বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০১৭ সালে প্রয়াত হয়েছেন সুরকার ও সংগীতশিল্পী লাকী আখান্দ্। মৃত্যুর আগে বেশ কিছু গান সুর করে রেখে গেছেন তিনি। মৃত্যুর সাত বছর পার হয়ে গেলেও এখনো তাঁর সুর করা গান প্রকাশ পাচ্ছে। এবার লাকী আখান্দের সুরে নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। ‘ভবের নদী’ শিরোনামের গানটিতে বাপ্পার সঙ্গে গেয়েছেন সাঈদা শম্পা। গোলাম মোর্শেদের লেখা গানটির সংগীত আয়োজনও করেছেন বাপ্পা মজুমদার। গত বৃহস্পতিবার গান জানালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।
গোলাম মোর্শেদ বলেন, ‘লাকী ভাই গানটি অনেক আগেই সুর করে দিয়েছিলেন। বাপ্পা মজুমদারকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা করছিলাম। তখন বাপ্পাকে এই গানের কথা জানাই। গানটি শোনার পর বাপ্পার খুব পছন্দ হয়। এরপর গানটার মিউজিক করে। সুরের সঙ্গে দারুণ কম্পোজিশন করেছে বাপ্পা। এরপর বাপ্পার সঙ্গে যুক্ত হয় শম্পা। দুজনেই ভালো গেয়েছে। শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।’
বাপ্পা মজুমদার বলেন, ‘লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। খুব ভালো লাগছে তাঁর সুরে গানটির সংগীতায়োজন করতে পেরে। গীতিকার মোর্শেদ ভাইকে ধন্যবাদ গানটি আমাকে গাইতে দেওয়ায়।’
এদিকে বাপ্পা এখন ব্যস্ত ‘অনুভব’ নামের প্রজেক্ট নিয়ে। এতে গজল আঙ্গিকে তৈরি হচ্ছে ৮টি গান। সৈয়দ গালিব হাসানের লেখা গানগুলোর সুর ও সংগীত আয়োজন করবেন বাপ্পা মজুমদার। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে অনুভব অ্যালবামের দুটি গান। ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গানেই কণ্ঠ দিয়েছেন বাপ্পা। বাপ্পা ছাড়াও এই অ্যালবামের গানগুলোয় কণ্ঠ দেবেন সোমনুর মনির কোনাল, তানভীর আলম সজীব, ইউসুফ আহমেদ খান ও টিনা রাসেল।
২০১৭ সালে প্রয়াত হয়েছেন সুরকার ও সংগীতশিল্পী লাকী আখান্দ্। মৃত্যুর আগে বেশ কিছু গান সুর করে রেখে গেছেন তিনি। মৃত্যুর সাত বছর পার হয়ে গেলেও এখনো তাঁর সুর করা গান প্রকাশ পাচ্ছে। এবার লাকী আখান্দের সুরে নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। ‘ভবের নদী’ শিরোনামের গানটিতে বাপ্পার সঙ্গে গেয়েছেন সাঈদা শম্পা। গোলাম মোর্শেদের লেখা গানটির সংগীত আয়োজনও করেছেন বাপ্পা মজুমদার। গত বৃহস্পতিবার গান জানালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।
গোলাম মোর্শেদ বলেন, ‘লাকী ভাই গানটি অনেক আগেই সুর করে দিয়েছিলেন। বাপ্পা মজুমদারকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা করছিলাম। তখন বাপ্পাকে এই গানের কথা জানাই। গানটি শোনার পর বাপ্পার খুব পছন্দ হয়। এরপর গানটার মিউজিক করে। সুরের সঙ্গে দারুণ কম্পোজিশন করেছে বাপ্পা। এরপর বাপ্পার সঙ্গে যুক্ত হয় শম্পা। দুজনেই ভালো গেয়েছে। শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।’
বাপ্পা মজুমদার বলেন, ‘লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। খুব ভালো লাগছে তাঁর সুরে গানটির সংগীতায়োজন করতে পেরে। গীতিকার মোর্শেদ ভাইকে ধন্যবাদ গানটি আমাকে গাইতে দেওয়ায়।’
এদিকে বাপ্পা এখন ব্যস্ত ‘অনুভব’ নামের প্রজেক্ট নিয়ে। এতে গজল আঙ্গিকে তৈরি হচ্ছে ৮টি গান। সৈয়দ গালিব হাসানের লেখা গানগুলোর সুর ও সংগীত আয়োজন করবেন বাপ্পা মজুমদার। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে অনুভব অ্যালবামের দুটি গান। ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গানেই কণ্ঠ দিয়েছেন বাপ্পা। বাপ্পা ছাড়াও এই অ্যালবামের গানগুলোয় কণ্ঠ দেবেন সোমনুর মনির কোনাল, তানভীর আলম সজীব, ইউসুফ আহমেদ খান ও টিনা রাসেল।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে