Ajker Patrika

কোরবানিতে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পোলাও-কোর্মা খাওয়াবে জবি

জবি সংবাদদাতা 
কোরবানিতে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পোলাও-কোর্মা খাওয়াবে জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত যেসব শিক্ষার্থী ঈদে ঢাকায় অবস্থান করবে, তাঁদের জন্য আপ্যায়নের আয়োজন হাতে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। ঈদুল আজহার দিন পাঁচটি খাসি দিয়ে আপ্যায়ন করা হবে। এর সঙ্গে পোলাও, কোর্মাও থাকবে। 

আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। 

প্রথমবারের মতো ঈদে আপ্যায়নের প্রসঙ্গে প্রক্টর জাহাঙ্গীর বলেন, ‘উপাচার্যের নির্দেশে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কারণে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য পাঁচটি খাসি ক্রয় করা হবে। ঈদের দিন খাসির মাংসের সঙ্গে পোলাও, কোর্মাসহ নানাপদ থাকবে। মূলত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই প্রথমবারের মতো এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি অনেক কর্মচারীরাও থাকেন ঢাকায়। সব মিলিয়ে আমরা ঈদের দিন দুপুরে ৩০০-৩৫০ জনের জন্য খাবারের আয়োজন করব।’ 

প্রক্টর জাহাঙ্গীর আরও বলেন, ‘মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও দুপুরের খাবারের এ আয়োজন থাকবে।’ 

এ বিষয়ে উপাচার্য সাদেকা হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রী আবাসিক হলে কিছু শিক্ষার্থী থাকে, মেসে যারা থাকে ঈদে তাঁদের যেন মন খারাপ না হয়, সে জন্য আনন্দ ভাগাভাগি করতে আপ্যায়নের উদ্যোগ নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত