২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু তাশদিক নমিরা আহমেদের। এরপর একটানা আট বছর ব্যস্ত ছিলেন অভিনয় ও মডেলিং নিয়ে। বিয়ের পর অভিনয়ে বিরতি দেন। ২০১৯ সালে সর্বশেষ পর্দায় দেখা গেছে নমিরাকে। চার বছরের বিরতি পেরিয়ে সম্প্রতি আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। তবে নাটক নয়, নমিরার দ্বিতীয় ইনিংস শুরু হলো সিনেমা দিয়ে। বিপ্লব হায়দারের পরিচালনায় ‘আলী’ সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন হলো তাঁর। এটি নমিরার প্রথম সিনেমা।
নমিরা বলেন, ‘বিয়ে, সংসার আর সন্তানের কারণে বিরতি নিয়েছিলাম। মাঝে করোনা মহামারি এল। সবকিছু মিলিয়ে আর কাজ করা হয়নি। গত বছর থেকেই ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। সিনেমা দিয়ে ফিরব এমন কোনো পরিকল্পনা ছিল না। চাইছিলাম ভালো গল্প দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করব। হঠাৎ একদিন বিপ্লব হায়দার ফোন করে জানতে চাইল, কাজ করব কি না। পুরো গল্প শোনার পর না করতে পারিনি। সত্যি বলতে অভিনয়ে ফেরার জন্য এমন একটি গল্পই খুঁজছিলাম।’
আলী সিনেমাটি তৈরি হয়েছে এক বাক্প্রতিবন্ধী মানুষের গল্প নিয়ে। এতে নমিরা অভিনয় করেছেন মানবাধিকার নিয়ে কাজ করে এমন এক নারীর চরিত্রে। নমিরা নিজেও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অটিজম নিয়ে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন। সিনেমার গল্পেও এক বাক্প্রতিবন্ধীকে নিয়ে তাঁর লড়াই। তাই গল্পটি নমিরার কাছে বিশেষ।
নমিরা বলেন, ‘বিরতি কাটিয়ে ফেরার অপেক্ষায় ছিলাম। এখন যেহেতু অভিনয় শুরু করেছি, নিয়মিত হওয়ার ইচ্ছা আছে। এমন কাজের সঙ্গে যুক্ত হতে চাই, যেখানে অভিনয়সত্তা ফুটিয়ে তোলার সুযোগ থাকবে। সেটা যেকোনো মাধ্যমেই হতে পারে। বেশ কিছু প্রজেক্টের বিষয়ে কথা চলছে। ওটিটির কিছু কাজের প্রস্তাব এসেছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।’
আলী সিনেমায় নমিরার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। শিগগিরই সংবাদ সম্মেলন করে সিনেমার বিস্তারিত তুলে ধরা হবে। সে সময় জানানো হবে সিনেমার মুক্তির তারিখ। মুক্তির আগে প্রকাশ করা হবে ফার্স্ট লুক, টিজার ও ট্রেলার।
২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু তাশদিক নমিরা আহমেদের। এরপর একটানা আট বছর ব্যস্ত ছিলেন অভিনয় ও মডেলিং নিয়ে। বিয়ের পর অভিনয়ে বিরতি দেন। ২০১৯ সালে সর্বশেষ পর্দায় দেখা গেছে নমিরাকে। চার বছরের বিরতি পেরিয়ে সম্প্রতি আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। তবে নাটক নয়, নমিরার দ্বিতীয় ইনিংস শুরু হলো সিনেমা দিয়ে। বিপ্লব হায়দারের পরিচালনায় ‘আলী’ সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন হলো তাঁর। এটি নমিরার প্রথম সিনেমা।
নমিরা বলেন, ‘বিয়ে, সংসার আর সন্তানের কারণে বিরতি নিয়েছিলাম। মাঝে করোনা মহামারি এল। সবকিছু মিলিয়ে আর কাজ করা হয়নি। গত বছর থেকেই ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। সিনেমা দিয়ে ফিরব এমন কোনো পরিকল্পনা ছিল না। চাইছিলাম ভালো গল্প দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করব। হঠাৎ একদিন বিপ্লব হায়দার ফোন করে জানতে চাইল, কাজ করব কি না। পুরো গল্প শোনার পর না করতে পারিনি। সত্যি বলতে অভিনয়ে ফেরার জন্য এমন একটি গল্পই খুঁজছিলাম।’
আলী সিনেমাটি তৈরি হয়েছে এক বাক্প্রতিবন্ধী মানুষের গল্প নিয়ে। এতে নমিরা অভিনয় করেছেন মানবাধিকার নিয়ে কাজ করে এমন এক নারীর চরিত্রে। নমিরা নিজেও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অটিজম নিয়ে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন। সিনেমার গল্পেও এক বাক্প্রতিবন্ধীকে নিয়ে তাঁর লড়াই। তাই গল্পটি নমিরার কাছে বিশেষ।
নমিরা বলেন, ‘বিরতি কাটিয়ে ফেরার অপেক্ষায় ছিলাম। এখন যেহেতু অভিনয় শুরু করেছি, নিয়মিত হওয়ার ইচ্ছা আছে। এমন কাজের সঙ্গে যুক্ত হতে চাই, যেখানে অভিনয়সত্তা ফুটিয়ে তোলার সুযোগ থাকবে। সেটা যেকোনো মাধ্যমেই হতে পারে। বেশ কিছু প্রজেক্টের বিষয়ে কথা চলছে। ওটিটির কিছু কাজের প্রস্তাব এসেছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।’
আলী সিনেমায় নমিরার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। শিগগিরই সংবাদ সম্মেলন করে সিনেমার বিস্তারিত তুলে ধরা হবে। সে সময় জানানো হবে সিনেমার মুক্তির তারিখ। মুক্তির আগে প্রকাশ করা হবে ফার্স্ট লুক, টিজার ও ট্রেলার।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৭ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৭ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
১৮ ঘণ্টা আগে