কয়েক বছর আগেও প্রায় প্রতিদিন শুটিং ফ্লোরে ব্যস্ত সময় কাটিয়েছেন মাহিয়া মাহি। তাঁকে ভরসা করেই সিনেমা বানিয়েছেন নির্মাতারা। গত বছর ওমরাহ করার পর সিনেমা থেকে ক্রমেই সরে যাচ্ছেন মাহি। চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ ওয়েব সিনেমার শুটিংয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত করেননি। শুধু ‘বুবুজান’ সিনেমার কয়েকটি দৃশ্যের শুটিং করেছিলেন গত বছরের শেষ দিকে। বদিউল আলম খোকনের একটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি থেকে। সেই সিনেমারও কোনো খোঁজ নেই।
সংসার নিয়ে এখন পুরোদস্তুর ব্যস্ত মাহি। গাজীপুরে ‘ফারিশতা’ নামে একটি রেস্টুরেন্ট খুলেছেন। মাঝখানে কয়েকটি অনুষ্ঠানে দেখা গেলেও চলচ্চিত্র নিয়ে খুব একটা আলোচনায় জড়াননি তিনি। নতুন সিনেমার খবর জানতে চাইলে বলেন, ‘চূড়ান্ত হলেই জানাব।’
এখন থেকে বছরে একটা বা দুইটা সিনেমা করব। একটা সিনেমা চূড়ান্ত হয়েছে। আগামী মাস থেকে শুটিং। তখন ঘটা করে জানাব। মাহিয়া মাহি অভিনেত্রী
মাহিকে আবার পাওয়া গেল শুটিং ফ্লোরে। দুই দিন আগে এফডিসিতে শামীম আহমেদ রনীর ‘বুবুজান’ সিনেমার শেষ লটের শুটিং করেছেন। সহকারী পরিচালক পুজন মজুমদার বলেন, ‘সম্পাদনার পরে মনে হয়েছিল, কয়েকটি দৃশ্য আরেকটু ভালো করা যেত, সেই দৃশ্যগুলোর শুটিং হয়েছে। মাহির সঙ্গে শুটিংয়ে ছিলেন শান্ত খান।’ সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এ বছরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনী।
নতুন সিনেমার খবর জানতে চাইলে মাহি বলেন, ‘এখন থেকে বছরে একটা বা দুইটা সিনেমা করব। একটা সিনেমা চূড়ান্ত হয়েছে। আগামী মাস থেকে শুটিং। তখন ঘটা করে জানাব।’ ব্যক্তিগত জীবনের কথা জানতে চাইলে মাহি বলেন, ‘আমি আর রাকিব ভালো আছি। দুজন দুজনকে অনেক ভালোবাসি।’
কয়েক বছর আগেও প্রায় প্রতিদিন শুটিং ফ্লোরে ব্যস্ত সময় কাটিয়েছেন মাহিয়া মাহি। তাঁকে ভরসা করেই সিনেমা বানিয়েছেন নির্মাতারা। গত বছর ওমরাহ করার পর সিনেমা থেকে ক্রমেই সরে যাচ্ছেন মাহি। চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ ওয়েব সিনেমার শুটিংয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত করেননি। শুধু ‘বুবুজান’ সিনেমার কয়েকটি দৃশ্যের শুটিং করেছিলেন গত বছরের শেষ দিকে। বদিউল আলম খোকনের একটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি থেকে। সেই সিনেমারও কোনো খোঁজ নেই।
সংসার নিয়ে এখন পুরোদস্তুর ব্যস্ত মাহি। গাজীপুরে ‘ফারিশতা’ নামে একটি রেস্টুরেন্ট খুলেছেন। মাঝখানে কয়েকটি অনুষ্ঠানে দেখা গেলেও চলচ্চিত্র নিয়ে খুব একটা আলোচনায় জড়াননি তিনি। নতুন সিনেমার খবর জানতে চাইলে বলেন, ‘চূড়ান্ত হলেই জানাব।’
এখন থেকে বছরে একটা বা দুইটা সিনেমা করব। একটা সিনেমা চূড়ান্ত হয়েছে। আগামী মাস থেকে শুটিং। তখন ঘটা করে জানাব। মাহিয়া মাহি অভিনেত্রী
মাহিকে আবার পাওয়া গেল শুটিং ফ্লোরে। দুই দিন আগে এফডিসিতে শামীম আহমেদ রনীর ‘বুবুজান’ সিনেমার শেষ লটের শুটিং করেছেন। সহকারী পরিচালক পুজন মজুমদার বলেন, ‘সম্পাদনার পরে মনে হয়েছিল, কয়েকটি দৃশ্য আরেকটু ভালো করা যেত, সেই দৃশ্যগুলোর শুটিং হয়েছে। মাহির সঙ্গে শুটিংয়ে ছিলেন শান্ত খান।’ সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এ বছরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনী।
নতুন সিনেমার খবর জানতে চাইলে মাহি বলেন, ‘এখন থেকে বছরে একটা বা দুইটা সিনেমা করব। একটা সিনেমা চূড়ান্ত হয়েছে। আগামী মাস থেকে শুটিং। তখন ঘটা করে জানাব।’ ব্যক্তিগত জীবনের কথা জানতে চাইলে মাহি বলেন, ‘আমি আর রাকিব ভালো আছি। দুজন দুজনকে অনেক ভালোবাসি।’
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
৫ মিনিট আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৪ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৮ ঘণ্টা আগে