Ajker Patrika

বিরতি শেষে সিনেমা দিয়ে ফিরছেন নমিরা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৮: ২৩
Thumbnail image

২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু তাশদিক নমিরা আহমেদের। এরপর একটানা আট বছর ব্যস্ত ছিলেন অভিনয় ও মডেলিং নিয়ে। বিয়ের পর অভিনয়ে বিরতি দেন। ২০১৯ সালে সর্বশেষ পর্দায় দেখা গেছে নমিরাকে। চার বছরের বিরতি পেরিয়ে সম্প্রতি আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। তবে নাটক নয়, নমিরার দ্বিতীয় ইনিংস শুরু হলো সিনেমা দিয়ে। বিপ্লব হায়দারের পরিচালনায় ‘আলী’ সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন হলো তাঁর। এটি নমিরার প্রথম সিনেমা।

নমিরা বলেন, ‘বিয়ে, সংসার আর সন্তানের কারণে বিরতি নিয়েছিলাম। মাঝে করোনা মহামারি এল। সবকিছু মিলিয়ে আর কাজ করা হয়নি। গত বছর থেকেই ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। সিনেমা দিয়ে ফিরব এমন কোনো পরিকল্পনা ছিল না। চাইছিলাম ভালো গল্প দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করব। হঠাৎ একদিন বিপ্লব হায়দার ফোন করে জানতে চাইল, কাজ করব কি না। পুরো গল্প শোনার পর না করতে পারিনি। সত্যি বলতে অভিনয়ে ফেরার জন্য এমন একটি গল্পই খুঁজছিলাম।’

আলী সিনেমাটি তৈরি হয়েছে এক বাক্প্রতিবন্ধী মানুষের গল্প নিয়ে। এতে নমিরা অভিনয় করেছেন মানবাধিকার নিয়ে কাজ করে এমন এক নারীর চরিত্রে। নমিরা নিজেও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অটিজম নিয়ে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন। সিনেমার গল্পেও এক বাক্প্রতিবন্ধীকে নিয়ে তাঁর লড়াই। তাই গল্পটি নমিরার কাছে বিশেষ।

নমিরা বলেন, ‘বিরতি কাটিয়ে ফেরার অপেক্ষায় ছিলাম। এখন যেহেতু অভিনয় শুরু করেছি, নিয়মিত হওয়ার ইচ্ছা আছে। এমন কাজের সঙ্গে যুক্ত হতে চাই, যেখানে অভিনয়সত্তা ফুটিয়ে তোলার সুযোগ থাকবে। সেটা যেকোনো মাধ্যমেই হতে পারে। বেশ কিছু প্রজেক্টের বিষয়ে কথা চলছে। ওটিটির কিছু কাজের প্রস্তাব এসেছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।’

আলী সিনেমায় নমিরার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। শিগগিরই সংবাদ সম্মেলন করে সিনেমার বিস্তারিত তুলে ধরা হবে। সে সময় জানানো হবে সিনেমার মুক্তির তারিখ। মুক্তির আগে প্রকাশ করা হবে ফার্স্ট লুক, টিজার ও ট্রেলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত