বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু তাশদিক নমিরা আহমেদের। এরপর একটানা আট বছর ব্যস্ত ছিলেন অভিনয় ও মডেলিং নিয়ে। বিয়ের পর অভিনয়ে বিরতি দেন। ২০১৯ সালে সর্বশেষ পর্দায় দেখা গেছে নমিরাকে। চার বছরের বিরতি পেরিয়ে সম্প্রতি আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। তবে নাটক নয়, নমিরার দ্বিতীয় ইনিংস শুরু হলো সিনেমা দিয়ে। বিপ্লব হায়দারের পরিচালনায় ‘আলী’ সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন হলো তাঁর। এটি নমিরার প্রথম সিনেমা।
নমিরা বলেন, ‘বিয়ে, সংসার আর সন্তানের কারণে বিরতি নিয়েছিলাম। মাঝে করোনা মহামারি এল। সবকিছু মিলিয়ে আর কাজ করা হয়নি। গত বছর থেকেই ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। সিনেমা দিয়ে ফিরব এমন কোনো পরিকল্পনা ছিল না। চাইছিলাম ভালো গল্প দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করব। হঠাৎ একদিন বিপ্লব হায়দার ফোন করে জানতে চাইল, কাজ করব কি না। পুরো গল্প শোনার পর না করতে পারিনি। সত্যি বলতে অভিনয়ে ফেরার জন্য এমন একটি গল্পই খুঁজছিলাম।’
আলী সিনেমাটি তৈরি হয়েছে এক বাক্প্রতিবন্ধী মানুষের গল্প নিয়ে। এতে নমিরা অভিনয় করেছেন মানবাধিকার নিয়ে কাজ করে এমন এক নারীর চরিত্রে। নমিরা নিজেও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অটিজম নিয়ে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন। সিনেমার গল্পেও এক বাক্প্রতিবন্ধীকে নিয়ে তাঁর লড়াই। তাই গল্পটি নমিরার কাছে বিশেষ।
নমিরা বলেন, ‘বিরতি কাটিয়ে ফেরার অপেক্ষায় ছিলাম। এখন যেহেতু অভিনয় শুরু করেছি, নিয়মিত হওয়ার ইচ্ছা আছে। এমন কাজের সঙ্গে যুক্ত হতে চাই, যেখানে অভিনয়সত্তা ফুটিয়ে তোলার সুযোগ থাকবে। সেটা যেকোনো মাধ্যমেই হতে পারে। বেশ কিছু প্রজেক্টের বিষয়ে কথা চলছে। ওটিটির কিছু কাজের প্রস্তাব এসেছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।’
আলী সিনেমায় নমিরার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। শিগগিরই সংবাদ সম্মেলন করে সিনেমার বিস্তারিত তুলে ধরা হবে। সে সময় জানানো হবে সিনেমার মুক্তির তারিখ। মুক্তির আগে প্রকাশ করা হবে ফার্স্ট লুক, টিজার ও ট্রেলার।
২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু তাশদিক নমিরা আহমেদের। এরপর একটানা আট বছর ব্যস্ত ছিলেন অভিনয় ও মডেলিং নিয়ে। বিয়ের পর অভিনয়ে বিরতি দেন। ২০১৯ সালে সর্বশেষ পর্দায় দেখা গেছে নমিরাকে। চার বছরের বিরতি পেরিয়ে সম্প্রতি আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। তবে নাটক নয়, নমিরার দ্বিতীয় ইনিংস শুরু হলো সিনেমা দিয়ে। বিপ্লব হায়দারের পরিচালনায় ‘আলী’ সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন হলো তাঁর। এটি নমিরার প্রথম সিনেমা।
নমিরা বলেন, ‘বিয়ে, সংসার আর সন্তানের কারণে বিরতি নিয়েছিলাম। মাঝে করোনা মহামারি এল। সবকিছু মিলিয়ে আর কাজ করা হয়নি। গত বছর থেকেই ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। সিনেমা দিয়ে ফিরব এমন কোনো পরিকল্পনা ছিল না। চাইছিলাম ভালো গল্প দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করব। হঠাৎ একদিন বিপ্লব হায়দার ফোন করে জানতে চাইল, কাজ করব কি না। পুরো গল্প শোনার পর না করতে পারিনি। সত্যি বলতে অভিনয়ে ফেরার জন্য এমন একটি গল্পই খুঁজছিলাম।’
আলী সিনেমাটি তৈরি হয়েছে এক বাক্প্রতিবন্ধী মানুষের গল্প নিয়ে। এতে নমিরা অভিনয় করেছেন মানবাধিকার নিয়ে কাজ করে এমন এক নারীর চরিত্রে। নমিরা নিজেও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অটিজম নিয়ে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন। সিনেমার গল্পেও এক বাক্প্রতিবন্ধীকে নিয়ে তাঁর লড়াই। তাই গল্পটি নমিরার কাছে বিশেষ।
নমিরা বলেন, ‘বিরতি কাটিয়ে ফেরার অপেক্ষায় ছিলাম। এখন যেহেতু অভিনয় শুরু করেছি, নিয়মিত হওয়ার ইচ্ছা আছে। এমন কাজের সঙ্গে যুক্ত হতে চাই, যেখানে অভিনয়সত্তা ফুটিয়ে তোলার সুযোগ থাকবে। সেটা যেকোনো মাধ্যমেই হতে পারে। বেশ কিছু প্রজেক্টের বিষয়ে কথা চলছে। ওটিটির কিছু কাজের প্রস্তাব এসেছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।’
আলী সিনেমায় নমিরার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। শিগগিরই সংবাদ সম্মেলন করে সিনেমার বিস্তারিত তুলে ধরা হবে। সে সময় জানানো হবে সিনেমার মুক্তির তারিখ। মুক্তির আগে প্রকাশ করা হবে ফার্স্ট লুক, টিজার ও ট্রেলার।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৩ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৬ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৭ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৭ ঘণ্টা আগে