Ajker Patrika

জবির টিএসসিতে খাবারের দাম কমাতে রাজি দোকানিরা, মূল্যতালিকা দিলেন শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৪৬
জবির টিএসসিতে খাবারের দাম কমাতে রাজি দোকানিরা, মূল্যতালিকা দিলেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) টিএসসির খাবারের মূল্য পুনর্নির্ধারণ করে মূল্যতালিকা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এতে খাবারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দোকানদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ মূল্য নির্ধারণ করে বলে জানান টিএসসি সংস্কার প্রতিনিধিরা।

মূল্যতালিকায় দেখা যায়, রং চায়ের দাম ২ টাকা কমিয়ে ৬ টাকা, দুধ চা ২ টাকা কমিয়ে ৮, কেক ৫ টাকা কমিয়ে ১০, রুটি ৫ টাকা কমিয়ে ১০, কলা ১০, বাটার বান ২০, শিঙারা ৫, পাকোড়া ৫, সমুচা ১০, ভেজিটেবল রোল ১০, চিকেন রোল ৫ টাকা কমিয়ে ২৫, ডিম চপ ১০, স্যান্ডউইচ ৫ টাকা কমিয়ে ৩০ ও ডিম জালি ৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

সকালের নাশতার আইটেমের মূল্যতালিকায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। প্রতিটি পরোটা ৬ টাকা, ডাল অথবা ভাজি ১০, ডিম ভাজি ২০, ডিম খিচুড়ি ৩০ টাকা করা হয়েছে।

এ ছাড়া দুপুরের খাবারের দাম নির্ধারণ করা হয়েছে: ভাত, মাছ ও ডাল ৫০ টাকা; ভাত, মুরগি ও ডাল ৫০ টাকা; ভাত, ভর্তা ও ডাল ২০ টাকা; ভাত, ডিম ও ডাল ৩০ টাকা এবং ভাত, মুরগির গিলা–কলিজা ও ডাল ৪০ টাকা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও টিএসসি সংস্কার কমিটির সদস্য সোহাগ হোসেন বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ মূল্যতালিকা নির্ধারণ করেছি। শিক্ষার্থীদের খাবারের মান বাড়ানো ও দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এ মূল্যতালিকার সঙ্গে ব্যবসায়ীরা একমত হয়েছেন এবং আমাদের কথা দিয়েছেন তাঁরা খাবারের মান ঠিক রেখে এই নির্ধারিত মূল্যে খাবার বিক্রি করবেন।’

প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে মোট ৫টি উন্নয়ন ও সংস্কারমূলক কমিটি করা হয়, যার একটি হলো টিএসসি ও ক্যাফেটেরিয়া সংস্কার কমিটি। সেই কমিটির উদ্যোগে টিএসসির খাবারের মূল্যতালিকা করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী টিএসসির দোকানিদের সঙ্গে আলোচনা না করেই দাম কমায় এবং টিএসসির দোকানমালিক পরিবর্তনের পাঁয়তারা করে। প্রতিবাদে দোকানিরা পরদিন দোকান বন্ধ রাখেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার প্রতিনিধিরা কমিটি গঠনের মাধ্যমে দোকানিদের সঙ্গে আলোচনায় বসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত