দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে উন্মুখ ছিলেন বিনোদন জগতের বেশ কয়েকজন পরিচিত মুখ। তবে এর মধ্যে মনোনয়ন পেয়েছেন একমাত্র নায়ক ফেরদৌস আহমেদ। নায়িকা মাহিয়া মাহি এবারও পাননি। বাকিদের প্রাপ্তিও আলোচনায় থাকা পর্যন্ত!
প্রথমবারের মতো নির্বাচনের মাঠে নেমেছিলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। বরিশাল–৩ আসন থেকে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি। রুবেল বলেছিলেন, তিনি হাইব্রিড আওয়ামী লীগার না। ছাত্রলীগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর কেন্দ্রীয় প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতায় শামিল হয়ে আরও ভালো কিছু করতে চান।
এ ছাড়া কয়েক বছর ধরে রাজনীতির মাঠে সক্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বছর চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের উপনির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। সেবার মনোনয়ন না পেলেও এবার একই আসন থেকে প্রার্থী হওয়ার বাসনা ছিল। মনোনয়ন ফরমও কিনেছিলেন। কিন্তু এবারও হতাশ হলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা শিমলা। ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি।
সিমলাকে আগের মতো অভিনয়ে নিয়মিত দেখা যায় না। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘নিজ এলাকার মানুষের জন্য সময় দিচ্ছি। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।’ এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু পেলেন না।
ঢাকা–১৭ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন টিভি নাটকের অভিনেতা সিদ্দিকুর রহমান। সেবার মনোনয়ন পাননি। এবার ঢাকা ও টাঙ্গাইলের দুটি আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন। মানুষের সেবক হওয়ার প্রবল ইচ্ছা তাঁর। কিন্তু এবারও সুযোগ পেলেন না।
ফেনী–৩ থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন রোকেয়া প্রাচী ও শমী কায়সার। কারও ভাগ্যেই শিকে ছিঁড়েনি।
বাগেরহাট–৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন চিত্রনায়ক শাকিল খান। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কর্মী হিসেবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। মানুষের সেবায় নিজেকে আরও সম্পৃক্ত করতে চান। কিন্তু সে সুযোগ পেলেন না!
তবে প্রথমবারেই দান মেরেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। উপনির্বাচনে ঢাকা–১৭ আসনে নির্বাচন করতে চেয়েছিলেন, পাননি। এবারও একই আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন এবং পেয়েও গেলেন।
বিনোদন জগতের অন্যদের মধ্যে পুরোনো রাজনীতি অভিনেতা আসাদুজ্জামান নূর ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তাঁরা যথাক্রমে নীলফামারী–২ ও মানিকগঞ্জ–২ আসনের সংসদ সদস্য। এবারও তাঁরা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে উন্মুখ ছিলেন বিনোদন জগতের বেশ কয়েকজন পরিচিত মুখ। তবে এর মধ্যে মনোনয়ন পেয়েছেন একমাত্র নায়ক ফেরদৌস আহমেদ। নায়িকা মাহিয়া মাহি এবারও পাননি। বাকিদের প্রাপ্তিও আলোচনায় থাকা পর্যন্ত!
প্রথমবারের মতো নির্বাচনের মাঠে নেমেছিলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। বরিশাল–৩ আসন থেকে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি। রুবেল বলেছিলেন, তিনি হাইব্রিড আওয়ামী লীগার না। ছাত্রলীগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর কেন্দ্রীয় প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতায় শামিল হয়ে আরও ভালো কিছু করতে চান।
এ ছাড়া কয়েক বছর ধরে রাজনীতির মাঠে সক্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বছর চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের উপনির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। সেবার মনোনয়ন না পেলেও এবার একই আসন থেকে প্রার্থী হওয়ার বাসনা ছিল। মনোনয়ন ফরমও কিনেছিলেন। কিন্তু এবারও হতাশ হলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা শিমলা। ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি।
সিমলাকে আগের মতো অভিনয়ে নিয়মিত দেখা যায় না। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘নিজ এলাকার মানুষের জন্য সময় দিচ্ছি। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।’ এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু পেলেন না।
ঢাকা–১৭ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন টিভি নাটকের অভিনেতা সিদ্দিকুর রহমান। সেবার মনোনয়ন পাননি। এবার ঢাকা ও টাঙ্গাইলের দুটি আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন। মানুষের সেবক হওয়ার প্রবল ইচ্ছা তাঁর। কিন্তু এবারও সুযোগ পেলেন না।
ফেনী–৩ থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন রোকেয়া প্রাচী ও শমী কায়সার। কারও ভাগ্যেই শিকে ছিঁড়েনি।
বাগেরহাট–৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন চিত্রনায়ক শাকিল খান। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কর্মী হিসেবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। মানুষের সেবায় নিজেকে আরও সম্পৃক্ত করতে চান। কিন্তু সে সুযোগ পেলেন না!
তবে প্রথমবারেই দান মেরেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। উপনির্বাচনে ঢাকা–১৭ আসনে নির্বাচন করতে চেয়েছিলেন, পাননি। এবারও একই আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন এবং পেয়েও গেলেন।
বিনোদন জগতের অন্যদের মধ্যে পুরোনো রাজনীতি অভিনেতা আসাদুজ্জামান নূর ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তাঁরা যথাক্রমে নীলফামারী–২ ও মানিকগঞ্জ–২ আসনের সংসদ সদস্য। এবারও তাঁরা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন তানিয়া বৃষ্টি। ‘ঘাসফুল’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু তাঁর। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করলেও রুপালি পর্দায় নিয়মিত হতে পারেননি। থিতু হয়েছেন ছোট পর্দায়।
৬ ঘণ্টা আগেদেশে জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ধারাবাহিকের। সেই ধারাবাহিকতায় এবার আরটিভিতে শুরু হতে যাচ্ছে বাংলায় ডাবিং করা নতুন তুর্কি ধারাবাহিক। ১ আগস্ট শুক্রবার থেকে প্রচার শুরু হতে যাওয়া ধারাবাহিকটির নাম ‘মোস্তফা’।
৬ ঘণ্টা আগে২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির একটি পর্ব ধারণ করা হয়েছিল ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে; বিশাল মঞ্চ তৈরি করে। ১৬ বছর পর আবারও প্রচারে আসছে সেই পর্ব।
১৭ ঘণ্টা আগেপাঁচ বন্ধু মিলে ব্যাচেলর পার্টির আয়োজন করে একটি রিসোর্টে। গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, চারদিকের অবস্থা দেখে আঁতকে ওঠে সবাই।
১৮ ঘণ্টা আগে