একঝাঁক কিশোরের স্কুলজীবন, শৈশবের দুষ্টুমি ও বন্ধুত্বের গল্পে মাবরুর রশীদ বান্নাহ বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপাইন’। প্রচার হয়েছিল ইউটিউবে। অভিনয় করেছিলেন প্রত্যয় হিরন, মাখনুন সুলতানা মাহিমা, রাশেদ আমরান, বাপ্পী আশরাফ প্রমুখ। সেই একই টিম নিয়ে বান্নাহ এবার টিভি চ্যানেলের জন্য বানালেন ধারাবাহিক নাটক। নাম ‘ছাত্রাবাঁশ’। গত মঙ্গলবার থেকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে ধারাবাহিকটির।
ছাত্রাবাঁশ নাটকের গল্পে দেখা যাবে, প্রত্যয়কে তার বাবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পাঠিয়ে দেয়। এই ছাত্রাবাসে প্রথম আর দ্বিতীয় বর্ষের ছাত্রদের সঙ্গে রাখা হয় একজন করে তৃতীয় বর্ষের সিনিয়র। প্রত্যয়ের রুমে তার সঙ্গে আছে ব্যাচমেট রাশেদ এবং থার্ড ইয়ারের সিনিয়র ভাই রায়হান। জুনিয়রদের দিয়ে ডাইনিংয়ের খাবার আনানো থেকে শুরু করে নিজের সব কাজ করিয়ে নেয় রায়হান। এমনকি জুনিয়রদের পড়ার সময় গান বাজিয়ে বিরক্তও করে সে।
রায়হান একাই নয়, ছাত্রাবাসের সব সিনিয়রই ফ্রেশারদের জীবনটা অতিষ্ঠ করে তোলে নানা খবরদারিতে। ছাত্রাবাসের মান্নু স্যার এবং তাঁর সঙ্গী আশরাফ বিভিন্ন পন্থায় ছাত্রদের প্যাঁচে ফেলে টাকা খায়। এসব দেখে বিরক্ত হয়ে ওঠে নতুন ছাত্ররা। এমন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে না সহজে। ব্যতিক্রম কেবল একজন, প্রত্যয়। সব দেখেশুনে সে সিদ্ধান্ত নেয়, যে করেই হোক এই ছাত্রাবাসে নিজের রাজত্ব কায়েম করতে হবে তাকে। বন্ধুদের সঙ্গে নিয়ে সিনিয়রদের শায়েস্তা করতে নামে সে।
ছাত্রাবাঁশ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয় হিরন, আজাদ আবুল কালাম, মাখনুন সুলতানা মাহিমা, তানজিম হাসান অনিক, বাপ্পী আশরাফ, সারজিন ইসলাম জিম, রাশেদ আমরান, শামীম আহমেদ প্রমুখ। ধারাবাহিকটি প্রচারিত হবে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে।
একঝাঁক কিশোরের স্কুলজীবন, শৈশবের দুষ্টুমি ও বন্ধুত্বের গল্পে মাবরুর রশীদ বান্নাহ বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপাইন’। প্রচার হয়েছিল ইউটিউবে। অভিনয় করেছিলেন প্রত্যয় হিরন, মাখনুন সুলতানা মাহিমা, রাশেদ আমরান, বাপ্পী আশরাফ প্রমুখ। সেই একই টিম নিয়ে বান্নাহ এবার টিভি চ্যানেলের জন্য বানালেন ধারাবাহিক নাটক। নাম ‘ছাত্রাবাঁশ’। গত মঙ্গলবার থেকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে ধারাবাহিকটির।
ছাত্রাবাঁশ নাটকের গল্পে দেখা যাবে, প্রত্যয়কে তার বাবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পাঠিয়ে দেয়। এই ছাত্রাবাসে প্রথম আর দ্বিতীয় বর্ষের ছাত্রদের সঙ্গে রাখা হয় একজন করে তৃতীয় বর্ষের সিনিয়র। প্রত্যয়ের রুমে তার সঙ্গে আছে ব্যাচমেট রাশেদ এবং থার্ড ইয়ারের সিনিয়র ভাই রায়হান। জুনিয়রদের দিয়ে ডাইনিংয়ের খাবার আনানো থেকে শুরু করে নিজের সব কাজ করিয়ে নেয় রায়হান। এমনকি জুনিয়রদের পড়ার সময় গান বাজিয়ে বিরক্তও করে সে।
রায়হান একাই নয়, ছাত্রাবাসের সব সিনিয়রই ফ্রেশারদের জীবনটা অতিষ্ঠ করে তোলে নানা খবরদারিতে। ছাত্রাবাসের মান্নু স্যার এবং তাঁর সঙ্গী আশরাফ বিভিন্ন পন্থায় ছাত্রদের প্যাঁচে ফেলে টাকা খায়। এসব দেখে বিরক্ত হয়ে ওঠে নতুন ছাত্ররা। এমন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে না সহজে। ব্যতিক্রম কেবল একজন, প্রত্যয়। সব দেখেশুনে সে সিদ্ধান্ত নেয়, যে করেই হোক এই ছাত্রাবাসে নিজের রাজত্ব কায়েম করতে হবে তাকে। বন্ধুদের সঙ্গে নিয়ে সিনিয়রদের শায়েস্তা করতে নামে সে।
ছাত্রাবাঁশ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয় হিরন, আজাদ আবুল কালাম, মাখনুন সুলতানা মাহিমা, তানজিম হাসান অনিক, বাপ্পী আশরাফ, সারজিন ইসলাম জিম, রাশেদ আমরান, শামীম আহমেদ প্রমুখ। ধারাবাহিকটি প্রচারিত হবে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
২ ঘণ্টা আগে