Ajker Patrika

৭১তম মিস ওয়ার্ল্ডের খেতাব জয় চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভার

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৯: ৩০
৭১তম মিস ওয়ার্ল্ডের খেতাব জয় চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভার

৭১তম মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করলেন ২৫ বছর বয়সী চেক রিপাবলিকের সুন্দরী ক্রিস্টিনা পিসকোভা। ১১৫টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বিশ্বের অন্যতম সম্মানজনক প্রতিযোগিতার খেতাব জেতেন তিনি।

এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অনুষ্ঠানের আসর বসেছিল ভারতে। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা নাগাদ শুরু হয় গ্র‍্যান্ড ফিনালে। সেখানে গতবারের বিজয়ী ক্যারোলিনা বিয়েলস্কো এবারের বিজয়ী ক্রিস্টিনা পিসকোভাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

এবার ২৮ বছর পর আবার ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠান সনি লিভে সম্প্রচারিত হয়েছে, যা ১৪০টির বেশি দেশে দর্শক সরাসরি দেখেছেন।

চেক রিপাবলিকের সুন্দরী ক্রিস্টিনা পিসকোভাজিও কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্টে সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং ও বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। এ ছাড়া এই দিনের অনুষ্ঠানে পারফরম্যান্স করেন শান, নেহা কক্কর, টনি কক্করের মতো শিল্পীরা।

চেক রিপাবলিকের সুন্দরী ক্রিস্টিনা পিসকোভাপ্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন মিস ইন্ডিয়া বিজয়ী সিনি শেট্টি। কিন্তু অষ্টম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় এ সুন্দরীকে। এই আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন শাম্মী ইসলাম নীলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত