Ajker Patrika

ওটিটিতে আগন্তুক রেপার্টরির ‘একগুচ্ছ গল্প’

ওটিটিতে আগন্তুক রেপার্টরির ‘একগুচ্ছ গল্প’

আগন্তুক রেপার্টরির তৃতীয় প্রযোজনা ‘একগুচ্ছ গল্প’। গত বছরের শেষ দিকে মঞ্চে এসেছিল ছয় গল্পের এই নাট্যগুচ্ছ। এবার একগুচ্ছ গল্প দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

মুক্তি পাবে ৪ অক্টোবর। ‘স্বজাতি’, ‘ধূসর’, ‘লুকোচুরি’, ‘সময়’, ‘পরিচয়’ ও ‘নির্ভর’—এই ছয়টি গল্প নিয়ে তৈরি হয়েছে একগুচ্ছ গল্প। লিখেছেন তাহ্‌নীনা ইসলাম। নির্দেশনা দিয়েছেন তিনজন—আজাদ আবুল কালাম, ত্রপা মজুমদার ও পান্থ শাহরিয়ার।

অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, আজাদ আবুল কালাম, ত্রপা মজুমদার, পান্থ শাহরিয়ার, শতাব্দী ওয়াদুদ, অপি করিম, তাহ্‌নীনা ইসলাম, জাহাঙ্গীর আলম, তামান্না ইসলাম, আহমেদ গিয়াস, গুলশান আরা মুন্নী, পলাশ হেনড্রি সেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত