বিনোদন ডেস্ক
পরিচালক ও অভিনেতা—দুই পরিচয়েই সফল অনির্বাণ ভট্টাচার্য। হুলিগানিজম নামে একটি গানের দলও করেছেন। টালিউডের জনপ্রিয় এ অভিনেতা একপ্রকার আক্ষেপ করেই জানালেন, গত কয়েক মাসে তাঁর কাছে কোনো কাজের প্রস্তাব আসেনি। এমনকি হুলিগানিজম ব্যান্ডের নতুন মিউজিক ভিডিও করতে গিয়েও পড়েছেন বাধার মুখে।
অনির্বাণ মূলত কোণঠাসা হয়ে পড়েছেন টালিউডের টেকনিশিয়ান ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের কারণে। গত বছরের জুলাই থেকে চলছে দুই পক্ষের এই ইঁদুর-বিড়াল দৌড় খেলা। একবার ফেডারেশন কর্মবিরতির ডাক দিচ্ছে, আরেকবার পরিচালকেরা। সমস্যা সমাধানের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন পরিচালকেরা। শুরু থেকেই টেকনিশিয়ান ফেডারেশন বিরুদ্ধে সরব ছিলেন অনির্বাণ। সেটাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
গত সোমবার কলকাতার যোগেশ মাইম একাডেমিতে অনির্বাণের গানের দলের নতুন মিউজিক ভিডিওর শুটিংয়ের কথা ছিল। তবে শুটিংয়ের আগের দিন তাঁর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানায় টেকনিশিয়ানরা। সেই পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেন অনির্বাণ। সেখানে তিনি অভিযোগ করেন, তাঁকে কোণঠাসা করে রাখার চেষ্টা করা হচ্ছে।
অনির্বাণ বলেন, ‘মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য ১০-১২ দিন আগে থেকে টেকনিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করা শুরু করি। কিন্তু শুটিংয়ের আগের দিন কেউ কেউ জানান, তাঁরা আসতে পারবেন না। এলে তাঁদের সমস্যা হবে। অথচ তাঁরাই আমায় জানিয়েছিলেন, আমার সঙ্গে কাজ করতে তাঁদের কোনো অসুবিধা নেই। স্বাভাবিকভাবেই সব ডিপার্টমেন্ট থেকে অসহযোগিতা পাওয়ার পর বাধ্য হয়ে শুটিং বাতিল করতে হয়।’
ফেডারেশনের বিরুদ্ধে আদালতে মামলা করার পর থেকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বলে জানান অনির্বাণ। এ কারণে কয়েক মাস যাবৎ কাজের প্রস্তাব পাচ্ছেন না বলেও দাবি তাঁর। অনির্বাণ বলেন, ‘আমরা কোর্টে গিয়েছিলাম, সেই থেকে এই সব চলছে। রঘু ডাকাতে অভিনয়ের পর থেকে আমার হাতে আর কোনো অভিনয়ের কাজ নেই। সে ক্ষেত্রে এখন কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যদি দেখা যায়, আরও ৩ মাস বা ৬ মাস পরও কেউ আমাকে অভিনয়ের জন্য ডাকছেন না, তখন নিশ্চয়ই আমার মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে মনে হয় আমার ঘটি-বাটি-চটি সব হাওয়া করে দেওয়া হলো। মানে আমার অভিনয়ও বন্ধ হয়ে গেল।’
তবে কোনোভাবেই তাঁকে আটকানো যাবে না জানিয়ে অনির্বাণ বলেন, ‘আমরা অসহযোগিতার কারণে কাজ করতে পারছি না। ন্যায্য প্রশ্ন তুলেছি বলে আমাদের প্রতি এমন আচরণ করা হচ্ছে। কেউ না ডাকলেও অভিনয় তো আমি করবই। এটা করতে না ক্যামেরা লাগে, না অন্য কিছু লাগে। অভিনয় করতে শুধুই আমাকে লাগে, আর সামনে কিছু দর্শক। ফলে অভিনয় করা থেকে আমাকে আটকে রাখা যাবে না।’
পরিচালক ও অভিনেতা—দুই পরিচয়েই সফল অনির্বাণ ভট্টাচার্য। হুলিগানিজম নামে একটি গানের দলও করেছেন। টালিউডের জনপ্রিয় এ অভিনেতা একপ্রকার আক্ষেপ করেই জানালেন, গত কয়েক মাসে তাঁর কাছে কোনো কাজের প্রস্তাব আসেনি। এমনকি হুলিগানিজম ব্যান্ডের নতুন মিউজিক ভিডিও করতে গিয়েও পড়েছেন বাধার মুখে।
অনির্বাণ মূলত কোণঠাসা হয়ে পড়েছেন টালিউডের টেকনিশিয়ান ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের কারণে। গত বছরের জুলাই থেকে চলছে দুই পক্ষের এই ইঁদুর-বিড়াল দৌড় খেলা। একবার ফেডারেশন কর্মবিরতির ডাক দিচ্ছে, আরেকবার পরিচালকেরা। সমস্যা সমাধানের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন পরিচালকেরা। শুরু থেকেই টেকনিশিয়ান ফেডারেশন বিরুদ্ধে সরব ছিলেন অনির্বাণ। সেটাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
গত সোমবার কলকাতার যোগেশ মাইম একাডেমিতে অনির্বাণের গানের দলের নতুন মিউজিক ভিডিওর শুটিংয়ের কথা ছিল। তবে শুটিংয়ের আগের দিন তাঁর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানায় টেকনিশিয়ানরা। সেই পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেন অনির্বাণ। সেখানে তিনি অভিযোগ করেন, তাঁকে কোণঠাসা করে রাখার চেষ্টা করা হচ্ছে।
অনির্বাণ বলেন, ‘মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য ১০-১২ দিন আগে থেকে টেকনিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করা শুরু করি। কিন্তু শুটিংয়ের আগের দিন কেউ কেউ জানান, তাঁরা আসতে পারবেন না। এলে তাঁদের সমস্যা হবে। অথচ তাঁরাই আমায় জানিয়েছিলেন, আমার সঙ্গে কাজ করতে তাঁদের কোনো অসুবিধা নেই। স্বাভাবিকভাবেই সব ডিপার্টমেন্ট থেকে অসহযোগিতা পাওয়ার পর বাধ্য হয়ে শুটিং বাতিল করতে হয়।’
ফেডারেশনের বিরুদ্ধে আদালতে মামলা করার পর থেকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বলে জানান অনির্বাণ। এ কারণে কয়েক মাস যাবৎ কাজের প্রস্তাব পাচ্ছেন না বলেও দাবি তাঁর। অনির্বাণ বলেন, ‘আমরা কোর্টে গিয়েছিলাম, সেই থেকে এই সব চলছে। রঘু ডাকাতে অভিনয়ের পর থেকে আমার হাতে আর কোনো অভিনয়ের কাজ নেই। সে ক্ষেত্রে এখন কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যদি দেখা যায়, আরও ৩ মাস বা ৬ মাস পরও কেউ আমাকে অভিনয়ের জন্য ডাকছেন না, তখন নিশ্চয়ই আমার মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে মনে হয় আমার ঘটি-বাটি-চটি সব হাওয়া করে দেওয়া হলো। মানে আমার অভিনয়ও বন্ধ হয়ে গেল।’
তবে কোনোভাবেই তাঁকে আটকানো যাবে না জানিয়ে অনির্বাণ বলেন, ‘আমরা অসহযোগিতার কারণে কাজ করতে পারছি না। ন্যায্য প্রশ্ন তুলেছি বলে আমাদের প্রতি এমন আচরণ করা হচ্ছে। কেউ না ডাকলেও অভিনয় তো আমি করবই। এটা করতে না ক্যামেরা লাগে, না অন্য কিছু লাগে। অভিনয় করতে শুধুই আমাকে লাগে, আর সামনে কিছু দর্শক। ফলে অভিনয় করা থেকে আমাকে আটকে রাখা যাবে না।’
অন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও সোচ্চার ছিলেন তিনি। সে সময় আলোচিত হয়েছিল তাঁর ‘ভয় বাংলায়’ গানটি। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে
১ ঘণ্টা আগেবার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল
১ ঘণ্টা আগেক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘ওপেনহাইমার’ ২০২৩ সালে বক্স অফিসে নতুন ইতিহাস গড়ে। প্রায় এক বিলিয়ন ডলার ব্যবসা করে প্রেক্ষাগৃহে। ১৩টি বিভাগে মনোনীত হয়ে ৭টি বিভাগে জেতে অস্কার। ওপেনহাইমারের পর নতুন সিনেমা বানাচ্ছেন নোলান। এবার তিনি বেছে নিয়েছেন গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য।
১ ঘণ্টা আগেজনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
১০ ঘণ্টা আগে