নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হওয়ার পক্ষে রায় দিলেও নির্বাচন ‘ঠেকানোর ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই’ বলে মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা।
আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে ডাকসু ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে তিনি এই মন্তব্য করেন।
ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে সম্প্রতি আদালতে রিট করেন তিন বাম সংগঠন-সমর্থিত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম।
রিট আবেদনে বলা হয়, ডাকসুর নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চূড়ান্ত প্রার্থীর তালিকায় জিএস পদে এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা দেওয়াটা কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে ফরহাদের প্রার্থিতা বাতিল করে তাঁকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে। রুল হলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকার অংশটুকুর কার্যক্রম স্থগিত চাওয়া হয়।
গত সোমবার ছিল রিটটির প্রাথমিক শুনানির দিন। শুনানি শেষে ডাকসুর নির্বাচনপ্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। গতকাল হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।
আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের সেই আবেদন শুনে চেম্বার আদালতের সিদ্ধান্ত বহাল রাখেন।
এর মধ্য দিয়ে ৯ সেপ্টেম্বর নির্ধারিত তারিখেই ডাকসু নির্বাচন হবে বলে জানান আইনজীবী শিশির মনির।
এ নিয়ে আজ বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘যাঁরা আধিপত্যের রাজনীতি টেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাঁরা হাইকোর্টকে ব্যবহার করেছেন। এটা তাঁদের একটা অছিলা মাত্র। ডাকসু নির্বাচন করতে বাধা নেই হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। তাহলে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র কি শেষ? এটা শেষ না। বিভিন্ন শঙ্কা, বিভিন্ন ধরনের অনুষঙ্গ এখনো আছে।’
বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আধিপত্যের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নানা ষড়যন্ত্র করা হবে। এর জন্য শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। অনেকে ভোটারদের ভেতরে-ভেতরে খাওয়াচ্ছে বা বকশিশ দিচ্ছে। এসব করলে কি ভোট পাওয়া যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত বোকা নয়।’
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হওয়ার পক্ষে রায় দিলেও নির্বাচন ‘ঠেকানোর ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই’ বলে মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা।
আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে ডাকসু ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে তিনি এই মন্তব্য করেন।
ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে সম্প্রতি আদালতে রিট করেন তিন বাম সংগঠন-সমর্থিত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম।
রিট আবেদনে বলা হয়, ডাকসুর নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চূড়ান্ত প্রার্থীর তালিকায় জিএস পদে এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা দেওয়াটা কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে ফরহাদের প্রার্থিতা বাতিল করে তাঁকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে। রুল হলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকার অংশটুকুর কার্যক্রম স্থগিত চাওয়া হয়।
গত সোমবার ছিল রিটটির প্রাথমিক শুনানির দিন। শুনানি শেষে ডাকসুর নির্বাচনপ্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। গতকাল হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।
আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের সেই আবেদন শুনে চেম্বার আদালতের সিদ্ধান্ত বহাল রাখেন।
এর মধ্য দিয়ে ৯ সেপ্টেম্বর নির্ধারিত তারিখেই ডাকসু নির্বাচন হবে বলে জানান আইনজীবী শিশির মনির।
এ নিয়ে আজ বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘যাঁরা আধিপত্যের রাজনীতি টেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাঁরা হাইকোর্টকে ব্যবহার করেছেন। এটা তাঁদের একটা অছিলা মাত্র। ডাকসু নির্বাচন করতে বাধা নেই হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। তাহলে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র কি শেষ? এটা শেষ না। বিভিন্ন শঙ্কা, বিভিন্ন ধরনের অনুষঙ্গ এখনো আছে।’
বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আধিপত্যের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নানা ষড়যন্ত্র করা হবে। এর জন্য শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। অনেকে ভোটারদের ভেতরে-ভেতরে খাওয়াচ্ছে বা বকশিশ দিচ্ছে। এসব করলে কি ভোট পাওয়া যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত বোকা নয়।’
ঘটনাবহুল প্রচার পর্ব শেষের দিকে। আর কয়েক দিন পরই (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ছাত্রসংগঠনগুলো সংবাদ সম্মেলন, অনলাইন প্রচার ও জনসংযোগসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভোটারদের আকৃষ্ট করতে। প্রচারের এ পর্যায়ে এসে চলছে নারী ভোটারদের মন জয়ে দৌড়ঝাঁপ। বিশেষ করে...
১১ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর (জোবরা) মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা সংশোধনের সময় তিন দিন বাড়িয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। তবে চূড়ান্ত তালিকা পূর্বনির্ধারিত সময়েই...
১৩ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক
১৬ ঘণ্টা আগেরাশিয়ায় ওপেন ডোর স্কলারশিপ-২০২৬-এর জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তিটির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১ দিন আগে