পুষ্পা ২ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে গুরুতর আহত শিশুটির অবস্থার অবনতি হয়েছে। আট বছরের শিশুটিকে নেওয়া হয়েছে ভেন্টিলেশনে। মিনিমাল অক্সিজেন ও প্রেশার সাপোর্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হায়দরাবাদে ‘পুষ্পা ২’ এর প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে দর্শকদের ভিড় ছিল উপচে পড়া। এ সময় ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই ভক্তদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী রেবতী এবং গুরুতর আহত হয় তাঁর ৯ বছরের ছেলে শ্রী তেজা।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মঙ্গলবার হাসপাতালে আহত শিশুটিকে দেখতে যান হায়দরাবাদ সিটির পুলিশ কমিশনার সি ভি আনন্দ। তাঁর সঙ্গে ছিলেন তেলিঙ্গানা সরকারের স্বাস্থ্যসচিব ডা. ক্রিস্টিনা।
কমিশনার জানান, শিশুটিকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকেরা। তবে তা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।
এ দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রী তেজা এখনো ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন। তার স্নায়বিক সমস্যার কোনো উন্নতি হয়নি। তবে জ্বর অনেকটাই কমেছে। বাকি প্যারামিটারও স্থিতিশীল।
ঘটনার জেরে গত গত শুক্রবার দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু গ্রেপ্তারির কয়েক ঘণ্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান অভিনেতা।
পরদিন শনিবার সকাল থেকে জেল থেকে ছাড়া পান তিনি। ছাড়া পাওয়ার পর বিষয়টি নিয়ে শোক প্রকাশ করেন আল্লু। তিনি জানান, শ্রী তেজার শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন। তবে আইনি জটিলতার কারণে তার সঙ্গে দেখা করতে যেতে পারছেন না। ৯ বছরের শিশুর দ্রুত আরোগ্য কামনা করেন দক্ষিণী সুপারস্টার।
পুষ্পা ২ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে গুরুতর আহত শিশুটির অবস্থার অবনতি হয়েছে। আট বছরের শিশুটিকে নেওয়া হয়েছে ভেন্টিলেশনে। মিনিমাল অক্সিজেন ও প্রেশার সাপোর্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হায়দরাবাদে ‘পুষ্পা ২’ এর প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে দর্শকদের ভিড় ছিল উপচে পড়া। এ সময় ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই ভক্তদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী রেবতী এবং গুরুতর আহত হয় তাঁর ৯ বছরের ছেলে শ্রী তেজা।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মঙ্গলবার হাসপাতালে আহত শিশুটিকে দেখতে যান হায়দরাবাদ সিটির পুলিশ কমিশনার সি ভি আনন্দ। তাঁর সঙ্গে ছিলেন তেলিঙ্গানা সরকারের স্বাস্থ্যসচিব ডা. ক্রিস্টিনা।
কমিশনার জানান, শিশুটিকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকেরা। তবে তা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।
এ দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রী তেজা এখনো ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন। তার স্নায়বিক সমস্যার কোনো উন্নতি হয়নি। তবে জ্বর অনেকটাই কমেছে। বাকি প্যারামিটারও স্থিতিশীল।
ঘটনার জেরে গত গত শুক্রবার দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু গ্রেপ্তারির কয়েক ঘণ্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান অভিনেতা।
পরদিন শনিবার সকাল থেকে জেল থেকে ছাড়া পান তিনি। ছাড়া পাওয়ার পর বিষয়টি নিয়ে শোক প্রকাশ করেন আল্লু। তিনি জানান, শ্রী তেজার শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন। তবে আইনি জটিলতার কারণে তার সঙ্গে দেখা করতে যেতে পারছেন না। ৯ বছরের শিশুর দ্রুত আরোগ্য কামনা করেন দক্ষিণী সুপারস্টার।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
৫ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
৫ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
৫ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
৫ ঘণ্টা আগে