Ajker Patrika

শাহরুখ খানের জন্মদিনে দিনব্যাপী আয়োজন

শাহরুখ খানের জন্মদিনে দিনব্যাপী আয়োজন

বলিউড বাদশাহ বলে কথা। তাঁর জন্মদিনের আয়োজনটা যে ঘটা করে হবে, সেটাই স্বাভাবিক। তবে এ বছরটা শাহরুখের জন্য বিশেষ এক বছর। তাই দিনব্যাপী আয়োজনে থাকছে চমকের পর চমক। আজ ৫৭ পেরিয়ে ৫৮তে পা দিলেন শাহরুখ খান। করোনা মহামারির কারণে গত কয়েকটি বছর নিজের জন্মদিনে তেমন আয়োজন করেননি। সিনেমায়ও ছিলেন অনেকটা পিছিয়ে। এ বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে দর্শকদের তাক লাগিয়েছেন তিনি। সব মিলিয়ে তাই এবারের জন্মদিনটা আর পাঁচটা জন্মদিনের থেকে যে একটু স্পেশাল হবে, বলাই বাহুল্য। 

মান্নাতে ভক্তদের সঙ্গে
প্রতি জন্মদিনেই শাহরুখ খানের বাড়ির সামনে প্রিয় অভিনেতাকে দেখতে ভক্তদের জনসমুদ্র দেখা যায়। বরাবরের মতো এবারও মান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের ভালোবাসা গ্রহণ করবেন শাহরুখ।

‘ডানকি’র টিজার
জন্মদিনের বড় চমক হিসেবে থাকছে ‘ডানকি’ সিনেমার টিজার। দিনের প্রথম ভাগেই প্রকাশ করা হবে রাজকুমার হিরানি নির্মিত সিনেমাটির টিজার। ভক্তদের সঙ্গে একটি ফ্যান-মিট অনুষ্ঠানে টিজারটি দেখবেন শাহরুখ। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে ডানকি।

ওটিটিতে ‘জওয়ান’
অ্যাটলি কুমার পরিচালিত জওয়ান দিয়ে বক্স অফিসের সব রেকর্ড ওলটপালট করে দিয়েছেন শাহরুখ খান। ভারতে ৬৪৪ কোটি রুপির পাশাপাশি বিশ্বব্যাপী আয় করেছে ১ হাজার ১০০ কোটি রুপির বেশি। এবার জওয়ান আসছে ওটিটিতে। শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে আজ নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে জওয়ান।

রাতে বিশেষ পার্টি
এ বছর নিজের জন্মদিন ভারতীয় সিনেমার তারকাদের নিয়ে উদ্‌যাপন করতে চান শাহরুখ। তাই আয়োজন করা হয়েছে বিশেষ পার্টির। অতিথি তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, করণ জোহর, সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, অ্যাটলি কুমারসহ ভারতীয় সিনেমার বড় বড় তারকার নাম। বলিউড ভাইজান সালমান খানও দর্শন দেবেন। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার রিপোর্ট বলছে, এটি বলিউডের সবচেয়ে বড় বার্থডে পার্টি হতে চলেছে। মুম্বাইয়ের বান্দ্রায় জমকালো আয়োজনে হবে এই পার্টি।

৪ দিনব্যাপী উৎসবের ঘোষণা
প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও দাতব্য সেবার আয়োজন করেছে শাহরুখের ফ্যান ক্লাব। এর মধ্যে রয়েছে কেক কাটা, সিনেমা প্রদর্শন, বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, খাদ্য বিতরণ, কম্বল বিতরণ ইত্যাদি। ক্যানসার রোগী ও বৃদ্ধাশ্রমের জন্যও আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে ভারতের ১০০টির বেশি শহরে শাহরুখ খানের ভক্তরা এই উদ্‌যাপনে শামিল হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত