জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) টিএসসির খাবারের মূল্য পুনর্নির্ধারণ করে মূল্যতালিকা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এতে খাবারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দোকানদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ মূল্য নির্ধারণ করে বলে জানান টিএসসি সংস্কার প্রতিনিধিরা।
মূল্যতালিকায় দেখা যায়, রং চায়ের দাম ২ টাকা কমিয়ে ৬ টাকা, দুধ চা ২ টাকা কমিয়ে ৮, কেক ৫ টাকা কমিয়ে ১০, রুটি ৫ টাকা কমিয়ে ১০, কলা ১০, বাটার বান ২০, শিঙারা ৫, পাকোড়া ৫, সমুচা ১০, ভেজিটেবল রোল ১০, চিকেন রোল ৫ টাকা কমিয়ে ২৫, ডিম চপ ১০, স্যান্ডউইচ ৫ টাকা কমিয়ে ৩০ ও ডিম জালি ৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
সকালের নাশতার আইটেমের মূল্যতালিকায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। প্রতিটি পরোটা ৬ টাকা, ডাল অথবা ভাজি ১০, ডিম ভাজি ২০, ডিম খিচুড়ি ৩০ টাকা করা হয়েছে।
এ ছাড়া দুপুরের খাবারের দাম নির্ধারণ করা হয়েছে: ভাত, মাছ ও ডাল ৫০ টাকা; ভাত, মুরগি ও ডাল ৫০ টাকা; ভাত, ভর্তা ও ডাল ২০ টাকা; ভাত, ডিম ও ডাল ৩০ টাকা এবং ভাত, মুরগির গিলা–কলিজা ও ডাল ৪০ টাকা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও টিএসসি সংস্কার কমিটির সদস্য সোহাগ হোসেন বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ মূল্যতালিকা নির্ধারণ করেছি। শিক্ষার্থীদের খাবারের মান বাড়ানো ও দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এ মূল্যতালিকার সঙ্গে ব্যবসায়ীরা একমত হয়েছেন এবং আমাদের কথা দিয়েছেন তাঁরা খাবারের মান ঠিক রেখে এই নির্ধারিত মূল্যে খাবার বিক্রি করবেন।’
প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে মোট ৫টি উন্নয়ন ও সংস্কারমূলক কমিটি করা হয়, যার একটি হলো টিএসসি ও ক্যাফেটেরিয়া সংস্কার কমিটি। সেই কমিটির উদ্যোগে টিএসসির খাবারের মূল্যতালিকা করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী টিএসসির দোকানিদের সঙ্গে আলোচনা না করেই দাম কমায় এবং টিএসসির দোকানমালিক পরিবর্তনের পাঁয়তারা করে। প্রতিবাদে দোকানিরা পরদিন দোকান বন্ধ রাখেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার প্রতিনিধিরা কমিটি গঠনের মাধ্যমে দোকানিদের সঙ্গে আলোচনায় বসেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) টিএসসির খাবারের মূল্য পুনর্নির্ধারণ করে মূল্যতালিকা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এতে খাবারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দোকানদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ মূল্য নির্ধারণ করে বলে জানান টিএসসি সংস্কার প্রতিনিধিরা।
মূল্যতালিকায় দেখা যায়, রং চায়ের দাম ২ টাকা কমিয়ে ৬ টাকা, দুধ চা ২ টাকা কমিয়ে ৮, কেক ৫ টাকা কমিয়ে ১০, রুটি ৫ টাকা কমিয়ে ১০, কলা ১০, বাটার বান ২০, শিঙারা ৫, পাকোড়া ৫, সমুচা ১০, ভেজিটেবল রোল ১০, চিকেন রোল ৫ টাকা কমিয়ে ২৫, ডিম চপ ১০, স্যান্ডউইচ ৫ টাকা কমিয়ে ৩০ ও ডিম জালি ৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
সকালের নাশতার আইটেমের মূল্যতালিকায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। প্রতিটি পরোটা ৬ টাকা, ডাল অথবা ভাজি ১০, ডিম ভাজি ২০, ডিম খিচুড়ি ৩০ টাকা করা হয়েছে।
এ ছাড়া দুপুরের খাবারের দাম নির্ধারণ করা হয়েছে: ভাত, মাছ ও ডাল ৫০ টাকা; ভাত, মুরগি ও ডাল ৫০ টাকা; ভাত, ভর্তা ও ডাল ২০ টাকা; ভাত, ডিম ও ডাল ৩০ টাকা এবং ভাত, মুরগির গিলা–কলিজা ও ডাল ৪০ টাকা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও টিএসসি সংস্কার কমিটির সদস্য সোহাগ হোসেন বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ মূল্যতালিকা নির্ধারণ করেছি। শিক্ষার্থীদের খাবারের মান বাড়ানো ও দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এ মূল্যতালিকার সঙ্গে ব্যবসায়ীরা একমত হয়েছেন এবং আমাদের কথা দিয়েছেন তাঁরা খাবারের মান ঠিক রেখে এই নির্ধারিত মূল্যে খাবার বিক্রি করবেন।’
প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে মোট ৫টি উন্নয়ন ও সংস্কারমূলক কমিটি করা হয়, যার একটি হলো টিএসসি ও ক্যাফেটেরিয়া সংস্কার কমিটি। সেই কমিটির উদ্যোগে টিএসসির খাবারের মূল্যতালিকা করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী টিএসসির দোকানিদের সঙ্গে আলোচনা না করেই দাম কমায় এবং টিএসসির দোকানমালিক পরিবর্তনের পাঁয়তারা করে। প্রতিবাদে দোকানিরা পরদিন দোকান বন্ধ রাখেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার প্রতিনিধিরা কমিটি গঠনের মাধ্যমে দোকানিদের সঙ্গে আলোচনায় বসেন।
বিশ্বমঞ্চে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের মেধাবী কিশোরেরা। এর অনন্য এক উদাহরণ হিসেবে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলো—সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারম
১ দিন আগেবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’। গত ২৩-২৭ জুলাই তুরস্কের আনাতোলিয়ায় এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
১ দিন আগেপথের দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন দালানগুলো যেন সেদিন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছিল। ধুলো মাখা জানালা, খসে পড়া দেয়াল, পোড়া ইটের গায়ে তুলির আঁচড় পড়ে ছিল। অতীতের গল্প যেন ফিরে এসেছে রঙে, রেখায়, অনুভবে। বলছি ঐতিহাসিক পানাম নগরের কথা।
১ দিন আগেন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে
১ দিন আগে