ১৯৬৫ সালের স্টুডিও অ্যালবাম হেল্প-এ ব্যবহৃত অ্যাকুস্টিক গিটারটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার লেননের স্মৃতি বিজড়িত এই গিটার উঠতে যাচ্ছে নিলামে।
আগামী মে মাসে হতে যাচ্ছে এই নিলাম। নিলামকারীরা বলেছেন, লেননের গিটারটির মূল্য ৬ থেকে ৮ লাখ ডলার, এমনকি এই অর্থও ছাড়িয়ে যেতে পারে।
বাভারিয়ান ফার্ম ফ্রামুস ১৯৬০-এর দশকে তৈরি করেছিল ১২ তারের এই হুটেন্যানি অ্যাকুস্টিক গিটার। হেল্প অ্যালবামের টাইটেল ট্র্যাকসহ ‘ইউ হ্যাভ গট টু হাইড ইয়োর লাভ অ্যাওয়ে’, ‘অনলি লাভ অ্যান্ড আই হ্যাভ জাস্ট সিন আ ফেইস’ গানগুলোয় ব্যবহৃত হয়েছে গিটারটি।
আর সেই গিটারই প্রায় ৫০ বছরেরও বেশি সময় পড়ে ছিল যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে। সম্প্রতি বাড়িটির মালিকানা পরিবর্তনের পর খুঁজে পাওয়া গেছে এই গিটার।
যুক্তরাষ্ট্র ভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন্স অকশনের প্রতিষ্ঠাতারা গিটারটি যাচাই করতে যুক্তরাজ্যে গিয়ে গিটারটির আসল কেস খুঁজে পেয়েছেন। ম্যাটন অস্ট্রেলিয়ানের তৈরি গিটার কেসটি পড়ে ছিল আবর্জনায়।
জুলিয়েন্স অকশনের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মার্টিন নোলান রয়টার্সকে বলেন, মালিকেরা জানতেন যে তাদের কাছে গিটারটি ছিল। কিন্তু তারা ভেবেছিলেন যে, এটি হারিয়ে গেছে।
১৯৬০-এর দশকের পপ জুটি পিটার এবং গর্ডনের সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী গর্ডন ওয়ালারের কাছেই গিটারটি ছিল বলে মনে করা হতো। এ ব্যাপারে নতুন তথ্য দেন মার্টিন নোলান। তিনি বলেন, গর্ডনকে জন লেনন গিটারটি উপহার দিয়েছিলেন। এরপর গর্ডন তার ব্যবস্থাপককে এটি উপহার দেন এবং সেখানেই গিটারটি এত বছর ধরে ছিল।
গিটারটি আগামী ২৯ মে নিউইয়র্কের হার্ড রক ক্যাফেতে এবং নিলামকারীর ওয়েবসাইটে নিলামে তোলা হবে।
এ বছরের শুরুর দিকে বিটলসের আরেক জগদ্বিখ্যাত সদস্য পল ম্যাকার্টনির একটি চুরি হওয়া হফনার বেস গিটার পাওয়া যায়। প্রায় ৫১ বছর গিটারটি খোঁজার পর তা তুলে দেওয়া হয় ম্যাকার্টনির হাতে।
বিটলসের সদস্যদের বাদ্যযন্ত্রগুলো আগেও নিলামে উঠে হাঁকিয়েছে উচ্চ মূল্য। ২০১৫ সালে ১৯৬০-এর দশকে জন লেননের কাছ থেকে চুরি যাওয়া একটি গিটার ক্যালিফোর্নিয়ায় নিলামে ২৪ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
১২ তারের হুটেন্যানি অ্যাকুস্টিক গিটারটি ছিল বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য জন লেননের। এরপর হারিয়ে গিয়েছিল সেই গিটার। প্রায় ৫০ বছরের বেশি সময় পর যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে খুঁজে পাওয়া গিয়েছে বিটলসের ১৯৬৫ সালের স্টুডিও অ্যালবাম হেল্প-এ ব্যবহৃত অ্যাকুস্টিক গিটারটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার লেননের স্মৃতি বিজড়িত এই গিটার উঠতে যাচ্ছে নিলামে।
আগামী মে মাসে হতে যাচ্ছে এই নিলাম। নিলামকারীরা বলেছেন, লেননের গিটারটির মূল্য ৬ থেকে ৮ লাখ ডলার, এমনকি এই অর্থও ছাড়িয়ে যেতে পারে।
বাভারিয়ান ফার্ম ফ্রামুস ১৯৬০-এর দশকে তৈরি করেছিল ১২ তারের এই হুটেন্যানি অ্যাকুস্টিক গিটার। হেল্প অ্যালবামের টাইটেল ট্র্যাকসহ ‘ইউ হ্যাভ গট টু হাইড ইয়োর লাভ অ্যাওয়ে’, ‘অনলি লাভ অ্যান্ড আই হ্যাভ জাস্ট সিন আ ফেইস’ গানগুলোয় ব্যবহৃত হয়েছে গিটারটি।
আর সেই গিটারই প্রায় ৫০ বছরেরও বেশি সময় পড়ে ছিল যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে। সম্প্রতি বাড়িটির মালিকানা পরিবর্তনের পর খুঁজে পাওয়া গেছে এই গিটার।
যুক্তরাষ্ট্র ভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন্স অকশনের প্রতিষ্ঠাতারা গিটারটি যাচাই করতে যুক্তরাজ্যে গিয়ে গিটারটির আসল কেস খুঁজে পেয়েছেন। ম্যাটন অস্ট্রেলিয়ানের তৈরি গিটার কেসটি পড়ে ছিল আবর্জনায়।
জুলিয়েন্স অকশনের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মার্টিন নোলান রয়টার্সকে বলেন, মালিকেরা জানতেন যে তাদের কাছে গিটারটি ছিল। কিন্তু তারা ভেবেছিলেন যে, এটি হারিয়ে গেছে।
১৯৬০-এর দশকের পপ জুটি পিটার এবং গর্ডনের সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী গর্ডন ওয়ালারের কাছেই গিটারটি ছিল বলে মনে করা হতো। এ ব্যাপারে নতুন তথ্য দেন মার্টিন নোলান। তিনি বলেন, গর্ডনকে জন লেনন গিটারটি উপহার দিয়েছিলেন। এরপর গর্ডন তার ব্যবস্থাপককে এটি উপহার দেন এবং সেখানেই গিটারটি এত বছর ধরে ছিল।
গিটারটি আগামী ২৯ মে নিউইয়র্কের হার্ড রক ক্যাফেতে এবং নিলামকারীর ওয়েবসাইটে নিলামে তোলা হবে।
এ বছরের শুরুর দিকে বিটলসের আরেক জগদ্বিখ্যাত সদস্য পল ম্যাকার্টনির একটি চুরি হওয়া হফনার বেস গিটার পাওয়া যায়। প্রায় ৫১ বছর গিটারটি খোঁজার পর তা তুলে দেওয়া হয় ম্যাকার্টনির হাতে।
বিটলসের সদস্যদের বাদ্যযন্ত্রগুলো আগেও নিলামে উঠে হাঁকিয়েছে উচ্চ মূল্য। ২০১৫ সালে ১৯৬০-এর দশকে জন লেননের কাছ থেকে চুরি যাওয়া একটি গিটার ক্যালিফোর্নিয়ায় নিলামে ২৪ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
২ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে