বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০১৭ সালে প্রয়াত হয়েছেন সুরকার ও সংগীতশিল্পী লাকী আখান্দ্। মৃত্যুর আগে বেশ কিছু গান সুর করে রেখে গেছেন তিনি। মৃত্যুর সাত বছর পার হয়ে গেলেও এখনো তাঁর সুর করা গান প্রকাশ পাচ্ছে। এবার লাকী আখান্দের সুরে নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। ‘ভবের নদী’ শিরোনামের গানটিতে বাপ্পার সঙ্গে গেয়েছেন সাঈদা শম্পা। গোলাম মোর্শেদের লেখা গানটির সংগীত আয়োজনও করেছেন বাপ্পা মজুমদার। গত বৃহস্পতিবার গান জানালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।
গোলাম মোর্শেদ বলেন, ‘লাকী ভাই গানটি অনেক আগেই সুর করে দিয়েছিলেন। বাপ্পা মজুমদারকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা করছিলাম। তখন বাপ্পাকে এই গানের কথা জানাই। গানটি শোনার পর বাপ্পার খুব পছন্দ হয়। এরপর গানটার মিউজিক করে। সুরের সঙ্গে দারুণ কম্পোজিশন করেছে বাপ্পা। এরপর বাপ্পার সঙ্গে যুক্ত হয় শম্পা। দুজনেই ভালো গেয়েছে। শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।’
বাপ্পা মজুমদার বলেন, ‘লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। খুব ভালো লাগছে তাঁর সুরে গানটির সংগীতায়োজন করতে পেরে। গীতিকার মোর্শেদ ভাইকে ধন্যবাদ গানটি আমাকে গাইতে দেওয়ায়।’
এদিকে বাপ্পা এখন ব্যস্ত ‘অনুভব’ নামের প্রজেক্ট নিয়ে। এতে গজল আঙ্গিকে তৈরি হচ্ছে ৮টি গান। সৈয়দ গালিব হাসানের লেখা গানগুলোর সুর ও সংগীত আয়োজন করবেন বাপ্পা মজুমদার। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে অনুভব অ্যালবামের দুটি গান। ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গানেই কণ্ঠ দিয়েছেন বাপ্পা। বাপ্পা ছাড়াও এই অ্যালবামের গানগুলোয় কণ্ঠ দেবেন সোমনুর মনির কোনাল, তানভীর আলম সজীব, ইউসুফ আহমেদ খান ও টিনা রাসেল।
২০১৭ সালে প্রয়াত হয়েছেন সুরকার ও সংগীতশিল্পী লাকী আখান্দ্। মৃত্যুর আগে বেশ কিছু গান সুর করে রেখে গেছেন তিনি। মৃত্যুর সাত বছর পার হয়ে গেলেও এখনো তাঁর সুর করা গান প্রকাশ পাচ্ছে। এবার লাকী আখান্দের সুরে নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। ‘ভবের নদী’ শিরোনামের গানটিতে বাপ্পার সঙ্গে গেয়েছেন সাঈদা শম্পা। গোলাম মোর্শেদের লেখা গানটির সংগীত আয়োজনও করেছেন বাপ্পা মজুমদার। গত বৃহস্পতিবার গান জানালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।
গোলাম মোর্শেদ বলেন, ‘লাকী ভাই গানটি অনেক আগেই সুর করে দিয়েছিলেন। বাপ্পা মজুমদারকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা করছিলাম। তখন বাপ্পাকে এই গানের কথা জানাই। গানটি শোনার পর বাপ্পার খুব পছন্দ হয়। এরপর গানটার মিউজিক করে। সুরের সঙ্গে দারুণ কম্পোজিশন করেছে বাপ্পা। এরপর বাপ্পার সঙ্গে যুক্ত হয় শম্পা। দুজনেই ভালো গেয়েছে। শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।’
বাপ্পা মজুমদার বলেন, ‘লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। খুব ভালো লাগছে তাঁর সুরে গানটির সংগীতায়োজন করতে পেরে। গীতিকার মোর্শেদ ভাইকে ধন্যবাদ গানটি আমাকে গাইতে দেওয়ায়।’
এদিকে বাপ্পা এখন ব্যস্ত ‘অনুভব’ নামের প্রজেক্ট নিয়ে। এতে গজল আঙ্গিকে তৈরি হচ্ছে ৮টি গান। সৈয়দ গালিব হাসানের লেখা গানগুলোর সুর ও সংগীত আয়োজন করবেন বাপ্পা মজুমদার। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে অনুভব অ্যালবামের দুটি গান। ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গানেই কণ্ঠ দিয়েছেন বাপ্পা। বাপ্পা ছাড়াও এই অ্যালবামের গানগুলোয় কণ্ঠ দেবেন সোমনুর মনির কোনাল, তানভীর আলম সজীব, ইউসুফ আহমেদ খান ও টিনা রাসেল।
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
২ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
৬ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
৮ ঘণ্টা আগে