Ajker Patrika

৩০ ব্যান্ড নিয়ে নতুন যাত্রায় সিএমবিএ

বিনোদন প্রতিবেদক
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ২০: ৩৫
৩০ ব্যান্ড নিয়ে নতুন যাত্রায় সিএমবিএ

নতুন ৩০টি ব্যান্ডকে অন্তর্ভুক্ত করল চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবিএ)। নতুন এই ৩০ ব্যান্ডের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম উপলক্ষে সোমবার চট্টগ্রামের সিআরবি শিরীষ তলায় একটি অনুষ্ঠান ও ইফতার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন স্থানীয় ব্যান্ডের শিল্পীরা। উপস্থিত ছিলেন চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের পুরোধা ব্যক্তিত্ব জেকব ডায়েস। আরও উপস্থিত ছিলেন সিএমবিএ’র সভাপতি সমর বড়ুয়া, সাধারণ সম্পাদক রায়হান আল হাসান (ফিডব্যাক), সাংগঠনিক সম্পাদক শাহাদাত শাহেদ ও কার্যকরী সদস্যরা।

সিএমবিএ জানায়, প্রায় পাঁচ বছর পর সংগঠনে নতুন করে ব্যান্ড অন্তর্ভুক্তি ঘটল। সম্প্রতি অনুষ্ঠিত জয়বাংলা কনসার্টে চট্টগ্রামের ১৪টি ব্যান্ড তাদের মৌলিক গান নিয়ে অংশ নেয়। এই ঘটনা চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছে সিএমবিএ।

অনুষ্ঠানে নিজেদের ভাবনার কথা তুলে ধরেন সিএমবিএ’র নেতৃস্থানীয় ব্যক্তিরাওই কনসার্টের সফলতায় উজ্জীবিত হয়ে সিএমবিএ-কে নতুন করে সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৬০টি ব্যান্ড থেকে বাছাই করে ৩০টি ব্যান্ড নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করল সংগঠনটি। ব্যান্ড মিউজিকের আঁতুড়ঘরখ্যাত চট্টগ্রামে ব্যান্ড মিউজিককে গতিশীল ও মানসম্পন্ন করে গড়ে তুলতে এবং এর প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় সিএমবিএ।

সভায় সিএমবিএ-এর কার্যপ্রণালি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংগঠনকে আরও শক্তিশালী ও প্রাণচঞ্চল করে তোলার জন্য সিএমবিএ’র নেতৃস্থানীয় ব্যক্তিরা তাঁদের ভাবনাচিন্তা তুলে ধরেন।

যেসব ব্যান্ড সিএমবিএ’র রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে সেগুলো হলো স্টোন, সফট টাচ, খুঁটি, ব্যান্ড নং ১৬/৭১, ইতিহাস, ওয়ার্নিং, দ্য লাস্ট মার্ক, লাইনার্স, দ্য ভাইব্রেশান, রক এন ট্রেন, জলরং, আর্তনাদ, ওয়ারিয়র্স, ভায়োলেন্ট মেশিন, অন্তহীন, নেক্সাস, প্রিজম, ওয়াইএসবি, রক-নট, রং পেনসিল, ছুটি, উষ্ণতা, মেলোডি অব সিক্স স্ট্রিংস, অফ টাচ, বনসাই, বেলিকোজ, দ্য ইমশন, ফানুশ, বন্দর ও অ্যামেচার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত