প্রতিবারের মতো এবারও তৈরি হয়েছে বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকাসহ বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। গতবারের মতো এবারও আনন্দমেলায় গান শোনাবেন রুনা লায়লা। গত বছর তাঁর সঙ্গে গেয়েছিলেন আরও চার সংগীতশিল্পী। তবে এ বছর তিনি একাই গেয়েছেন। তাঁর কণ্ঠে শোনা যাবে ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ গানটি। ইমরান ও কনার কণ্ঠে থাকছে ডুয়েট গান। ফোক গান পরিবেশন করবেন সালমা, ঐশি ও গামছা পলাশ। এ ছাড়া কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও তাঁর দল।
জনপ্রিয় ৯টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী। আনন্দমেলা দিয়ে ১২ বছর পর বিটিভির কোনো অনুষ্ঠানে দেখা যাবে তিশাকে। ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার ‘বাহির বলে দূরে থাকুক’, ‘অস্তিত্ব’ সিনেমার ‘আমি বাংলার হিরো’ ও চট্টগ্রামের লোকগান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’—এই তিনটি গানের মেলোডিতে পারফর্ম করেছেন তিনি।
তিশা বলেন, ‘এর আগে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও, শিডিউল মেলাতে পারিনি বলে অংশ নিতে পারিনি। এবার সুযোগটা হলো। দীর্ঘ প্রায় ১২ বছর পর আনন্দমেলার মধ্য দিয়ে বিটিভির কোনো অনুষ্ঠানে পারফর্ম করা হলো। এই বিটিভি থেকেই আমার ক্যারিয়ার শুরু, এখানে আমার অনেক স্মৃতি, অনেক ভালো লাগা।’
এবার আনন্দমেলা উপস্থাপনা করবেন অভিনয়শিল্পী মামনুন ইমন ও মাসুমা রহমান নাবিলা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আনন্দমেলা উপস্থাপনা করবেন নাবিলা। সাত বছর আগে আব্দুন নূর সজলের সঙ্গে আনন্দমেলার মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে।
মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় আনন্দমেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায় বিটিভিতে।
প্রতিবারের মতো এবারও তৈরি হয়েছে বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকাসহ বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। গতবারের মতো এবারও আনন্দমেলায় গান শোনাবেন রুনা লায়লা। গত বছর তাঁর সঙ্গে গেয়েছিলেন আরও চার সংগীতশিল্পী। তবে এ বছর তিনি একাই গেয়েছেন। তাঁর কণ্ঠে শোনা যাবে ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ গানটি। ইমরান ও কনার কণ্ঠে থাকছে ডুয়েট গান। ফোক গান পরিবেশন করবেন সালমা, ঐশি ও গামছা পলাশ। এ ছাড়া কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও তাঁর দল।
জনপ্রিয় ৯টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী। আনন্দমেলা দিয়ে ১২ বছর পর বিটিভির কোনো অনুষ্ঠানে দেখা যাবে তিশাকে। ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার ‘বাহির বলে দূরে থাকুক’, ‘অস্তিত্ব’ সিনেমার ‘আমি বাংলার হিরো’ ও চট্টগ্রামের লোকগান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’—এই তিনটি গানের মেলোডিতে পারফর্ম করেছেন তিনি।
তিশা বলেন, ‘এর আগে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও, শিডিউল মেলাতে পারিনি বলে অংশ নিতে পারিনি। এবার সুযোগটা হলো। দীর্ঘ প্রায় ১২ বছর পর আনন্দমেলার মধ্য দিয়ে বিটিভির কোনো অনুষ্ঠানে পারফর্ম করা হলো। এই বিটিভি থেকেই আমার ক্যারিয়ার শুরু, এখানে আমার অনেক স্মৃতি, অনেক ভালো লাগা।’
এবার আনন্দমেলা উপস্থাপনা করবেন অভিনয়শিল্পী মামনুন ইমন ও মাসুমা রহমান নাবিলা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আনন্দমেলা উপস্থাপনা করবেন নাবিলা। সাত বছর আগে আব্দুন নূর সজলের সঙ্গে আনন্দমেলার মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে।
মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় আনন্দমেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায় বিটিভিতে।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
৬ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৯ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৯ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১৩ ঘণ্টা আগে