Ajker Patrika

নতুন রিয়েলিটি শো ‘বিশ্বজুড়ে বাংলা গান’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
এটিভি ইউএসএ আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। ছবি: সংগৃহীত
এটিভি ইউএসএ আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। ছবি: সংগৃহীত

সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘বিশ্বজুড়ে বাংলা গান’ নিয়ে আসছে যুক্তরাষ্ট্র-কানাডাভিত্তিক টিভি চ্যানেল এটিভি ইউএসএ। গত শনিবার এটিভি ইউএসএর ‘বাংলাদেশ ঘোষণা’ অনুষ্ঠানে উন্মোচন করা হয় রিয়েলিটি শোর লোগো। এ ছাড়া এ দিন বাংলাদেশ-আমেরিকার কিছু যৌথ ইভেন্ট ও আশা মাল্টিমিডিয়ার শুভযাত্রা ঘোষণা করা হয়।

বিশ্বজুড়ে বাংলা গানের লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিভি ইউএসের কর্ণধার দম্পতি আকাশ রহমান ও এশা রহমান। অনুষ্ঠান সম্পর্কে কথা বলেন রিয়েলিটি শোর কো-অর্ডিনেটর ও অন্যতম বিচারক রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায়। সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা অংশ নিতে পারবেন এই শোতে। সে জন্য নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে আবেদন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা, হামিন আহমেদ, রিজিয়া পারভীন, ফাহমিদা নবী, ধ্রুব গুহ, বিউটিশিয়ান কানিজ আলমাস খান, অভিনয়শিল্পী রুনা খান, সাদিয়া জাহান প্রভা, সিফাত তাহসিন, নিরব, নির্মাতা চয়নিকা চৌধুরী, কোরিওগ্রাফার পিয়াল হোসেন প্রমুখ।

কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা বলেন, ‘চীন, জাপানসহ অনেক ভাষার মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যাঁরা বাংলা গান তো বটেই নজরুলের গান অনেক পছন্দ করেন। এটিভি ইউএসএ টিভির জন্য শুভকামনা।’

হামিন আহমেদ বলেন, ‘বাংলা গান নিয়ে এই টিভির ভাবনাচিন্তা আমাকে মুগ্ধ করেছে। কারণ, এর আগে আমরা দেখেছি, রিয়েলিটি শো সাধারণত একটি শহর বা দেশের সংগীত নিয়ে হয়। কিন্তু বিশ্বজুড়ে বাংলা গান নিয়ে মনে হয় এটা প্রথম। আমি মনে করি, এই আয়োজনের কারণে বিশ্বজুড়ে বাংলা গানের প্রচার ও প্রসার বাড়বে।’

একই দিনে প্রকাশিত হয় আশা মাল্টিমিডিয়া প্রযোজিত প্রথম টেলিফিল্ম ‘ফাঁদের প্রেমে’। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তানভীর তারেক। অভিনয়ে সাঈদ বাবু, সিফাত তাহসিন, আকাশ রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত