ভৌতিক সিনেমা ভুলভুলাইয়া ২-তে সবার পিলে চমকে দিয়ে এবার প্রেমের গল্প নিয়ে ফিরছেন বলিউডের মিষ্টি জুটি কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। সিনেমার নাম ‘সত্যপ্রেম কি কথা’। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন সামির বিদ্বানস। মুক্তি পাবে ২৯ জুন। মিউজিক্যাল রোমান্টিক গল্পের ‘সত্যপ্রেম কি কথা’য় কার্তিক আছেন সত্যপ্রেম চরিত্রে, আর কিয়ারা অভিনয় করেছেন কথা চরিত্রে। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে ট্রেলার ও তিনটি গান। এবার সারপ্রাইজের পালা।
মুক্তির মাত্র কদিন আগে ‘সত্যপ্রেম কি কথা’য় নতুন চমক যোগ করছেন নির্মাতা সামির। জানা গেছে, কোক স্টুডিওর তুমুল আলোচিত গান ‘পাসুরি’ নতুনভাবে দেখা যাবে এ সিনেমায়। গতকাল টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমার জন্য পাসুরি গানটি নতুনভাবে তৈরি করা হয়েছে। আজ থেকে শুরু হবে গানের শুটিং। মুম্বাইয়ে দুই দিন গানটির শুটিংয়ে অংশ নেবেন কার্তিক-কিয়ারা।
পাসুরি কোক স্টুডিওর ১৪তম সিজনের গান। পাকিস্তানের দুই সংগীতশিল্পী আলি শেঠ ও শেই গিলের গাওয়া গানটি হয়ে উঠেছিল তখনকার ক্রেজ। শুধু পাকিস্তান নয়, ভারত, বাংলাদেশসহ সারা বিশ্বের সংগীতপ্রেমীদের নাড়া দিয়েছিল পাসুরি। উঠে এসেছিল গত বছরের গুগল সার্চে শীর্ষ অবস্থানে। এমনকি জনপ্রিয়তায় বিটিএসের বাটারসহ বিশ্ববিখ্যাত অনেক শিল্পীর গানকে পেছনে ফেলে দিয়েছিল পাসুরি। এ পর্যন্ত ইউটিউবে ৫৯৪ মিলিয়ন বার দেখা হয়েছে গানটি।
নির্মাতারা আশা করছেন, পাসুরির নতুন ভার্সন সিনেমাটির প্রচারণায় নতুন ম্যাজিক যোগ করবে। যেহেতু মিউজিক্যাল ফিল্ম, তাই গান এ সিনেমার প্রাণ। সেটার প্রমাণও পাওয়া গেছে প্রকাশিত তিনটি গানে। ‘নাসিব সে’, ‘গুজ্জু পাটাকা’ ও ‘সান সাজনি’ গানগুলো দর্শক-শ্রোতারা দারুণ পছন্দ করেছেন। পাসুরিসহ আরও দুটি গান আছে সিনেমায়। আরো অভিনয় করেছেন রাজপাল যাদব, গুজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, অনুরাধা পাটেল প্রমুখ।
ভৌতিক সিনেমা ভুলভুলাইয়া ২-তে সবার পিলে চমকে দিয়ে এবার প্রেমের গল্প নিয়ে ফিরছেন বলিউডের মিষ্টি জুটি কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। সিনেমার নাম ‘সত্যপ্রেম কি কথা’। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন সামির বিদ্বানস। মুক্তি পাবে ২৯ জুন। মিউজিক্যাল রোমান্টিক গল্পের ‘সত্যপ্রেম কি কথা’য় কার্তিক আছেন সত্যপ্রেম চরিত্রে, আর কিয়ারা অভিনয় করেছেন কথা চরিত্রে। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে ট্রেলার ও তিনটি গান। এবার সারপ্রাইজের পালা।
মুক্তির মাত্র কদিন আগে ‘সত্যপ্রেম কি কথা’য় নতুন চমক যোগ করছেন নির্মাতা সামির। জানা গেছে, কোক স্টুডিওর তুমুল আলোচিত গান ‘পাসুরি’ নতুনভাবে দেখা যাবে এ সিনেমায়। গতকাল টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমার জন্য পাসুরি গানটি নতুনভাবে তৈরি করা হয়েছে। আজ থেকে শুরু হবে গানের শুটিং। মুম্বাইয়ে দুই দিন গানটির শুটিংয়ে অংশ নেবেন কার্তিক-কিয়ারা।
পাসুরি কোক স্টুডিওর ১৪তম সিজনের গান। পাকিস্তানের দুই সংগীতশিল্পী আলি শেঠ ও শেই গিলের গাওয়া গানটি হয়ে উঠেছিল তখনকার ক্রেজ। শুধু পাকিস্তান নয়, ভারত, বাংলাদেশসহ সারা বিশ্বের সংগীতপ্রেমীদের নাড়া দিয়েছিল পাসুরি। উঠে এসেছিল গত বছরের গুগল সার্চে শীর্ষ অবস্থানে। এমনকি জনপ্রিয়তায় বিটিএসের বাটারসহ বিশ্ববিখ্যাত অনেক শিল্পীর গানকে পেছনে ফেলে দিয়েছিল পাসুরি। এ পর্যন্ত ইউটিউবে ৫৯৪ মিলিয়ন বার দেখা হয়েছে গানটি।
নির্মাতারা আশা করছেন, পাসুরির নতুন ভার্সন সিনেমাটির প্রচারণায় নতুন ম্যাজিক যোগ করবে। যেহেতু মিউজিক্যাল ফিল্ম, তাই গান এ সিনেমার প্রাণ। সেটার প্রমাণও পাওয়া গেছে প্রকাশিত তিনটি গানে। ‘নাসিব সে’, ‘গুজ্জু পাটাকা’ ও ‘সান সাজনি’ গানগুলো দর্শক-শ্রোতারা দারুণ পছন্দ করেছেন। পাসুরিসহ আরও দুটি গান আছে সিনেমায়। আরো অভিনয় করেছেন রাজপাল যাদব, গুজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, অনুরাধা পাটেল প্রমুখ।
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
৫ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
৫ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১৮ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১ দিন আগে