১৯৯৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘প্রেমের সমাধি’। মুক্তির ২৯ বছর পর আলোচনায় এ সিনেমার ‘চাচা হেনা কোথায়’ সংলাপটি। ছেলে-বুড়ো সবাই মেতেছেন এই ট্রেন্ডে। এমনকি ঈদের পোশাক, নাটক কিংবা গান—সব জায়গায় ছড়িয়ে পড়েছে হেনা। ইতিমধ্যে দৃশ্যটি রিক্রিয়েট করেছেন ভাইরাল দৃশ্যের অভিনেতা বাপ্পারাজ। এবার ঈদে হেনা চরিত্র নিয়ে বিস্তারিত কথা বলবেন এই চরিত্রের অভিনেত্রী শাবনাজ।
মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে অতিথি হয়ে আসছেন শাবনাজ। ইতিমধ্যে অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন তিনি। কথা বলেছেন ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয়ের পাশাপাশি হেনা প্রসঙ্গে।
শাবনাজ বলেন, ‘২৯ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে। এ প্রজন্মের দর্শকেরা আমাদের সিনেমা বা অভিনয় নিয়ে ইতিবাচক চর্চা করছেন, বেশ ভালো লাগছে। অনেকে তো এখন আমাকে হেনা আপা নামেই সম্বোধন করছেন। বিষয়টি মজার, একই সঙ্গে বিস্ময়কর। ভালো সিনেমার শক্তি তো এখানেই।’
১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় শাবনাজের। উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক সিনেমা। বিয়ের পর ধীরে ধীরে সরে যান অভিনয় থেকে। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘লাভ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে গ্লাস ভেঙে হাত কেটে গিয়েছিল শাবনাজের। সেই দাগ এখনো রয়েছে। একই বছর ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন শাবনাজ-নাঈম। অনুষ্ঠানে এসব প্রসঙ্গে কথা বলেছেন শাবনাজ।
আসন্ন ঈদুল ফিতরের দ্বিতীয় দিন সকাল ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে রাঙা সকালের এই বিশেষ পর্বটি।
১৯৯৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘প্রেমের সমাধি’। মুক্তির ২৯ বছর পর আলোচনায় এ সিনেমার ‘চাচা হেনা কোথায়’ সংলাপটি। ছেলে-বুড়ো সবাই মেতেছেন এই ট্রেন্ডে। এমনকি ঈদের পোশাক, নাটক কিংবা গান—সব জায়গায় ছড়িয়ে পড়েছে হেনা। ইতিমধ্যে দৃশ্যটি রিক্রিয়েট করেছেন ভাইরাল দৃশ্যের অভিনেতা বাপ্পারাজ। এবার ঈদে হেনা চরিত্র নিয়ে বিস্তারিত কথা বলবেন এই চরিত্রের অভিনেত্রী শাবনাজ।
মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে অতিথি হয়ে আসছেন শাবনাজ। ইতিমধ্যে অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন তিনি। কথা বলেছেন ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয়ের পাশাপাশি হেনা প্রসঙ্গে।
শাবনাজ বলেন, ‘২৯ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে। এ প্রজন্মের দর্শকেরা আমাদের সিনেমা বা অভিনয় নিয়ে ইতিবাচক চর্চা করছেন, বেশ ভালো লাগছে। অনেকে তো এখন আমাকে হেনা আপা নামেই সম্বোধন করছেন। বিষয়টি মজার, একই সঙ্গে বিস্ময়কর। ভালো সিনেমার শক্তি তো এখানেই।’
১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় শাবনাজের। উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক সিনেমা। বিয়ের পর ধীরে ধীরে সরে যান অভিনয় থেকে। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘লাভ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে গ্লাস ভেঙে হাত কেটে গিয়েছিল শাবনাজের। সেই দাগ এখনো রয়েছে। একই বছর ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন শাবনাজ-নাঈম। অনুষ্ঠানে এসব প্রসঙ্গে কথা বলেছেন শাবনাজ।
আসন্ন ঈদুল ফিতরের দ্বিতীয় দিন সকাল ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে রাঙা সকালের এই বিশেষ পর্বটি।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৮ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১২ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১৭ মিনিট আগে