নিজের প্রযোজনায় তৈরি চলচ্চিত্র ’৯৯ সংগস’-এর অডিও রিলিজ অনুষ্ঠানে মঞ্চে ছিলেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। উপস্থাপিকার মুখে হিন্দি শুনে তিনি প্রথমে আপত্তি জানালেন। তারপর নেমে গেলেন মঞ্চ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আর রহমানের এমন ভিডিও ছড়িয়ে পড়েছে।
এ কী তার রসবোধ! নাকি নিরব প্রতিবাদ তা নিশ্চিত করে বলা কঠিন। যদিও এই সংগীত প্রতিভা বিষয়টিকে স্রেফ ‘মজা’ বলছেন, ‘আমি শুধু মজা করার জন্যই এ কাজ করেছি’। কিন্তু অনেকেই এ ঘটনাটিকে দেখছেন অন্য দৃষ্টিভঙ্গি থেকে।
এ আর রহমানের ওই অনুষ্ঠানটি হচ্ছিল চেন্নাইয়ে। তামিলরা বরাবরই তাদের ওপর জোর করে হিন্দি চাপিয়ে দেয়ার বিরোধিতা করে এসেছেন। তামিলনাড়ুতে জন্ম নেয়া এ আর রহমান এ বিরোধিতায় কখনও সরব হননি প্রকাশ্যে। কিন্তু তিনি যেভাবে মজার ছলে হলেও হিন্দি শুনে মঞ্চ থেকে নেমে গেছেন, তা দেখে কেউ বলতেই পারেন, মনে মনে হলেও তিনি হয়তো হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধিতাই করেন।
‘৯৯ সংগস’ এ আর রহমানের লেখা এবং প্রযোজনায় তৈরি প্রথম চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন বিশ্বেশ কৃষ্ণমূর্তি। এ ছবি দিয়েই বড়পর্দায় অভিষেক হলো কাশ্মীরি অভিনেতা এহান ভাটের। মঞ্চে তাকে পরিচয় করিয়ে দেয়ার সময়ই হঠাৎ হিন্দিতে কথা বলতে শুরু করেন উপস্থাপিকা। তারপরই ‘হিন্দি?’ এমন প্রশ্ন তুলে হাসতে হাসতে মঞ্চ থেকে নেমে যান এ আর রহমান।
চলচ্চিত্র ’৯৯ সংগস’ মুক্তি পাবে আগামী ১৬ এপ্রিল। একইসঙ্গে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় আসছে ছবিটি।
মঞ্চ থেকে এ আর রহমানের নেমে যাওয়ার ভিডিও:
নিজের প্রযোজনায় তৈরি চলচ্চিত্র ’৯৯ সংগস’-এর অডিও রিলিজ অনুষ্ঠানে মঞ্চে ছিলেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। উপস্থাপিকার মুখে হিন্দি শুনে তিনি প্রথমে আপত্তি জানালেন। তারপর নেমে গেলেন মঞ্চ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আর রহমানের এমন ভিডিও ছড়িয়ে পড়েছে।
এ কী তার রসবোধ! নাকি নিরব প্রতিবাদ তা নিশ্চিত করে বলা কঠিন। যদিও এই সংগীত প্রতিভা বিষয়টিকে স্রেফ ‘মজা’ বলছেন, ‘আমি শুধু মজা করার জন্যই এ কাজ করেছি’। কিন্তু অনেকেই এ ঘটনাটিকে দেখছেন অন্য দৃষ্টিভঙ্গি থেকে।
এ আর রহমানের ওই অনুষ্ঠানটি হচ্ছিল চেন্নাইয়ে। তামিলরা বরাবরই তাদের ওপর জোর করে হিন্দি চাপিয়ে দেয়ার বিরোধিতা করে এসেছেন। তামিলনাড়ুতে জন্ম নেয়া এ আর রহমান এ বিরোধিতায় কখনও সরব হননি প্রকাশ্যে। কিন্তু তিনি যেভাবে মজার ছলে হলেও হিন্দি শুনে মঞ্চ থেকে নেমে গেছেন, তা দেখে কেউ বলতেই পারেন, মনে মনে হলেও তিনি হয়তো হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধিতাই করেন।
‘৯৯ সংগস’ এ আর রহমানের লেখা এবং প্রযোজনায় তৈরি প্রথম চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন বিশ্বেশ কৃষ্ণমূর্তি। এ ছবি দিয়েই বড়পর্দায় অভিষেক হলো কাশ্মীরি অভিনেতা এহান ভাটের। মঞ্চে তাকে পরিচয় করিয়ে দেয়ার সময়ই হঠাৎ হিন্দিতে কথা বলতে শুরু করেন উপস্থাপিকা। তারপরই ‘হিন্দি?’ এমন প্রশ্ন তুলে হাসতে হাসতে মঞ্চ থেকে নেমে যান এ আর রহমান।
চলচ্চিত্র ’৯৯ সংগস’ মুক্তি পাবে আগামী ১৬ এপ্রিল। একইসঙ্গে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় আসছে ছবিটি।
মঞ্চ থেকে এ আর রহমানের নেমে যাওয়ার ভিডিও:
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
১ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৬ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে